গত বছর অগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর শাকিব আল হাসান আর দেশে ফিরতে পারেননি। সেপ্টেম্বরে কানপুর টেস্টের পর আর বাংলাদেশ দলের হয়ে খেলতেও পারেননি। অনেকেই শাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি দেখছেন। কিন্তু বাংলাদেশের তারকা অলরাউন্ডারের ভাবনা অন্য রকম। তিনি এখনও বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন মনে পুষে রেখেছেন। বাংলাদেশের হয়ে খেলে অবসর নিতে চান দেশের ইতিহাসে সর্বকালের সেরা♛ এই ক্রিকেটার।
বাংলাদেশের একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে শাকিব তাঁর মনে🐠র ইচ্ছের কথা জানিয়েছেন। শাকিব বলেছেন, ‘যখন বুঝলাম এত চাপ নিয়ে খেলতে পারব না, তখনই মনে হয়েছে সবটা শেষ। ব্যাপারটা এমন নয় যে, আমি আমার দেশের হয়ে খেলꦅতে চাই না, আমি এখনও বাংলাদেশের হয়ে খেলতে চাই, আর এই ইচ্ছা সব সময়েই থাকবে। এ নিয়ে বিসিবি সভাপতি থেকে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, সবার সঙ্গেই যোগাযোগ করেছি।’
শাকিব বাংলাদেশের হয়ে শেষ বার খেলেছেন গত বছর সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। সেপ্টেম্বর-অক্টোবরের সেই ভারত সফরে তিনি জানিয়েছিলেন, আন্তর্জাতিক টি-🌳টোয়েন্টি আর খেলবেন না। পাশাপাশি অক্টোবরে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে সাদা বলের ক্রিকেট ছাড়ারও ঘোষণা করেছিলেন। 💫তবে ওয়ানডে-তে চ্যাম্পিয়নস ট্রফি খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন শাকিব। কিন্তু তিনি দলে সুযোগ পাননি।
তিনি দাবি করেছেন, ‘আমি মনে করি, বাংলাদেশ🌺ের হয়ে খেলার সুযোগটা আমার প্রাপꩵ্য এবং বেশির ভাগ মানুষই চায় আমি দেশের হয়ে খেলে অবসর নিই এবং আরও কিছু দিন খেলা চালিয়ে যাই। আমার বিশ্বাস, আরও এক-দুই বছর খেলতে পারব।’
বাংলাদেশের উত্তাল অবস্থার সময়♑ে আওয়ামি লিগের প্রাক্তন সংসদ সদস্য নিরাপত্তার কারণে দেশ ছেড়েছিলেন। এখনও তিনি দেশে ফিরতে পারছেন না। তবে দেশের হয়ে খেলার স্বপ্ন এখনও তিনি দেখেন। শাকিব বলেছেন, ‘হ্যাঁ, আমি সংসদ সদস্য ছিলাম, কিন্তু এখন তো আর নেই এবং কোনও দলের কোনও রাজনৈতিক পদেও নেই। যে কাজটি আমি ১৮ থেকে ২০ বছর (বাংলাদেশের হয়ে খেলা) ধরে করছি, সেটা থামিয়ে দেওয়াটা কি আপত্তির বিষয় নয়? আমি এখনও বাংলাদেশের হয়ে খেলে ভালো ভাবে ক্যারিয়ার শেষ করতে চাই। যদি সুযোগ থাকে আমি এক সিরিজ, দুই সিরিজ নাকি আরও এক বছর খেলব, সেই পর♈িকল্পনা করতে চাই।’
এর সঙ্গেই শাকিব যোগ করেছেন, ‘গত ১৮ বছর নাকি শেষের ৬ মাস, কোনটা দেখে আমাকে বিচার করবেন, তা আপনাদের ইচ্ছা।’ শাকিব মনে করেন, বাংলাদেশের হয়ে খেলার সুযোগটা তাঁর প্রাপ্য। তাঁর দাবি, ‘আমি মনে করি, বাংলাদেশের হয়ে খেলার সুযোগটা আমার প্রাপ্য এবং বেশির ভাগ মানুষই চায় আমি দেশের হয়ে খেলে অবসরꦕ নিই এবং আরও কিছু দিন খেলা চালিয়ে যাই। আমার বিশ্বাস, আরও এক-দুই বছর খেলতে পারব।’