🍃 ফের নেটিজেনদের আকর্ষণ কাড়লেন যুজবেন্দ্র চাহাল ও আরজে মাহভাশ। কদিন আগেই আইপিএল দেখতে গিয়ে গদগদ হয়ে চাহালের প্রশংসায় মজেছিলেন মাহভাশ। এমনকী, ফোটো শেয়ার করে ইনস্টাগ্রামে ‘পাশে থাকার বার্তাও’ দেন! আজকাল হামেশাই একসঙ্গে দেখা যায় দুজনকে। তবে, যেই না প্রেমের কথা ওঠে, দুই তরফ থেকেই জবাব আসে, ‘আমরা ভালো বন্ধু’!
ﷺসে যাই হোক, এবার চাহাল তাঁর চর্চিত এই বান্ধবীর কাছ থেকে উপহারে আসা একগুচ্ছ গোলাপের ছবি পোস্ট করেন। তারপর যেই না নেটপাড়ায় ট্রোল শুরু হয়, তা ডিলিটও করে দেন।
আরও পড়ুন: 𓃲বউ থেকে হয়ে গেলেন বোন! ৫ বছরে বদলে গেল সায়ক ও সৌমির সম্পর্কের রসায়ন
🐬সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে যুজবেন্দ্র চাহাল লাল গোলাপের বিশাল তোড়ার সঙ্গে তোলা একটি সেলফি শেয়ার করে নিলেন। ভক্তরা সেই ছবির নীচে মন্তব্য করেন এবং জানতে চান যে, এটি কি আরজে মাহাভাশ পাঠিয়েছে। বেশ কয়েকজন রেডিট ব্যবহারকারী দাবি করেছেন যে চাহাল গোপনে মাহাভাশকে নিজের স্টোরিতে ট্যাগও করেছেন।
൲রেডিট পোস্টটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে, আরও বেশি মানুষ চাহালের ইনস্টাগ্রামে ভিড় জমায়, স্বচক্ষে তা দেখবে বলে। এমনকী, রেডিটে সেই পোস্টের মন্তব্য বিভাগেও রীতিমতো ক্ষোভ উগড়ে দেন নেটিজেনরা। ট্রোল করেন চাহালকে। দাবি তোলেন, ধনশ্রী বর্মাকে শুধু শুধু ‘বদনাম’ করা হচ্ছে।
⛦খুব সম্ভবত, এই সপ্তাহের শুরুতে কেকেআরের বিরুদ্ধে আইপিএল ম্যাচে পঞ্জাবের হয়ে নিজের দুর্দান্ত পারফর্ম্যান্সের জন্যই চাহাল এই ফুল পেয়েছিলেন। তবে এরপর দেখা যায় যে, চর্চা বাড়তেই চাহাল স্টোরিটি সরিয়ে ফেলেন। প্রেরকের নাম বা কেন তিনি ছবিটি মুছে ফেলেছেন, তা আপাতত রহস্যই! তবে সেই যে, কথাতেই আছে যা রটে, তার কিছু তো বটে! এখানে কিছু-টা ঠিক কতটা, তা ভবিষ্যতই বলবে।