ꦇ ১৫ এপ্রিল মঙ্গলবার মুল্লানপুরে কলকাতা নাইট রাইডার্সকে ১৬ রানে হারিয়ে দেয় পঞ্জাব কিংস। আর এদিন পঞ্জাবকে এই জয় এনে দেওয়ার বড় কারিগর ছিলেন যুজবেন্দ্র চাহাল। শুধু তাই নয়, ওইদিন তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে অন্যতম সেরা স্পেল বোলিং-এর রেকর্ডও গড়েছেন। দলের এই জয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন প্রীতি জিন্টা।
🐼অভিনেত্রী এবং পাঞ্জাব কিংস (PBKS) -এর সহ-মালিক প্রীতি জিন্টা এই জয়ের পর মাঠে নেমে লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালকে জড়িয়ে ধরেন। কারণ, কলকাতা নাইট রাইডার্স (KKR) -এর বিরুদ্ধে ম্যাচ জেতা ও চাহালের পারফরম্যান্সে প্রীতি তখন ছিলেন বেজায় খুশি। আর তাই কিছুটা উচ্ছ্বসিত হয়েই এই চর্চিত বোলারকে জড়িয়ে ধরেন প্রীতি।
চাহালকে প্রীতি জিন্টার অভিনন্দন
🐭মঙ্গলবার, যুজবেন্দ্র তাঁর অসাধারণ বোলিং দিয়েই ম্যাচের চেহারা বদলে দেন। ৪টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে PBKS কে KKR-এর বিরুদ্ধে ১৬ রানের জয় এনে দেন তিনি। ম্যাচটি চণ্ডীগড়ের মুল্লানপুরে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
💛এই ম্যাচের আগে মাত্র দুটি উইকেট নেওয়া চাহাল ৪/২৮ রানে ৪ উইকেট নিয়ে তাঁর দলকে IPL ইতিহাসের সর্বনিম্ন স্কোর রক্ষা করতে সাহায্য করেন। মাত্র ১১২ রানের লক্ষ্যে KKR ৯ ওভারে ৭২/৩ থেকে ১৫.১ ওভারে ৯৫ রানে অলআউট হয়।
💎জয়ের পর ফ্র্যাঞ্চাইজি সহ-মালিক প্রীতি জিন্টা উচ্ছ্বসিত হয়ে মাঠে নেমে আসেন। ম্যাচের নায়ক যুজবেন্দ্র চাহালকে তিনি আবেগে জড়িয়ে ধরেন, বেশকিছুক্ষণ কথাও বলেন তাঁরা। সেই মুহূর্তটি ক্যামেরাবন্দী হয়েছে। মুহূর্তটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। দলের মালিক প্রীতির সঙ্গে খেলোয়াড়দের সম্পর্কের প্রশংসায় পঞ্চমুখ হন অনুরাগীরাও। ম্যাচের উত্তেজনায়র কথা বলার সময় প্রীতির হাত কাঁপতেও দেখা যায়।
﷽একজন এই ভিডিয়োর নিচে লিখেছেন ‘এর চেয়ে ভালো কিছু হতে পারত না’। আরেকজন অনুরাগী লিখেছেন, ‘প্রীতি জিন্টা খুব সুন্দর ব্যক্তিত্বের একজন মালিক…’। এমনই বেশকিছু মন্তব্য উঠে এসেছে।
বলিউডে প্রীতির আগামী কাজ
🍷এদিকে প্রীতি জিন্টাকে রাজকুমার সান্তোষীর পরিচালনায় ‘লাহোর ১৯৪৭’ ছবিতে দেখা যাবে। এই ছবির হাত ধরে প্রীতি দীর্ঘ বিরতির পর ফের একবার বড় পর্দায় ফিরছেন। আমির খান প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘লাহোর ১৯৪৭’ ছবিতে সানি দেওল, শাবানা আজমি, আলি ফজল এবং করণ দেওলও অভিনয় করছেন।