আইপিএল ২০২৫ মরশুমে ফের রিটায়ার্ড আউটের ঘটনা। মঙ্গলবার (৮ এপ্রিল) পঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে ফের রিটায়ার্ড আউট হলেন এক তারকা প্লেয়ার। দলক𓆉ে জেতাতে মহেꩵন্দ্র সিং ধোনির উপর ভরসা রেখে সিএসকে-র ডেভন কনওয়ে রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়লেন। তাঁর পরিবর্তে মাঠে নামেন রবীন্দ্র জাদেজা। আর কনওয়ে প্যাভিলিয়নে ফেরার পরের বলেই ছক্কা মারেন মাহি।
আইপিএলে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে রিটায়ার্ড আউট হলেন কনওয়ে
ধোনি জেতাবেন, এই আশায় কনওয়ে রিᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚটায়ার্ড আউট হয়ে সাজঘরে ফিরলেও, চেন্নাই সুপার কিংস জয়ের মুখ দেখেনি। সিএসকে-র হারের ধারা থামার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। মঙ্গলবার (৮ এপ্রিল) পঞ্জাব কিংসের দেওয়া ২২০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে, তারা ১৮ রানে ম্যাচটি হেরে যায়। এখন সিএসকে-র যা পরিস্থিতি, তাতে প্লে-অফে জায়গা করে নেওয়াটা মোটেও সহজ হবে না।
১৮তম ওভারের পঞ্চম বলে সিএসকে এই সিদ্ধান্ত নেয়। ৪৯ বলে ৬৯ রানে অপরাজিত থাকাকালীন কনওয়েকে প্যাভিলিয়নে ফেরত পাঠানো হয়। আইপিএলের 🍸সকল সংস্করণ মিলিয়ে রিটায়ার্ড আউট হওয়া পঞ্চম ব্যাটসম্যান হলেন কনওয়ে। এই মরশ💙ুমে নিউজিল্যান্ডের তারকা প্লেয়ার দ্বিতীয় ব্যাটসম্যান, যিনি রিটায়ার্ড আউট হন। লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে এই ভাবে আউট হতে হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের তিলক বর্মাকে। যা নিয়ে তীব্র বিতর্কও হয়েছে।
এর আগে রাজস্থান রয়্যালসে থাকাকালীন রবিচন্দ্রন অশ্বিন, 📖পঞ্জাব কিংসের অথর্ব তাইদে এবং গুজরাট টাইটান্সের সাই সুদর্শন এভাবেই রিটায়ার্ড আউট হয়েছিলেন।
দ্রুত রান করতে পারছিলেন না কনওয়ে
পঞ্জাবের বিরুদ্ধে ডেভন কনওয়ে ওপেন করতে নেমেছিলেন। ২২০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে, এদিন কনওয়ে একটা দিক ধরে রেখেছিলেন। কিন্তু তিনি স্কোরবোর্ডে দ্রুত রান যোগ করতে পারছিলেন না। মন্থর গতিতে ব্যাট করছিলেন কনওꦫয়ে। এদিকে পঞ্জাবের বিরুদ্ধে এমএস ধোনি সিএসকে-র হয়ে পাঁচ নম্বরে ব্যাট করতে এসেছিলেন। যখন ১৮ ওভার শেষের পর্যায়ে, পঞ্চম বল হয়ে গিয়েছে, তখন কনওয়ে রিটায়ার্ড আউট হন। তিনি মারতে পারছিলেন না বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁর জায়গায় নামেন রবীন্দ্র জাদেজা। কিন্তু তিনিও তিনিও বিশেষ কিছু করতে পারেননি। তবে কনওয়ে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পরের বলেই বিশাল ছক্কা হাঁকান এমএস ধোনি। এমন কী ১৮তম ওভারের পঞ্চম বলেও ছয় মেরেছিলেন ধোনি। এদিন মাহি কিছু ভালো স্ট্রোক খেলে দলকে ম্যাচটি জেতানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তিনটি ছ💯ক্কা, একটি চারের হাত ধরে ১২ বলে ২৭ রান করে আউট হয়ে যান ধোনি। আর এখানেই সিএসকে-র জয়ের শেষ আশাটুকুও শেষ হয়ে যায়।
আরও পড়ুন: ICC-র আজব নিয়ম, তার জেরে প্রাপ্য এক রান কাটা গেল কোহলিদের, উঠল প🅷রিবর্তনের জোরালো দাবি
জয়ে ফিরল পঞ্জাব, হেরেই চলেছে সিএসকে
টস জিতে পঞ্জাব কিংস প্রথমে ব্যাট করতে নামলে শুরুতেই তারা বড় ধাক্কা খায়। পাওয়ার প্লে-র মধ্যেই তারা ৩ উইকেট হারিয়ে বসে থাকে। ৫ উইকেট পড়ে যায় ১০০ রান স্পর্শ করার অনেক আগে। তবে ওপেন করতে নেমে একদিক আগলে প্রিয়াংশ আর্য একেবারে ঝড় তোলেন। ৩৯ বলে সেঞ্চুরি করেন, যা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। শেষ পর্যন্ত ৪২ বলে ১০৩ করে আউট হন প্রিয়াংশ। হাঁকান ৯টি ছক্কা এবং ৭টি চার। এছাড়া সাতে নেমে শশাঙ্ক সিং হাফসেঞ্চুরি করেন। ৩৬ বলে ৫২ করে তিনি অপরাজিত থাকেন। আটে নেমে ১৯ বলে ৩৪ করে মার্কো জানসেন অপরাজিত থাকেন। মাঝে পাঁচ ব্যাটার এক রানে গণ্ডিও টপকাতে পারেননি। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৯🅘 রান করে পঞ্জাব। সেই রান তাড়া করতে নেমে ৫ উইকেটে ২০১ রান করতে পারে সিএসকে। ৪৯ বলে ৬৯ রান করে কনওয়ে। এছাড়া ২৭ বলে ৪২ করেন শিবম দুবে, ২৩ বলে ৩৬ಌ করেন রাচিন রবীন্দ্র, মহেন্দ্র সিং ধোনি করেন ১২ বলে ২৭ রান। চেন্নাই ম্যাচটি ১৮ রানে হেরে যায়। এই নিয়ে এই মরশুমে টানা চার ম্যাচ হারল সিএসকে।