বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও আর মাধবন অভিনীত 'কেশরী চ্যাপ্টার ২: দ্য আনটোল্ড স্টোরি অব জালিয়ানওয়ালাবাগ' বেশ পছন্দ করেছেন দর্শকরা। গত ১৮ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছেএই সিনেমা। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের উপর ভিত্তি করে তৈরি এই গল্প বক্স অফিসে মন্দ ব্যবসা করেনি। এমনকী, দ্বিতীয় শুক্রবারে এসেও, হলে দর্শক সমাগম হল বেশ ভালো।
ধর্মা প্রোডাকশনের ব্যানারে তৈরি হয়েছে অক্ষয় কুমারের 'কেশরী চ্যাপ্টার ২'। অক্ষয় কুমার ও আর মাধবন ছাড়াও এই ছবিতে রয়েছেন অনন্যা পাণ্ডে। সিনেমায় অনন্যার অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে। তবে কেশরী ২-কে বেশ কড়া প্রতিপক্ষের মুখোমুখি হতে হয়েছে। প্রথমে ছিল ‘জাট’-এর মতো সিনেমা। আর এবারে এসেছে ইমরান হাসমির ‘গ্রাউন্ড জিরো’।
স্যাকনিল্কের প্রাথমিক প্রতিবেদন অনুসারে, 'কেশরী ২' অষ্টম দিনে ঘরোয়া বক্স অফিসে ৪.১৫ কোটি টাকা সংগ্রহ করেছে। আর যার ফলে, ছবির মোট সংগ্রহ এখন ৫০.২৫ কোটি টাকায় পৌঁছেছে। অন্য দিকে, ইমরানের ‘গ্রাউন্ড জিরো’ খাতা খুলল মাত্র ১ কোটি দিয়ে।
কেশরী ২-র বক্স অফিস কালেকশন
অক্ষয়ের ছবি খাতা খোলে প্রথম শুক্রবারে ৭.৭৫ কোটি টাকা দিয়ে। এরপর দিনপ্রতি আয় দেখুন এক নজরে-
দিন ২- ৯.৭৫ কোটি
দিন ৩- ১২ কোটি
দিন ৪- ৪.৫ কোটি
দিন ৫- ৫ কোটি
দিন ৬- ৩.৬০ কোটি
দিন ৭- ৩.৫০ কোটি
দিন ৮- ৪.১৫ কোটি
মোট সংগ্রহ - ৫০.২৫ কোটি (প্রাথমিক প্রতিবেদন)
কেমন ফল গ্রাউন্ড জিরো-র?
ইমরান হাশমির ‘গ্রাউন্ড জিরো’ ছবিটি বিএসএফ অফিসার নরেন্দ্র নাথ দুবে-র উপর নির্মিত, যেখানে দেখানো হয়েছে কিভাবে সন্ত্রাসবাদী গাজী বাবাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল। ছবিতে ইমরানের অভিনয় সবার পছন্দ হয়েছে।কিন্তু দেখা গেল, ভলো ওপেনিং পেল না এই সিনেমাটি। ‘গ্রাউন্ড জিরো’ ছবিটি প্রথম দিনে দেশীয় বক্স অফিসে ১.০০ কোটি টাকা আয় করেছে। আর এদিকে, গতকাল শুক্রবার সানি দেওলের ‘জাট’-এরআয় ছিল ০.৯০ লক্ষ টাকা।