বাংলা নিউজ > টুকিটাকি > Opinion Piece on Baki Eid 2024: মতামত- কোরবানি ইদের ভালোমন্দ, বাংলাদেশের চারিদিকে নোংরা ফেলার প্রবণতা ও পদক্ষেপ
পরবর্তী খবর

Opinion Piece on Baki Eid 2024: মতামত- কোরবানি ইদের ভালোমন্দ, বাংলাদেশের চারিদিকে নোংরা ফেলার প্রবণতা ও পদক্ষেপ

সোমবার বকরি ইদ তথা কোরবানির ইদ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)

মতামত: ইদ মানেই আনন্দ৷ তবে কোরবানির ইদে থাকে বাড়তি আনন্দ৷ কেননা, কোরবানিকে ঘিরে ইদের দিন সকাল থেকে সবার মাঝে ভিন্ন রকম উৎসাহ বিরাজ করে৷ আর সেটা পশু জবাই, মাংস প্রস্তুত ও বিতরণকে ঘিরে৷ পরিবার ও প্রিয়জনদের সঙ্গে আনন্দ-উল্লাস ও খাওয়া-দাওয়ার ব্যাপারটা তো আছেই৷

নিজের একটি অভিজ্ঞতা দিয়ে শুরু করি৷ ২০০৬ সালে কোরবানির ইদে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে থাকতে হয়েছিল৷ প্রিয়জনদের ছাড়া সেটাই প্রথম ইদ৷ ইদের দিন সকালে মন বেশ খারাপ৷

তাই দুপুরের দিকে ঘুরতে বের হয়ে ভাবছিলাম বাংলাদেশের মতো যত্রতত্র পশু জবাই হবে আর বর্জ্য ফেলে রাখা হবে৷ কয়েকটি এলাকা ঘুরে কোথাও গরু জবাইয়ের চিহ্ন এমনকী নাকে কোন দুর্গন্ধও পেলাম না৷ পরে জেনেছি, সেদেশে নির্দিষ্ট স্থানের বাইরে পশু জবাই দেওয়া হয় না৷ বর্জ্য ব্যবস্থাপনাও এমনভাবে করে যেন পরিবেশ দূষণ না হয়৷ অবাক হয়েছিলাম বাংলাদেশের বাস্তবতা ভেবে৷

ইদ মানেই আনন্দ৷ তবে কোরবানির ইদে থাকে বাড়তি আনন্দ৷ কেননা, কোরবানিকে ঘিরে ইদের দিন সকাল থেকে সবার মাঝে ভিন্ন রকম উৎসাহ বিরাজ করে৷ আর সেটা পশু জবাই, মাংস প্রস্তুত ও বিতরণকে ঘিরে৷ পরিবার ও প্রিয়জনদের সঙ্গে আনন্দ-উল্লাস ও খাওয়া-দাওয়ার ব্যাপারটা তো আছেই৷

ছোটবেলায় গ্রামে এরপর ঢাকা শহরে দেখেছি অপরিকল্পিতভাবে যত্রতত্র গরু ও ছাগল জবাই করে কত দ্রুত মাংস ঘরে নেওয়া যায়, তা নিয়ে এক ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হতেন সবাই৷ এর উদ্দেশ্য কোরবানির মাংস রান্না করে তা উপভোগ করা৷ এসব কোরবানির ভালো, আনন্দের দিক৷ তবে এর অন্যদিকটি নোংরা, স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর৷

সে সময় কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার দিকে নজর দেওয়া হত না৷ পশুর মল-মূত্র ও রক্ত বাড়ির সামনে, আশেপাশে, রাস্তাঘাট ও নর্দমায় ফেলা দেওয়া হত, যা পরিবেশ দূষণের পাশাপাশি রোগজীবাণু ছড়িয়ে স্বাস্থ্যহানির কারণ ছিল৷ বর্জ্য পচে এমন দুর্গন্ধ ছড়াত, যা সহ্য করা কঠিন ছিল৷

অবশ্য ইদানীং মানুষের মাঝে সচেতনতা বেড়েছে৷ পশু কোরবানি ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রশাসনের দিক থেকেও অনেক ধরনের উদ্যোগ নিতে দেখা যায়৷

আগের মত গ্রামে যত্রতত্র পশু জবাই না করে ফাঁকা একটি জায়গায় করা হয়৷ কোরবানির পর বর্জ্যসমূহ গর্তে পুঁতে ফেলার উদ্যোগ গ্রহঁ করে৷ কিন্তু পশু জবাইয়ের স্থান ভালোমত পরিষ্কার করা হয় না৷ ফলে রক্ত ও কিছু বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে থাকে, যা দুর্গন্ধ ও পরিবেশ দূষণ ঘটায়৷

অন্যদিকে, ঢাকা পরিস্থিতিও উন্নতি হয়েছে৷ পর্যাপ্ত না হলেও কয়েক বছর পূর্বে দুই সিটি কর্পোরেশন বিভিন্ন এলাকায় কোরবানি স্থান নির্ধারণ করে দেয় এবং জনসাধারণকে সেখানে কোরবানি করতে উৎসাহিত করা হয়৷ কোরবানির বর্জ্য দ্রুত সংগ্রহ ও অপসারণের জন্যেও সিটি কর্পোরেশনের কর্মীদল মোতায়েন থাকে৷ তাঁরা কোরবানির পরে দ্রুত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালায়৷ নির্দিষ্ট সময়ের মধ্যে বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত স্থানে নিয়ে যায়৷ বড় শহরগুলোর চিত্র অনেকটা সেরকমই৷

