কী দাপট! কে বলবে, মাত্র ১৪ বছর বয়স তার। গুজরাট টাইটান্সের বোলারদের কাউকে রেয়াদ করল না। পিটিয়ে ছাতু করল রশিদ খান, প্রসিধ কৃষ্ণদের। সেই সঙ্গে মাত্র ৩৫ বলে নিজের সেঞ্চুরি পূরণ করে রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশী। রশিদ খানের বলে ছক্কা হাঁকিয়ে শতরান করে একাধিক রেকর্ডের মালিক হল ১৪ বছরের কিশোর।
সোমবার (২৮ এপ্রিল) গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আইপিএলে নিঃসন্দেহে ঐতিহাসিক ইনিংস খেলেছে বৈভব। এদিন সেঞ্চুরি হাঁকিয়ে গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে সে। মাত্র ১৪ বছর বয়সে ৩৫ বলে এই কৃতিত্ব অর্জন করাটা মোটেও মুখের কথা নয়। তার উপর আবার টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করার বিশ্বরেকর্ডও গড়েছে রাজস্থান রয়্যালসের এই কিশোর।
আরও পড়ুন: দ্বিতীয় ইনিংসে নেতৃত্ব দিতে নামলেন না শুভমন, দায়িত্ব সামলালেন রশিদ, GT অধিনায়ক চোট পেলেন নাকি?
বৈভব সূর্যবংশীর ঐতিহাসিক সেঞ্চুরি, ভাঙলেন ইউসুফের ১৫ বছর আগের রেকর্ড
১৪ বছর বয়সেই ক্রিকেট ইতিহাসে নিজের নাম খোদাই করে রাখল বৈভব সূর্যবংশী। গুজরাট টাইটান্সের বিপক্ষে এদিন ৩৮ বলে ১০১ রানের চোখ ধাঁধানো একটি ইনিংস খেলেছে বৈভব। ২৬৫.৭৮ স্ট্রাইক রেটে এই রান করেছে রাজস্থানের ছোট্ট ছেলেটি। তার এই ইনিংস সাজানো ছিল ৭টি চার এবং ১১টি ছক্কায়। এদিন সেঞ্চুরি করতে বৈভব মাত্র ৩৫ বল নেয়। সেই সঙ্গে আইপিএলে দ্রুততম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করার রেকর্ডও গড়ে সে। এর আগে এই রেকর্ডটি ছিল ইউসুফ পাঠানের নামে। ২০১০ সালে রাজস্থান রয়্যালসের হয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে ইউসুফ পাঠান ৩৭ বলে সেঞ্চুরি করেছিলেন। ১৫ বছর পর বৈভব সূর্যবংশী তাঁকে ছাপিয়ে গেল। তাও রাজস্থানের জার্সিতেই।
আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি
এদিন অল্পের জন্য ক্রিস গেইলের রেকর্ডটা ভাঙতে পারল না বৈভব। গেইল আইপিএলে মাত্র ৩০ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। আইপিএলের ইতিহাস সেই রেকর্ড আপাতত অক্ষতই থাকল। সেঞ্চুরি করতে গেইলের চেয়ে এদিন পাঁচ বল বেশি নিল বৈভব। এই তালিকায় তিনে রয়েছেন ইউসুফ পাঠান। ডেভিড মিলার (৩৮ বলে শতরান) এবং ট্র্যাভিস হেড (৩৯ বলে শতরান) রয়েছেন যথাক্রমে চার এবং পাঁচে।
আরও পড়ুন: গৌতম গম্ভীরের আলাদা আভিজাত্য আছে… দল চাপে পড়তেই, প্রাক্তন মেন্টরকে মিস করছেন KKR-এর তারকা পেসার
সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে টি২০-তে শতরানের বিশ্বরেকর্ড
এদিন সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে টি২০-তে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড করেছে বৈভব। শুধু আইপিএলে নয়। বৈভব বিশ্বের সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে টি২০ ক্রিকেটে শতরান করার রেকর্ড করেছে। ১৪ বছর ৩২ দিন বয়সে এদিন বৈভব শতরান করে। এই রেকর্ড এর আগে ছিল ভারতের বিজয় জোল-এর। তিনি ২০১৩ সালে কুচবিহার ট্রফিতে ১৮ বছর ১১৮ দিন বয়সে মহারাষ্ট্রের হয়ে মুম্বইয়ের বিরুদ্ধে শতরান হাঁকিয়েছিলেন। সেই রেকর্ড এদিন ভেঙে গেল।
আইপিএলেও সবচেয়ে কম বয়সী ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরিরও নজির গড়েছে বৈভব। এই রেকর্ডটি আগে ছিল মণীশ পান্ডের দখলে। তিনি ১৯ বছর ২৫৩ দিন বয়সে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তবে এদিন এই রেকর্ডের দখল নেয় বৈভব সূর্যবংশী।
ছক্কার রেকর্ড
শুধু তাই নয়, বৈভব সূর্যবংশী আইপিএলের এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারা ভারতীয় ব্যাটসম্যানের যুগ্ম রেকর্ড করেছে। এর আগে, ২০১০ সালে মুরলী বিজয় এক ইনিংসে ১১টি ছক্কা মেরেছিলেন। এদিন টাইটান্সের বিরুদ্ধে বৈভবও ১১টি ছক্কা হাঁকিয়েছে।
এই তালিকাতেও শীর্ষেও
বৈভব সূর্যবংশী এখনও পর্যন্ত আইপিএলে মাত্র ৩টি ম্যাচ খেলেছে। ইতিমধ্যে একাধিক রেকর্ড নিজের নামে করে ফেলেছে। আইপিএলের প্রথম ৩ ম্যাচে সর্বাধিক ছক্কা মারা ব্যাটসম্যানও হয়েছে বৈভব। আইপিএলে এখনও পর্যন্ত ১৬টি ছক্কা মেরেছে আরআর তারকা। অন্য দিকে ব্রেন্ডন ম্যাকালাম তাঁর আইপিএল ক্যারিয়ারের প্রথম ৩ ম্যাচে ১৫টি ছক্কা মেরেছিল। এই তালিকাতেই শীর্ষে উঠে এসেছে বৈভব সূর্যবংশী।
বাকি রেকর্ড
আইপিএলে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জেতা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়েছে বৈভব সূর্যবংশী।
প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে আইপিএলে ১১ ওভারের আগে সেঞ্চুরি করতে সক্ষম হয়েছে আরআর তারকা।
প্রথম ভারতীয় হিসেবে মাত্র ৩ ইনিংসে আইপিএল সেঞ্চুরি করল বৈভব।
বৈভব সূর্যবংশী তার শতরানের ৯৩ শতাংশই বাউন্ডারি থেকে করেছে, যা একটি রেকর্ড।