আসছে অক্ষয় অভিনীত ''কেশরী চ্যাপ্টার ২: দ্য আনটোল্ড স্টোরি 🌟অফ জালিয়ানওয়ালাবাগ', যে ছবিতে উঠে আসবে জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ড, ব্রিটিশদের বিরুদ্ধে চিত্তুর সি শঙ্করণ নায়ার এর বেশে আক্ষয়ের লড়াই দেখানো হবে♛। এবার এই কেশরী-২ নিয়েই বড় কথা বলে ফেললেন আক্কি।
অভিনജেতা অক্ষয় কুমার জানিয়েছেন, তিনি চান ব্রিটিশ সরকার এবং রাজা চার্লসও তাঁর 'কেশরি চ্যাপ্টার ২' ছবিটি দেখুন এবং যাতে নিজেদের ভুল তাঁরা বুঝতে পারেন। এই সিনেমা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অক্ষয় স্মরণ করেন যে, তিনি যখন অনেক ছোট, তখন তাঁর বাবা তাঁকে জালিয়ানওয়ালাবাগ ঘটনাﷺর গল্প বলেছিলেন।
জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নিয়ে অক্ষয়
কেশরী-২ তে অক্ষয় সি শঙ্করণ নায়ারের চরিত্রে অভিনয় করেছেন, যিনি ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর জেনারেল ডায়ার এবং ব্রিটিশ রাজের বিরুদ্ধে আইনি লড়াই করেছিলেন। এই মর্মান্তিক ঘটনা সম্পর্কে কথা বলতে গিয়ে অক্ষয় বলেছেন, ‘আমার দাদা (দাদু) পুরো জালিয়ানওয়ালাবাগের ঘটনাꩲর সাক্ষী ছিলেন। দাদুই আমার বাবাকে এই ঘটনা সম্পর্কে গল্প বলেছিলেন। পরে সেই গল্পই আমার বাবা আমাকে বলেন। ছোটবেলা থেকেই আমি এই হত্যাকাণ্ড সম্পর্কে অনেক কিছু জানি, তাই এই সিনেমাটি আমার মনের খুবই কাছের একটা ছবি। এই ঘটনা সবসময় আমার মনে গেঁথে আছে... সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হল ইতিহাস আমাদেরকে আসলে যা জানা দরকার তা বলে না।’
ব্রিটিশ সরকার 'কেশরী চ্যাপ্টার ২' দেখুক
অভিনেতা ব্রিটিশ স𝄹রকারের 'কেশরী চ্যাপ্টার ২' দেখার বিষয়েও নিজের মতামত তুলে ধরেছেন। আক্কি বলেন, ‘আমি এখানে অনুরোধ করছি না যে, ওদের দুঃখ প্রকাশ করুন। তবে আমি চাই ওরা অন্তত এই ছবিটি দেখুক এবং নিজেদের ভুল বুঝতে পারুক। তারপর তাঁদের মুখ থেকে স্বাভাবিকভাবেই ভুুল স্বীকারের কথা বেরিয়ে আসবে। ক্ষমা প্রার্থনা ওরা অবশ্যই করবে, এবং সেটা নিজের থেকেই। আর তাই আমি চাই ওরা এই ছবিটি দেখুক। আমি চাই ব্রিটিশ সরকার এবং রাজা চার্লস এই ছবিটি দেখুন। তাঁদেরও দ🍒েখা উচিত যে কী ঘটেছিল। বাকিটা নিজের থেকেই হয়ে যাবে।’
'কেশরী চ্যাপ্টার ২'
চলতি মাসের শুরুতে 'কেশরী চ্যাপ্টার ২' এর ট্রেলার প্রক♓াশিত হয়েছে। যেখানে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ভয়াবহ দৃশ্য দেখানো হয়েছে। আইনজীবী সি. শংকরণ নায়ারের ভূমিকায় আদালতে দাড়িয়ে জেনারেল ডায়ারকে প্রশ্নে জেরবার করতে দেখা যায় আক্কিকে। এই ছবিতে অনন্যা পাণ্ডে একজন আইনের ছাত্রী এবং আর মাধবন নেভিল ম্যাকিনলেয়ের🙈 চরিত্রে অভিনয় করেছেন। 'কেশরী চ্যাপ্টার ২' ১৮ এপ্রিল মুক্তি পাবে।