💮 বাংলাদেশের বুক থেকে আরও এক ভয়াবহ ভিডিয়ো ক্রমেই ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শাসিত বাংলাদেশে সদ্য প্রকাশ্য রাস্তায় এক তরুণীকে মারধরের ঘটনার দৃশ্য ভিডিয়ো (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) বন্দি হয়েছে। জানা গিয়েছে, ঘটনা বাংলাদেশের খিলগাঁওয়ের।
ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚবাংলাদেশের খিলগাঁও এলাকার ‘আপন কফিশপ’র সামনের রাস্তায় এক তরুণীকে, লাঠি বাগিয়ে এক যুবককে মারধর করতে দেখা যায়। যে ভিডিয়ো ভাইরাল হয়েছে তাতে ওই তরুণীকে এক মেরুন রঙের পোশাক পরে থাকতে দেখা গিয়েছে। এদিকে, ওই তরুণীকে ঘটনার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে খবর। তাঁকে হন্য হয়ে খুঁজছে পুলিশ। জানা গিয়েছে, ঘটনার ভিডিয়ো সদ্য় সোশ্যাল মিডিয়ায় আসলেও, ওই ঘটনা গত ১১ এপ্রিলের। এদিকে, মারধরের শিকার তরুণী এখন কোথায়? এই প্রশ্ন ক্রমেই ঘুরপাক খাচ্ছে। এদিকে, ঘটনায় আপাতত ৩ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। সেখানে ওই ‘আপন কফি হাউস’র সামনে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে ওই ৩ জনকে আটক করেছে পুলিশ। তাদের জেরা চলছে। এদিকে, আটকরা সকলেই দাবি করছেন ওই তরুণী মানসিক ভারসাম্যহীন। প্রশ্ন উঠছে, মানসিক ভারসাম্যহীনকে এভাবে প্রকাশ্য রাস্তায় মারধর করা নিয়ে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, আশপাশে দাঁড়িয়ে থাকা অনেকেই ঘটনাটি দেখছেন, তবে কেউ কোনও প্রতিবাদ করেননি। এদিকে, ধৃতরা জেরার মুখে জানিয়েছে, ওই তরুণী ক্রমেই আপন কফি হাউসে এসে বিরক্ত করতেন। এদিকে, এই ৩ জন কতটা সত্যি কথা বলছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তা যাচাই করতে তরুণীকে খুঁজছে পুলিশ।
꧑খিলগাঁওয়ের এই কাণ্ডে কেন্দ্রে থাকা তরুণী কোথায়, তা নিয়ে রয়েছে বহু সংশয় ও জল্পনা। পুলিশ জানাচ্ছে, তরুণীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি ওই তরুণীর মোবাইল নম্বর বা বাড়ির ঠিকানার হদিশও বাংলাদেশের পুলিশ পায়নি বলে জানিয়েছে। বাংলাদেশের পুলিশের দাবি, তারা বিষয়টি খতিয়ে দেখছে।