গড়িয়াহাট, নিউমার্কেট থেকে শুরু করে বড় বড় নামি বিপণীর ডিসপ্লেতে ঝোলানো চৈত্র সেল, জানান দিচ্ছে হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরই ১৪৩১-কে বিদায় জানিয়ে, বাংলা সাল পা দেবে ১৪৩২-এ। ফের নতুন বছরকে স্বাগত জানতে বাঙালিরা মাতবে উদযাপনে। তবে এ উৎসবের আঁচ থকে বাদ পড়েন না তারকারাও। বিশেষ এই দিনে তাঁরাও ধরা দেন বাঙালিআনার মেজাজে। এর ব্যতিক্রম নন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারও। কীভাবে এবার পয়লা বৈশাখ কাটাবে অভিনেত্রীর? একান্ত সাক্ষাৎকারে জনালেন হিন্দুস্থান টাইমস বাংলাকে।
কেমন কাটবে নায়িকার নববর্ষ, আগে থেকে কি কোনও পরিকল্পনা রয়েছে? প্রশ্নে প্রিয়াঙ্কা বলেন, 'সে রকম কোনও পরিকল্পনা নেই। এদিন তো নতুন জামা পরারও একটা বিষয় থাকে, সেটা তো থাকবেই। আর পরিবারকে নিয়ে একটু আরাম-আয়েশ করে ভালꦰো একটা সময় কাটাবো। পরিকল্পনা বলতে এটাই। সঙ্গে প্রচুর খাওয়া-দাওয়াও থাকবে, মূলত বাঙালি খাবার।' তবে মেনুতে কী কী থাকবে তা অবশ্য এখনও ঠিক করেননি অভিনেত্রী।
আরও পড়ুন: 'এ ক🌃েমন ভালোব𒁃াসা...', ২১ বছরের বড় বর অগ্নিদেবকে পাশে নিয়ে কী লিখলেন সুদীপা?
ౠকিন্তু নায়িকাদের তো বেশ কঠিন ভাবে ডায়েট মেনে খাবার খেতে হয়, সেখান থেকে সরে এসে পয়লা বৈশাখে কব্জি ডুবিয়ে কি আদৌও বাঙালি খাবার খাবেন প্রিয়াঙ্কা? নাকি কেবল চেখে দেখবেন? এই প্রশ্নে ছুঁড়ে দিতেই একরাশ হেসে প্রিয়াঙ্কা বলেন, 'আমি প্রচন্ড ভোজন রসিক একজন মানুষ। নানা রকমের খাবার খেয়ে থাকি। আর ডায়েটে থাকা মানে এটা নয় যে কখনওই কিছু খাবো না। তবে আমি কী খাচ্ছি সেটা আমাকে বুঝে খেতে হবে। জেনে খেতে হবে। হ্যাঁ, তেল-মশলা একটু কম খাওয়াই উচিত, তাতে শরীর সুস্থ থাকে। এই অভ্যাসটা সকলেই থাকা উচিত। এটা একবার অভ্যাস হয়ে গেলে তখন বরং আর বেশি তেল-মশলা দেওয়া খাবার খেতে ইচ্ছে করে না। তবে আমরা কেবল অভিনেত্রী বলে এটা করি তা কিন্তু নয়। হ্যাঁ, এ কথাও ঠিক যে আমাদের সব সময় ক্যামেরার সামনে থেকে কাজ করতে হয়, তাই নিজের যত্ন নেওয়া বা স্বাস্থ্যকর খাবার খাওয়ার বিষয়টা তো রয়েছে। তবে সেটা ছাড়াও আমার মনে হয় প্রতিটা মানুষের ভিতর থেকে সুস্থ থাকা উচিত, নিজের যত্ন নেওয়া উচিত।'
তবে প্রিয়াঙ্কার কাছে নতুন বছর মানে কেবল নতুন পোশাক বা খাওয়া-দাওয়া নয় তাঁর কাছে রেজোলিউশন নেওয়ারও দ্বিতীয় সুযোগ। তাঁর কথায়, 'নতুন বছর মা🌠নে নতুন রেজোলিউশন। জানুয়ারিতে যেসব রেজোলিউশনগুলো কাজ করেনি সেগুলোর সেকেন্ড চান্স পয়লা বৈশাখ।'
আরও পড়ুন: ফিরছে ‘খুকুমণি’ জুটি! রাহুল-দীপান্বিতা আবার একসঙ্গে 𒆙ছোট পর্দায়, কোন চ্য়ানেল?
কিন্তু ছোটবেলার পয়লা বৈশাখকে এখন মিস করেন নায়িকা। তাঁর কথায়, 'ছেলেবেলায় পয়লা বৈশাখ নিয়ে আলাদা একটা উত্তেজনা কাজ করত। তখন গুনতাম কতগুলো জামা হল। কোথায় কোথায় ঘুরতে যাব। তখন সবার বাড়িতে যাওয়ার একটা চল ছিল। তাছাড়া হা𝓰লখাতা করতে যাওয়ার একটা বিষয় ছিল। আর সেখানে যাওয়া মানেই আইসক্রিম, রঙিন রঙিন সরবত আর মিষ্টির প্যাকেট। তখন গুনতাম কতগুলো ক্যালেন্ডার পেলাম। এগুলোর নিয়ে একটা আলাদা উত্তেজনা কাজ করত। এখন আর সেই সব নেই, এখন এগুলোকে সত্যি খুব মিস করি। কিন্তু জীবন তো জীবনের মতো এগিয়ে যাবে।'
তবে তার মধ্যেও নিজের ছেলেবেলার ন🦩ববর্ষের নির্যাস তিনি খুঁজে নেন সহজের হাত ধরে। প্রিয়াঙ্কার কথায়, 'এখন মনে হয় সহজের জন্য এই দিনটা বিশেষ কীভাবে করে তুলতে পারি। আমার মনে হয় আমার ছেলেবেলার সেই উৎসাহ এখন ওর মধ্যে কাজ করে।'