কিছুদিন আগে কুণাল কামরা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডকে নিয়ে একটি প্যারোডি বানিয়ে♏ছিলেন। আর তারপরই কমেডিয়ানের নামে FIR করা হয়, ভাঙচুর চালানো হয় তাঁদের শোয়ের জায়গাটিও। এবার এই কেসে কী ঘোষণা কꦚরল বম্বে হাইকোর্ট?
আরও পড়ুন: গরমের ছুটিতে কামব্যাক করছেন শতাব্দী! অত🐓🌌িপ্রাকৃত গল্পে জুটি বাঁধছেন কার সঙ্গে?
আরও পড়ুন: বাবিলকে চড় মারতে চা𓄧ন হুমা? ভিডিয়ো ভাইরাল হতেই ইরফান পুত্র𝔉কে নিয়ে কী বলছে নেটপাড়া?
কী ঘটেছে?
কুণাল কামরা তাঁর এক শোতে একনাথ শিন্ডেকে নিয়ে বানানো প্যারোডিতে তাঁকে গদ্দার বলেন। আর তারপরই তাঁর নামে অভিꦚযোগ, মামলা দায়ের করা হয় মুম্বইতে। আর সেটারই শুনানি ছিল গত বুধবার ১৬ এপ্রিল। এদিন বম্বে হাইকোর্ট তাঁকে যেন এক প্রকার রক্ষাকবচ দিল। অন্তর্বর্তীকালীন রক൩্ষাকবচ দিয়ে হাইকোর্টের তরফে বলা হয়েছে এই মামলায় কুণাল কামরাকে গ্রেফতার করার কোনও প্রয়োজন নেই।
আর কী জানিয়েছেন বম্বে হাইকোর্ট? এদিনের শুনানিতে বলা হয়েছে, 'আবওেদনকারী (কুণাল কামরা) কোনও ভাবেই ততদিন পর্যন্ত গ্রেফতার করা যাবে না যতদিন অর্জন না এই কেসের চূড়ান্ত রায় বেরোচ্ছে। সম্পূর্ণ ঘটনা দেখার পর গ্রেফতারির কোনও প্রসঙ্গ আসছে না।' কিন্তু কেন গ্রেফতারির দরকার নেই, এই বিষয়ে জানানো হয়েছে এই কেসটি ভারতীয় আইনের ৩৫ এর ৩ ধারায় মামলা করা 𝕴হয়েছে। তাই গ্রেফতারির প্রয়োজন নেই।
এর আগে মাদ্রাজ উচ্চ আদালতে জামিনের আবেদন করেছিলেন কুণাল কামরা। সে🌳খানেও তিনি ছাড় পেয়েছিলেন। এবার বম্বে হাইকোর্টের তরফেও তাঁকে সেই একই সুরক্ষা কবচ দেওয়া হল।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, মার্চ মাসে একটি স্ট্যান্ড আপ কমেডি শোতে কুণাল কামরা শিব সেনা যে দুই ভাগ ভেঙে গিয়েছে সেই বিষয় নিয়ে একনাথ শিন্ডেকে কটাক্ষ🥃 করেন। গদ্দার বলেন। আর তাতেই তাঁর বিরুদ্ধে ক্ষেপে ওঠেন একনাথ শিন্ডের সমর্থকরা। মহারাষ্ট্রে তো বটেই, তামিল নাড়ুর একাধিক জায়গাতেও তাঁর নামে মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন: গন্ধ শুঁকে চালকুমড়ো-লাউ চেনার চেষ্টা! দি✨দি নম্বর ওয়ানে স্বৈরীতির কাণ্ডে হতভম্ব রচনা, বললেন...