ไ সিনেমার শ্যুটিং চলতে চলতে বন্ধ হয়ে যাওয়া বা সিনেমা তৈরি হয়ে যাওয়ার পরেও মুক্তি না হওয়া, এমন বহু ঘটনার কথা শুনতে পাওয়া যায় ইন্ডাস্ট্রির অন্দরে। তবে এমন ঘটনা ঘটলেও সরাসরি পরিচালক বা প্রযোজকদের তেমনভাবে দায়ী করেন না কেউ। তবে এবার অক্ষয়ের সিনেমার নাম নিয়েই প্রযোজকদের তুলনা করলেন অভিনেতা রণদীপ হুডা।
൲ আর কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে ‘কেশরী ২’। সিনেমার আগের পর্ব অর্থাৎ ‘কেশরী’ মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। এবার এই সিনেমাটি নিয়েই বিস্ফোরক মন্তব্য করে বসলেন রণদীপ। অভিনেতা জানান, তাঁর অভিনীত ‘ব্যাটেল অফ সরগড়ি’ ছবিটি মাঝপথে বন্ধ করে দিয়ে শুরু হয়েছিল কেশরী সিনেমার কাজ।
আরও পড়ুন: ♒বন্ধ হয়ে গেল ‘দ্যা দিল্লি ফাইলস’ - এর শ্যুটিং, ক্ষুব্ধ বিবেক বললেন,'অসম্ভব!'
আরও পড়ুন: ꦆকেশরী চ্যাপ্টার ২ দেখে আপ্লুত রানা দাগ্গুবতি, বললেন, 'এমন সিনেমা সব ভাষায়...'
🌟 সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে রণদীপ বলেন, ‘২০১৯ সালে কেশরী সিনেমাটি তৈরি হওয়ার আগেই আমার ব্যাটেল অফ সরগড়ি ছবির কাজ শুরু হয়ে গিয়েছিল। সিনেমাটি পরিচালনা করছিলেন রাজকুমার সন্তোষী। ছবির প্রায় ৪০ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছিল। হঠাৎ করেই একদিন মাঝপথে বন্ধ করে দেওয়া হয় সিনেমার কাজ।’
🔯 অভিনেতা বলেন, ‘প্রযোজনা সংস্থা কিছুটা লোভে পড়ে অন্য ছবির কাজ শুরু করে। এদিকে আমি আমার এই সিনেমার কাজের জন্য তখন অনেকগুলি সিনেমার কাজ ছেড়ে দিয়েছিলাম। তিন বছর ধরে একটি চরিত্রের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আমি। সব শেষ হয়ে যায়। ভীষণ অপমানিত বোধ করেছিলাম আমি। দীর্ঘদিন ডিপ্রেশনে চলে গিয়েছিলাম।’
❀ ক্ষুব্ধ অভিনেতা বলেন, ‘ব্যাটেল অফ সরগড়ি ছবিতে আমি বলবীর সিং-এর ভূমিকায় অভিনয় করেছিলাম। যথাযথ চেষ্টা করছিলাম চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলার জন্য। একজন শিখ ধর্মালম্বী হিসেবে যা যা করতে হয় সব কিছু করেছিলাম আমি। অথচ আমার সেই আশা পূরণ হলো না।’
আরও পড়ুন: 💧বলিউডে প্রত্যাবর্তন ফাওয়াদের,সমর্থন জানিয়ে সুস্মিতা বললেন, 'শিল্পে স্বাধীনতা…'
আরও পড়ুন: 𝐆টিকিট কেটেও মেলেনি হৃতিকের ছবি, ভক্তদের অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি আয়োজকদের
♐ কেরিয়ারের অন্ধকার সময় আখ্যা দিয়ে রণদীপ বলেন, ‘আমি গুরু গ্রন্থসাহেবে হাত রেখে শপথ নিয়েছিলাম, আমি বলবীর সিং এর চরিত্রকে যথাযথভাবে মর্যাদা দেব। কিন্তু কি আশ্চর্যজনকভাবে কেশরী ছবিতে, বলবীর সিং-এর চরিত্রে অভিনয় করে অক্ষয় কুমার প্রশংসিত হলেন কিন্তু আমার সিনেমাটি তৈরি হল না।’