𝓀 এক পুরুষের কাঁধে মাথা রেখে সলজ্জ মুখে দাঁড়িয়ে অভিনেত্রী অনুশ্রী দাস। তবে কি অভিনেত্রী প্রেম করছেন? ඣজল্পনা শুরু হতেই কী জানা গেল?
আরও পড়ুন: কঙ্গ🧸নার ইমারজেন্সিকে ছাপিয়ে গেল কেশরী চ্যাপ্টার ২! ২ দিনে বিশ♒্বজুড়ে কত আয় করল অক্ষয়ের ছবি?
কী ঘটেছে?
এদিন অভিনেত্রী অনুশ্রী দাস নিজেই সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেছেন। সেখানে একটি ছবিতে দেখা যাচ্ছে এক ব্যক্তির কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে অনুশ্রী। মুখ লজ্জায় নামানো। এই ছবির সঙ্গে গান হিসেবে তিনি জুড়েছেন 'আমার আপনার'। তাঁদের দুজনের আরও বেশ কিছু ছবিই প্রকাশ্যে এনেছেন তিনি। সেই দেখেই অনেকের মনে প্রশ্ন জেগেছে অভিনেত্রী কি নতুন সম্পর্কে জড়িয়েছেন? প্রেমে পড়েছেন? নাকি এটা কেবলই বন্ধুত্ব। না, অভিনেত্রীর ত🔯রফে এই বিষয়ে কিছুই খোলসা করা হয়নি তবে তাঁর এক ঘনিষ্ট স꧑ূত্রের তরফে আনন্দবাজারকে জানানো হয়েছে তাঁদের সম্পর্ক আর বন্ধুত্বে আবদ্ধ নেই। বরং প্রেম করছেন তাঁরা।
আরও পড়ুন: বিয়ের বছর পার, পান পাতা সরিয়ে ফের রাতুলের সঙ্গে শুভদৃষ্টি রূপাঞ্জনার! হল আর কোন কোন নিয়𓃲ম?
সেই ব্যক্তি জানিয়েছেন অনুশ্রী যাঁকে মন দি⛄য়েছেন তাঁর নাম প্রদীপ্ত রায়। তিনি একটি রেস্তোরাঁর মালিক। আবার পেশায় গ্রাফিক ডিজাইনারও বটে। প্রদীপ্ত অনুশ্রীকে নাকি চোখে হারান রীতিমত। আগলে রাখেন ভীষণ। আগামীতে নাকি তাঁরা সাতপাক⛎ে বাঁধাও পড়তে পারেন।
যদিও অনুশ্রী এই প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তিনি দ্য ওয়ালকে জানিয়েছেন, 'কোথাও কি আমি বলেছি যে প্রেমে পড়েছি আমি? বিয়ে করছি?' তিনি সাফ জানিয়েছেন যে যদি তিনি বিয়ে করেন তাহলে সেটা সবাই জানবেন। তাঁর নিকট মানুষ যাঁরা তাঁদের সবাইকে বলবেন। বিয়ে নিয়ে লুকোচুরির কিছু নেই বলেই মত অভিনেত্রীর। তিনি জানিয়েছেন তাঁর এবং প্রদীপ্তর বয়সের ফারাক তিন ꦦবছর। তিনি তাঁকে প্র বলে ডাকেন। প্রদীপ্তর বয়স যখন ২৪ বছর সেই সময় থেকেই তাঁদের বন্ধুত্ব। তাঁরা কেবলই বন্ধু বলে জানান এদিন অনুশ্রী দাস। অভিনেত্রী এদিন এও জানান যে জায়গায় দাঁড়িয়ে তাঁরা ছবিটি তুলেছেন সেখানে কাদা ছিল। তিনি পড়ে যাচ্ছিলেন। তাই প্রদীপ্তর কাঁধে মাথা রাখেন। তাঁর প্রশ্ন, 'পুরুষের সংজ্ঞা কি সবসময় প্রেমিকই হয়? কাঁধে মাথা রাখলেই কি বিয়ে করছি?'
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো অনুশ্রী দাসের এর আগে ভরত কলের সঙ্গ💮ে বিয়ে হয়েছিল। কিন্তু সেই সম্পর্ক টেকেনি। ২০০৩ সালে তাঁরা তাঁদের সম্পর্কে ইতি টানেন। এরপর ভরত কল ২০১৫ সালে বিয়ে করেন অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ্যায়কে। এতদিন একা༒ই ছিলেন অনুশ্রী। এবার জানা গেল তাঁর এই নতুন সম্পর্কের কথা।
প্রসঙ্গত অনুশ্রী দাসকে বর্তমানে বাংলা ধারাবাহিকে দেখা যায়। খড়কুটো , সহ একাধিক ধারাবাহিকে মা, কাকিমা ইত্যাদি চরিত্রে অভিনয় করেছেন তিনি। বর্তমানে তাঁকে চিরদিনই ꧂তুমি যে আমার ধারাবাহিকে ভৈরবী চরিত্রে দেখা যাচ্ছে।
আরও পড়ুন: একটা ♔ডিমের চপ ৬০ টাকা! নন্দিনী দিদির দোকানের বাজখাঁই দাম শুনে নেটপাড়া বলছ🎃ে, 'ওটা মুরগি নাকি...'
আরও পড়ুন: শেষ দেবী চৌধুরানীর পোস্ট প্রোডাকশনের কাজ🐻! কবে আসছে প্রসেনজিৎ-শ্রাবন্তীর ছবি?