আপাঞ্জাব কিংসের লেগ স্পিনার যুজব𒐪েন্দ্র চাহালের সঙ্গে আরজে মাহভাশের ডেটিং-এর গুঞ্জন বহুদিন ধরেই চলছে। ধনশ্রীর সঙ্গে ডিভোর্সের পর থেকে চাহালকে আজকাল ঘনঘনই মাহভাশের সঙ্গে দেখা যাচ্ছে। আর তাতেই তাঁদের প্🐻রেমের গুঞ্জন আরও জোরদার হয়েছে। এরই মাঝে মাহভাশ আজকালকার ছেলেমেয়েদের বিচ্ছেদ নিয়ে একটি রিল শেয়ার করেছেন। আর তাতেই নেটপাড়ার ধারণা চাহালের উদ্দেশ্যেই এই রিলটা বানিয়েছেন মাহভাশ।
কী আছে মাহভাশের এই নতুন রিলে?
সোমবার, আরজে মাহবাশ যে রিল শেয়ার করেছেন যেখানে তিনি প্রশ্ন তুলেছেন কেন ‘আধ𝔍ুনিক যুগের বিচ্ছেদ এত তিক্ত কেন হয়? বিচ্ছেদকে তোমার জীবনের সবচেয়ে ছোট অংশ বানাও। অর্ধেক সময় আমাদের ঘৃণাই কারণেই অপরজনকে তাঁর কৃতকর্মের জন্য অনুতাপ করতে দেয় না।’
আরও পড়ুন-'উনি আমাকে ঠকিয়েছেℱন, চুপিচুুপি…', গদর ২র পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক আমিশা প্যাটেল
আরও পড়ুন-আগামী ২ বছর এই বাড়িতেই থাকবেন শাহরুখ-গৌরী, সাম𒊎নে এল অ্যাপার্টমেন্টের নতুন ভিডিয়ো..
ভিডিয়োতে মাহভাশ আরও বলেন, ‘তোমার🔴 ক্ষমা ওই মানুষটিকে ভেঙে দsবে। বিশ্বাস করো, ছেড়ে দাও! জীবনটা এমন, বন্ধু—তুমি মনে কর😼তে পারো যে এটা তোমার নিয়ন্ত্রণে আছে, কিন্তু সবকিছুই আগে থেকেই নির্ধারিত। তুমি তোমার গল্পের শেষ পৃষ্ঠা কেন এত কটুভাবে কেন লিখছ? একদিন তুমিও এগিয়ে যাবে। এটা তোমার পছন্দ, তুমি কি তোমার সঙ্গে অহংকার, ঘৃণা এবং ব্যথা বাঁচিয়ে রাখতে চাও নাকি সুখ, শান্তি এবং ভালোবাসা রাখতে চাও।' মাহভাশ এই রিলটির ক্যাপশনে লিখেছেন, ‘যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, এখন তুমি এখানে নেই!’
রিলটি পোস্ট হতেই অনুরাগীরা নানান মন্তব্য করতে শুরু করেছেন। তাঁদের একজন লিখেছেন, ‘এই ভিডিওটা চাহাল ভাইয়ের জন্য ছিল।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘উনি অবশ্যই চাহালের কথাই বলছেন।’ অনুরাগীরা চাহালের এঅ রিলে লাইক দেওয়াও লক্ষ্য করেছেন। আর তাতেই একজন মজা করে লিখেছেন, ‘চꦚাহাল ভাইয়ের লাইক দেওয়ার গতি ধোনির স্টাম্পিংয়ের চেয়েও দ্রুত।’ কেউ আবার মাহভাশের বার্তার সাথে একাত্মতা প্রকাশ করে লিখেছেন, ‘সুন্দর করে বলেছেন।’ আরে⛄কজনের কথায়, ‘আমি ছেড়ে দিয়েছি, এটা দেখার পর। ধন্যবাদ।’
মাহভাশের ইনস্টাস্টোরি
তবে শুধু রিলেই খান্ত নন। চাহালের জন্য বিশেষ ইনস্টাস্টোরিও শেয়ার করেছেন মাহভাশ। প্রসঙ্গত, পাঞ্জাব কিংস তাদের দুর্দান্ত ফর্মে ফিরে এসে কলকাতা নাইট রাইডার্সকে ১৬ রানে﷽ হারিয়ে দেয়। যুজবেন্দ্র চাহাল ২৮ রানে ৪ উইকেট নিয়ে দুর্দান্ত এক স্পেল করেন, যা টুর্না🐼মেন্টে তাঁর সেরা পারফর্মেন্স। আর এরপরই তাঁর চর্চিত প্রেমিকা চাহালের মিষ্টি প্রশংসা করে একটি ইনস্টাস্টোরি পোস্ট করেন। লেখেন, ‘হোয়াট অ্যা ট্যালেন্ট ম্যান! (কী প্রতিভাবান মানুষ!) আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী কারণ ছাড়াই!!! অসম্ভব!’

চাহাল-ধনশ্রীর ডিভোর্স
প্রসঙ্গত ভারতীয় দলের ক্রিকেটার যু♈জবেন্দ্র চাহাল ২০২০ সালের ডিসেম্বরে গুরগাঁওয়ে ধনশ্রী বর্মার সঙ্গে বিবাꦿহ বন্ধনে আবদ্ধ হন। তবে, তাঁদের বিয়ের পর খেকেই নানান সমস্যা দেখা দিয়েছিল এবং ২০২২ সালে তাঁরা একে অপরের থেকে আলাদা থাকছিলেন। (২০২৫) গত মার্চে আদালত তাঁদের ডিভোর্সে সিলমোহর দিয়েছে। এরদি ধনশ্রীর সঙ্গে অফিসিয়াল ডিভোর্সের আগেই মাহভাশের সঙ্গে প্রায়ই একসঙ্গে দেখা যেতে শুরু করে চাহালকে। দ্রুত ছড়িয়ে পড়ে তাঁদের প্রেমের গুঞ্জন।