Rahul Dravid Reaction after Vaibhav Suryavanshi Century: মাত্র ১৪ বছর বয়সেই ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী। সোমবার রাতে জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে এক অবিস্মরণীয় ইনিংস খেলে আইপিএলের প্লে-অফে থাকার গাণিতিক সম্ভাবনা বাঁচিয়ে রাখলেন রাজস্থান রয়্যালসের কিশোর ওপেনার বৈভব সূর্যবংশী। মাত্র ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে আইপিএল ইতিহাসে কোনও ভারতীয়ের দ্রুততম শতরানের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। রাজস্থান রয়্যালস ৮ উইকেটে হারায় গুজরাট টাইটান্সকে।
তাঁর অসাধারণ ইনিংসের মাহাত্ম্য যেন সবচেয়ে ভালোভাবে ধরা পড়ল এক মুহূর্তে। যখন দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় হুইলচেয়ার থেকে উঠে দাঁড়িয়ে হাত তুলে মন খুলে সেলিব্রেশন করতে থাকেন। যারা জানেন না, তাদের জানিয়ে রাখি, রাহুল দ্রাবিড় এই আইপিএল মরশুমের শুরু থেকেই হুইলচেয়ারে রয়েছেন। নিজের ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলতে গিয়ে তিনি ডান পায়ে চোট পান। ম্যাচের পর দলীয় হ্যান্ডশেক কিংবা প্র্যাকটিসেও তিনি কখনও হুইলচেয়ার থেকে ওঠেননি। কিন্তু বৈভবের সেঞ্চুরি তাঁকে আর বসিয়ে রাখতে পারেনি।
দেখুন সেই ভিডিয়ো-
আরও পড়ুন … বৈভব সূর্যবংশীকে নিয়ে কেন এমন কথা বললেন GT অধিনায়ক? শুভমন গিলের উপর রেগে গেলেন অজয় জাদেজা
১১তম ওভারে রশিদ খানের বলে ছক্কা হাঁকিয়ে শতরানে পৌঁছান বৈভব, আর তখনই হুইলচেয়ার ছেড়ে লাফিয়ে উঠে দাঁড়ান দ্রাবিড়। যা দেখে অবাক হয়ে যায় গোটা ক্রিকেট বিশ্ব। দেখুন সেই মুহূর্তের ভিডিয়ো।
তিনি ভেঙে দিলেন ইউসুফ পাঠানের ১৫ বছরের পুরনো রেকর্ড (৩৭ বলে শতরান), এবং শুধু ক্রিস গেইলের (৩০ বলে, ২০১৩) পিছনে রয়েছেন এখন। সেই সঙ্গে, মাত্র ১৪ বছর ৩২ দিন বয়সে টি-টোয়েন্টি ক্রিকেটে শতরান করা ইতিহাসের সবচেয়ে কম বয়সি ব্যাটার হলেন তিনি।
আরও পড়ুন … বৈভব যেন IPL-এ নিজের নতুন রেকর্ডবুক ছাপাবেন! দেখুন কত নজির গড়লেন ১৪ বছরের ভয়ঙ্কর ব্যাটার
বৈভব সূর্যবংশীর শো-
১৩ বছর বয়সেই আলোচনায় আসেন এই ‘ওয়ান্ডার কিড’, যখন রাজস্থান রয়্যালস তাঁকে ১.১ কোটি টাকায় দলে নেয়। আর সোমবার, তিনি নিজের নাম জড়িয়ে ফেললেন কিংবদন্তিদের সঙ্গে। বিশ্বমানের বোলারদের বিরুদ্ধে, যেমন রশিদ খান, মহম্মদ সিরাজ, ইশান্ত শর্মা ও ওয়াশিংটন সুন্দরের বিরুদ্ধে দাপটের সঙ্গে ব্যাট করলেন বৈভব।
ইশান্ত শর্মার এক ওভারে হাঁকালেন ৩টি ছক্কা ও ২টি চার
সুন্দরকে মারলেন ২টি ছক্কা ও ১টি চার
১৭ বলে তুলে নিলেন চলতি আইপিএলের দ্রুততম ফিফটি
করিম জানাতের এক ওভারে ৩টি ছক্কা ও ৩টি চার মারলেন
এরপর রশিদের বলে ছক্কা মেরে পূর্ণ করলেন শতরান
আরও পড়ুন … দিল্লির পিচে কোন একাদশ নামাবে KKR? হারলেই প্লে-অফ অনিশ্চিত, যেন নাইটরা আজ থেকেই নকআউট পর্ব খেলতে নামবে!
কী বললেন বৈভব সূর্যবংশী?
রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ ‘অবিশ্বাস্য’ বলে মন্তব্য করেন। ম্যাচের পরে তিনি বলেন, ‘আমরা দুই মাস ধরে ওর সঙ্গে আছি। জানতাম কী করতে পারে, কিন্তু বিশ্বমানের বোলারদের বিরুদ্ধে এটা করা... ভাষা খুঁজে পাচ্ছি না!’ যশস্বী জসওয়ালের সঙ্গে ১৬৬ রানের উদ্বোধনী জুটি গড়ে রাজস্থান রয়্যালস ম্যাচ জিতে নেয় মাত্র ১৫.৫ ওভারে, লক্ষ্য ছিল ২১০।