সদ্য 'ইন্ডিয়ান আইডল' জিতে ফিরেছেন শুভজিৎ চক্রবর্তী। প্রথমবারের জন্য ইন্ডিয়ান আইডল থেকে বাংলায় এসেছে তিনটি ট্রফি। জয়ী ও রানার আপ দুজনেই বাঙালি। এছাড়াও চতুর্থ হয়েছেন প্রিয়াংশু দত্ত। এদিকে ইন্ডিয়ান আইডল জয়ের পর কলকাতায় ফিরে নিজের সঙ্গীতগুরুদের সঙ্গে দেখা করত﷽ে যান শুভজিৎ দত্ত। তিনি নিজেই সেই ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ার পাতায়।
কোথায় গান শিখতেন শুভজিৎ?
সঙ্গীত অ্যাকাডেমি ললিত কলার ছাত্র শুভজিৎ চক্রবর্তী। ইন্জিয়ান আইডল জেতার পর ফিরে সেখানেই ফের গানের ক্লাস করতে গিয়েছিলেন খড়গপুরের এই ছেলেটি। 'আমার গানের স্কুল ললিতকলা'ক্যাপশানে সঙ্গীতগুরুদের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন শুভজিৎ। যেখানে জয়ন্ত সরকার ও তাঁর স্ত্রী এবং তাঁর ছেলে সীমান্ত সরকার ওরফে তাঁর জোজো দাদার সঙ্গে ছ🥃বি পোস্ট করেছেন শুভজিৎ চক্রবর্তী। ছবিগুলির সঙ্গে তিনি লিখেছেন, ‘ইন্ডিয়ান আইডল জার্নি শেষে দীর্ঘ দিন পর আমি আমার সঙ্গীত ক্লাসে গিয়েছিলাম গুরুজি, গুরুমা, জোজো দাদার কাছ থেকে আশীর্বাদ নিতে। আমার ললিতকলা পরিবারের কাছ থেকে সমস্ত ভালোবাসা এবং আশীর্বাদ পেয়ে আমি ধন্🎉য।’
প্রসঙ্গত এবা🥂র ইন্ডিয়ান আইডল জয়ী ম𝕴ানসী ঘোষও ললিত কলার ছাত্রী। তিনি সেখানেই গান শেখেন।
আরও পড়ুন-নেশায় বুঁদ হয়ে ঘুমোচ্ছিলেন ঋ ও ౠশ্রিয়া, মদে চুর ভিক্টো নাকি বোঝেনইনি সেটা দিন না রাত!