Virat Kohli-Rohit Sharma are keen to play T20I: আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্টে তেমনই খবর উঠে আসছে। ভারতের ব্যাটিং তারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলি ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে সেভাবে খেলেননি। অনেককেই সন্দেহ প্রকাশ করেছিল যে আদৌ কি তারা ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপে খেলবে। তবে এবারে সেই বিষয় থেকে পর্দা তুলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। রিপোর্টে বলা হয়েছে, বিসিসিআই জানিয়েছেন যে বিরাট কোহলি ও রোহিত শর্মা সংক্ষিপ্ততম ফর্ম্যাটে নির্বাচনের জন্য উপলব্ধ থাকবেন।
আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের জন্য দল বাছাই করতে শুক্রবার বৈঠকে বসবে নির্বাচক কমিটি। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ শুরু হবে ১১ জানুয়ারি। অন্যদিকে ইংল্যান্ড বনাম পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটি শুরু হবে ২৫ জানুয়ারি। জুন মাসে অনুষ্ঠিত হতে চলেছে ২০২৪ আইসিসি বিশ্বকাপ। তবে সেই বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিরুদ্ধে মাত্র তিনটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে ভারতীয় দল।
এদিকে, ইনজুরির কারণে হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদবকে পাওয়া যাবে না বলে খবর পাওয়া যাচ্ছে। যদি তেমনটা হয় তাহলে ভারতীয় নির্বাচকদের বড় সিদ্ধান্ত নিতে হবে। বিসিসিআই-এর নির্বাচক কমিটিকে টি-টোয়েন্টির জন্য নতুন অধিনায়ক বেছে নিতে হবে। আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন ম্যাচে ফাস্ট বোলার মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দিতে পারে নির্বাচক কমিটি।
বৃহস্পতিবার কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের দুর্দান্ত জয়ে মহম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। দুই ম্যাচের সিরিজে ভারতকে সমতায় ফেরাতে ভারতের এই দুই বোলার দুরন্ত পারফর্ম করেছিলেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্টে বলা হয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে এখনও খেলবেন এই দুই পেসার। ভারতীয় টিম ম্যানেজমেন্ট চায় তাদের দুই ইনফর্ম পেসার ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে দীর্ঘ সিরিজের জন্য পুরোপুরি ফিট হোক। এই মুহূর্তে তিন নির্বাচক এসএস দাস, সলিল আনকোলা এবং প্রধান নির্বাচক অজিত আগরকার কেপটাউনে রয়েছেন।