♌শনিবার ৫ এপ্রিল বাংলার ২২ চৈত্রে এবছর পালিত হয়েছিল অন্নপূর্ণা পুজো। প্রতি বছর চৈত্র মাসের শুক্ল অষ্টমীতে এই পুজো হয়। এবার পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় তাঁদের বাড়িতে অন্নপূর্ণা পুজোর আয়োজন করেছিলেন। ইতিমধ্যে তাঁদের বাড়ির পুজোর নানা ছবি ও ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। তবে সেই সব ছবি ও ভিডিয়োয় রাজ-কন্যা ইয়ালিনিকে দেখা যায়নি। এবার প্রকাশ্যে এল ইয়ালিনির লুক।
🌳রবিবার ইনস্টসগ্রামে রাজ চক্রবর্তীর ফ্যান পেজ থেকে একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। সেখানেই ইয়ালিনিকে কোলে নিয়ে বাবা রাজকে নাচ করতে দেখা গিয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে বাড়ির পুজোতে সাদা ফ্রকে সেজে উঠে ছিল মিষ্টি ইয়ালিনি। ছোট ছোট ক্লিপ ও বো রবার ব্যান্ড দিয়ে খুদের চুল বাঁধা ছিল। অন্যদিকে, রাজের পরনে ছিল আকাশি রঙের পাঞ্জাবি।
আরও পড়ুন: ♔প্রস্থান হল 'প্রন্থান'! বাগডোগরা বিমানবন্দরের হাল দেখে ইউটিউবার বলল ‘কান মুলে..’
💛ইনস্টসগ্রামে শেয়ার করা শুভশ্রীর সব ছবি ও ভিডিয়ো দেখে ঘরোয়া অনুষ্ঠান মনে হলেও, এই ভিডিয়োয় অরিন্দম শীলের দেখা মিলেছে। ফলে ইন্ড্রাস্টি থেকে কাছের কিছু বন্ধু-বান্ধব যে এদিনের পুজোয় উপস্থিত ছিলেন তা আন্দাজ করাই যায়। তবে কে কে এসেছিলেন এদিন তা অবশ্য স্পষ্ট ভাবে জানা যায়নি।
🔯শনিবার শুভশ্রীর ফ্যান পেজ থেকে প্রকাশ্যে আসা একটি ভিডিয়োয় দেখা গিয়েছিল রাজ-শুভশ্রী আরবানার ফ্ল্যাটের ড্রয়িংয়ে রাখা হয়েছে দেবী অন্নপূর্ণার সিংহাসন। হলুদ গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে দেবীমূর্তি ও সিংহাসন। সামনে রাখা হয়েছে ফল-ফুলের একাধিক ডালি। পুরোহিতকে পুজোও করতে দেখা গিয়েছে। আর ঠিক সেখানেই হাতজোড় করে, পা মুড়ে বসে ছিলেন শুভশ্রী। তাঁর পরনে ছিল লাল রঙের ঢাকাই জামদানি শাড়ি, গলায় ও হাতে সোনার গয়না পরে, মাথায় ঘোমটা দিয়ে বসে ছিলেন রাজ ঘরণী। ঢাকিরা এসে ঢাক বাজাচ্ছেন, কাঁসর ঘণ্টা সহকারে পুজো হয়েছে। তাছাড়াও সোফায় রাজের মা লীলা চক্রবর্তীকে দেখা গিয়েছিল। দেখা মিলেছিল ইউভানেরও। তাঁর পরনে ছিল টিশার্ট ও খাঁকি রঙের হাফ প্যান্ট।
আরও পড়ুন: ꧑মাতৃহারা হলেন জ্যাকলিন ফার্নান্দেজ! কী হয়েছিল অভিনেত্রীর মা কিমের?
꧑প্রসঙ্গত, রাজ-শুভশ্রীর বাড়িতে প্রায়দিনই নানান উৎসব পালিত হতে দেখা যায়। এমনকি ইয়ালিনির ১ বছরের জন্মদিনেও তাঁদের বাড়িতে নাম-সংকীর্তন সহযোগে জগন্নাথ দেবের ‘পুষ্প অভিষেক’-এর আয়োজন করা হয়েছিল।