অন-স্ক্রিন ভাই মোহনিশ বহেলর সঙ্গে ব্যক্তিগত জীবনেও সলমন খানের সুন্দর সম্পর🍃্ক রয়েছে। মোহনিশ ‘হাম আপকে হ্যাঁ কৌন’, ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবিতে ভাইজানের দাদার চরিত্রে অভিনয় করেছিলেন। অন্যদিকে আবার অভিনেতার প্রথম ব্লকবাস্টার ছবি ‘ম্যায়নে পিয়ার কিযꦚ়া’তে মোহনিশ খলনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন।
খুব স্বাভাবিকভাবেই একসঙ্গে কাজ করার কারণে এই দুই অভিনেতার মধ্যে একটি পারিবারিক সꦯম্পর্ক গড়ে উঠেছে। কিন্তু জানেন কি, সলমন খানের সঙ্গে অভিনেতা মোহনিশ বহলের স্ত্রী একতা সোহিনীরও একটি বিশেষ সম্পর্ক র🍒য়েছে?
আরও পড়ুন: শাহরুখের বাড়িতে থাকতে চꦛান! এক রাতের ভাড়া দিতে কম পড়বে ১ মাসের ব🌺েতনও, কত খরচ?
আরও পড়ুন: আপনাকে ভালোবাসি’, সিদ্ধিবিনায𝔉়ক মন্দিরে ভক্তের ডাক শুনে লজ্জায় লাল অমিতাভ
একতা সোহিনী ৯০-এর দশকের একজন জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। তিনি ‘সোলহ সতেরো’ নামক ছবি দিয়ে অভিনয় জীবনের সূচনা করেছিলেন। পরবর্তীতে ‘অব্বল নম্বর’, ‘পাপ কি কমি’, ‘নামচিন’ ইত্যাদি ছবিতে অভিনয় করেছিলেন। কিন্তু তিনি বড় তꦍারকা হিসেবে পরিচিতি পাননি। তারপর ১৯৯১ সালে একটি ছবি মুক্তি পাযꦯ় ‘সাজন’।
এই ছবিতে সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত এবং সলমন খান মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। এই সিনেমায় একতা ছোট্ট চরিত্রে অভিনয় করেও দর্শকদের꧒ মনে জায়গা করে নিয়েছিলেন। এই ছবিতে একতা সেই মেয়ে যিনি সঞ্জয় দত্তকে পঙ্গু হয়ে যাওয়ার জন্য অভিশাপ দেন।
ছবিতে তিনি সলমন খানের বিপরীত🐼ে মেনকার চরিত্রে অভিনয় করেছিলেন। একটি গানেও দেখা গিয়েছিল তাঁদের। ছবিত𝓰ে সলমন এবং একতার রসায়ন দর্শকদের বেশ পছন্দ হয়েছিল।
আরও পড়ুন: ফের শুরু হতে চলেছে কেবিসি? ๊⛄কবে থেকে শুরু রেজিস্ট্রেশন? বিগ বি-ই থাকছেন সঞ্চালনায়?
আরও পড়ুন: 'তোমায় ছাড়া পাঁ༺চটা নতুন বছর...', নববর্ষের আগে 🀅বাবাকে নিয়ে আবেগঘন স্বস্তিকা
সলমন এবং একতার মধ্যে এত বছর পরেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সম্প্রতি মোহনিশ এবং এ꧑কতার মেয়েকে ‘🌳নোটবুক’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক করিয়েছিলেন ভাইজান।যদিও সেই সিনেমা বক্স অফিসে চলেনি।