‘আমিই আসল সিংঘম’, সোমবার দো পাত্তি-র ট্রেলার লঞ্চের আসরে বরকে চ্যালেঞ্জ ছুঁড়ে ঘোষণা কাজলের। একঝাঁক রহস্যে মোড়া এই ক্রাই থ্রিলারে ডবল রোলে রয়েছেন কৃতি শ্যানন, অন্যদিকে পুলিশ অফিসারের চরিত্রে কাজল।
ট্রেলারে কাজলকে রাফ অ্যান্ড টাফ পুলিশ অফিসারের চরিত্রে পাওয়া গেল। অন্যদিকে কৃতিকে একদিকে গোবেচারা সৌম্যা এবং অন্যদিকে সেক্সি শৈলির ভূমিকায় দেখা মিলল। কাল্পনিক পার্বত্য শহর দেবীপুরের প্রেক্ষাপটে সাজানো এই ছবি।
এই শহরের আইন ব্যবস্থা সামলানোর জিম্মা পুলিশের আধিকারিক জ্যোতির উপর (কাজল)। সৌম্যা (কৃতি সানন) এবং তার স্বামী ধ্রুব সুদের (শাহির শেখ) জীবনের অস্থির ঘটনায় আটকা পড়ে যান জ্যোতি। গল্পের আসল চমক সৌম্যার যমজ বোন শৈলীর এন্ট্রির পর, যে আসলে নেতিবাচক চরিত্র। বোনের বরের দিকে কু-দৃষ্টি তাঁর।
ট্রেলার শুরুতে শাহির শেখের চরিত্র ধ্রুব সুদকে পুলিশ থানায় জিজ্ঞাসাবাদ করছেন কাজল। তাঁর সরাসরি প্রশ্ন, ‘অ্যাক্সিডেন্টের সকালে কী ঘটেছিল?’ সৌম্যা এবং ধ্রুবের রোম্যান্সের মাঝে ঢুকে পড়ে শৈলী। সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে সে বোনকে বলে, ‘তুই ধ্রুবকে নিজের করে নিয়েছিস ঠিকই, কিন্তু আগলে রাখতে পারবি?’ বোনে-বোনে এমন ঘৃণা? হজম করতেই পারেন না কাজল। একটা সময় ধ্রুবের বিরুদ্ধ খুনের চেষ্টার অভিযোগও আনবে সে। কিন্তু সত্যিটা কী? ধ্রুব অপরাধী নাকি বোনের সংসার ভাঙতে ধ্রুবকে ফাঁসানোর চেষ্টায় শৈলী?
কৃতির কথায়,'দো পাত্তি আমার কাছে অবিশ্বাস্যভাবে বিশেষ, কেবল প্রযোজক হিসাবে এটি আমার প্রথম চলচ্চিত্র নয়, কারণ এটি আমাকে পর্দায় আমার নিজেকে দ্বৈত চরিত্রে ফুটিয়ে তোলার সুযোগ দিয়েছে। এই চলচ্চিত্রটি আমার সন্তানের মতো হয়েছে; কণিকা এবং আমি শুরু থেকেই এটিকে লালন করেছি, বিশেষত প্রযোজক হিসাবে আমাদের দক্ষতায় এবং নেটফ্লিক্সের সাথে এই যাত্রাটি দেখতে সত্যিই পরিতৃপ্তিদায়ক।'
কাজল বলেন, ‘একজন অভিনেতা হিসেবে আমি সবসময়ই এমন সব চরিত্রের জন্য মুখিয়ে থাকি যা আমাকে দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ করে দেয়। এই প্রথমবার আমি একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছি, আমি আমার ভক্তদের আমাকে এই নতুন অবতারে দেখার জন্য অপেক্ষা করতে পারছি না। এই শক্তিশালী গল্পটিকে প্রাণবন্ত করে তোলা ফলপ্রসূ হয়েছে’।
নেটফ্লিক্সে মুক্তি পেতে চলা এই ছবিকে 'চিত্তাকর্ষক রহস্য থ্রিলার' হিসেবে বর্ণনা করা হচ্ছে। যা পরিচালনা করেছেন শশাঙ্ক চতুর্বেদী, যিনি বি-টাউনে বব নামে পরিচিত। ২০১৫ সালে রোহিত শেট্টির ‘দিলওয়ালে’র পর এই ছবিতে ফের একসঙ্গে কাজল-কৃতি। এই ছবি ২৫শে অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাবে।