১১ এপ্রিল জাতীয় পোষ্ജয দিবস। আর এই দিনে উপলক্ষে, বলিউড অভিনেত্রী আলিয়া ভাট তাঁর প্রিয় বিড়াল এডওয়ার্ডের সঙ্গে একটি সুন্দর ছবি শেয়ার করেছেন। এই বিড়ালটি তাঁকে উপহার দিয়েছেন তাঁর প্রাক্তন প্রেমিক সিদ্ধার্থ মালহোত্রা। তবে, এই এই ছবিতে রয়েছে একট অন্য টুইস্ট। ছবির স▨ঙ্গে লেখা আলিয়ার ক্যাপশন অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করেছে।
কী এমন লিখেছেন আলিয়া?
শুক্রবার, আলিয়া ইনস্টাগ্রামে নিজের একটি ছবি শেয়ার করেছেন। যে ছবিতে তাঁকে ড্রয়িং রুমের মেঝেতে বসে থাকতে দেখা যাচ্ছে, সূর্যের আলো তাঁর মুখে পড়েছে। সাদা টি-শার্ট এবং কালো জিন্সে অভিনেত্রী অসাধারণ দেখাচ্ছে, এডওয়ার্ডকে কোলে নিয়ে বসে রয়েছেন তিনি। ছবিটি শেয়ার করে আলিয়া লি✤খেছেন, ‘আমার রাজকুমারের সঙ্গে আমার এই ছবি, আমার রাজ♐কুমারী তুলেছে। #HappyPetDay’ — অর্থাৎ আলিয়া জানিয়েছেন তাঁর এই ছবিটি তাঁর মেয়ে রাহা তুলে দিয়েছেন।
ছোট্ট রাহার ফটোগ্রাফির দক্ষতায় মুগ্ধ নেটিজেনরা। একজন লিখেছেন, ‘এই ছবিটি শুধুমাত্র একটি ছবি নয় — এটি ভালোবাসা।’ আরেকজন কল্পনা করে লিখেছেন, ‘রাহা সম্ভবত বলেছিল, ‘হাসো মা! এরপর সে নিজেই সবচেয়ে বড় হাসি দিয়েছে।’ আরেকজন লিখেছেন, ‘রাহার ছোট্ট হাতে ক্যামেরা, কিন্তু ক্লিকে এত বড় ভালোবাসা। মায়ের ছোট্ট ফ্যান ইতিমধ্যেই তাঁর সবচেয়ে মিষ্টি ফটোগ্রাফার!’ কার💖োর মন্তব্য, ‘রাহা হল সবচেয়ে সুন্দর ছোট্ট ফটোগ্রাফার!’ কারোর কথায়, ‘রাহা সেরা ফটোগ্রাফার।’, কেউ বিস্মিত হয়ে লিখেছেন, ‘আড়াই বছরও তো বয়স হয়নি, এত্ত ভালো ছবি!’
রণবীর-আলিয়া-রাহা
🤪প্রসঙ্গত, ২০২২-এর ২ নভেম্বর প্রথম সন্তান রাহার জন্ম দেন আলিয়া ভাট। এই মুহূর্তে তাঁর বয়স ২ বছর ৪ মাস। 𝓡এদিকে সম্প্রতি দ্বিতীয় সন্তানের পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন রণবীর কাপুর।
এদিকে কাজের ক্ষেত্রে রণবীর-আলিয়াকে খুব শীঘ্রই সঞ্জয়লীলা বনশালির ‘ লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে দেখা যাবে। আলিয়াকে পরবর্তীতে YRF Spy Universe-এর প্রথম মহিলা-নেতৃত্বাধীন গোয়েন্দা ছবি Alpha-তেও দেখা যাবে। শিব রাওয়াল পরিচালিত এই൩ ছবিতে শার্বরীও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন এবং ২৫ ডিসেম্বর থিয়েটারে মুক্তি পাবে এই ছবি। অন্যদিকে রণবীর কাপুরকে নীতিশ তিওয়ারির রামায়ণ-এ দেখা যাবে।