তবে নির্দিষ্ট স্থানে পশু জবাইয়ের যে উদ্যোগ দুই সিটি কর্পোরেশন নিয়েছিল, তা ইতিমধ্যেই ভেস্তে গিয়েছে মানুষের স্বদিচ্ছার অভাবে৷ প্রথম দিকে কিছু মানুষ সেখানে পশু জবাই দিলেও তা আর ধরে রাখেনি৷ বিভিন্ন অজুহাত যেমন নির্ধারিত স্থান বাড়ি থেকে দূরে, সেখানে পর্যাপ্ত জলের অভাব ইত্যাদি কারণে মানুষ নিজ-নিজ বাসাবাড়ির ভেতরে বা বাইরে জবাই দিয়ে থাকেন৷

এভাবে নির্ধারিত স্থানের বাইরে যেখানে সেখানে কোরবানি দেয়ার ফলে বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়ে৷ অন্যদিকে, বিশাল জনগোষ্ঠীর তুলনায় পরিচ্ছন্নতা কর্মীর সংখ্যা কম হওয়ায় সময়মত বর্জ্য অপসারণ সম্ভব হয় না৷ আবার ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় সরঞ্জামের অভাবও রয়েছে, যার ফলে কার্যকরভাবে বর্জ্য সংগ্রহ ও অপসারণ করা সম্ভব হয় না৷

মোট কথা, ঢাকার কোরবানি ও বর্জ্য ব্যবস্থাপনার অঙ্কটা অনেকটা দু'ধাপ এগিয়ে একধাপ পিছিয়ে পড়ার মতো৷ আগের চেয়ে অবস্থা ভালো হলেও বাড়িতে বাড়িতে, রাস্তায় রাস্তায় দিনভর কোরবানি দেওয়ার কারণে বর্জ্য পুরোপুরি পরিষ্কার করা সম্ভব হয় না৷ রাস্তাঘাটে এবং নর্দমায় পশুর রক্ত ও অন্যান্য বর্জ্য জমা হয়ে দুর্গন্ধ এবং মশার উৎপত্তি ঘটায়৷

জানা যায়, মালয়েশিয়ায় কোরবানির ইদ এখন আরও সুশৃঙ্খলভাবে উদযাপিত হয়, যেখানে সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসন এবং কমিউনিটি সংগঠনগুলো সক্রিয় ভূমিকা পালন করে৷ যত্রতত্র কোরবানি না হয়ে নিয়ম অনুযায়ী নির্ধারিত স্থানে স্বাস্থ্যকর পরিবেশে কোরবানি করা হয়৷ পশু জবাইয়ের জন্য থাকে নির্দিষ্ট সময়সূচি ও নির্দেশিকা৷ কোরবানির স্থানগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়৷ কোরবানির পরপরই নির্দিষ্ট স্থানগুলোতে ব্যাপক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়৷

আমাদের দেশেও তেমনটা সম্ভব৷ এজন্য প্রশাসনের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে, বর্জ্য ব্যবস্থাপনায় মনযোগী হতে হবে৷ আর তাহলেই ঢাকা-সহ পুরো বাংলাদেশে দুর্গন্ধ ও দূষণমুক্ত স্বাস্থ্যকর পরিবেশে কোরবানির ইদ উদযাপন করা সম্ভব হবে৷

(বিশেষ দ্রষ্টব্য : প্রতিবেদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)

 

Latest News

ছাবা একমাত্র ব্যতিক্রমী! কেশরীর ২ থেকে জাট- ২০২৫-এ এখনও অবধি কে কত আয় করল? ‘রাস্তা থেকে তুলে হিরো করে দেব’ দোকানের শাটারে লেখা কিম্ভুত উপদেশ! ভাইরাল পোস্ট মহাযজ্ঞে পূর্ণাহুতি দিলেন মুখ্যমন্ত্রী, জগন্নাথ মন্দিরে উড়ল ধ্বজা, করলেন আরতি রাস্তার মধ্যে বেধড়ক মার স্বরলিপির মাকে, আঁচড়ানো হল গাল! এখন কেমন আছেন মা-মেয়ে? IPL ফাইনালের পরের দিনই শুরু অন্য T20 লিগ, আইকন প্লেয়ার হলেন রাহানে-শ্রেয়স-সূর্য সুস্থ থাকতে অনেকক্ষণ হাঁটছেন? হিতে বিপরীত হচ্ছে না তো? অতিরিক্ত হাঁটলে বিপদ ‘এ তুনে ক্যা কিয়া!’ দৃষ্টিহীনের সুরেলা গলায় মুগ্ধ গোটা কামরা, ভাইরাল ভিডিয়ো ‘হেলমেট পরেননি কেন?’ প্রশ্ন করতেই ক্ষেপে গেল পুলিশ! তারপর? তোমাদের বেবিটা এমন শট খেলছে যেন অনেক অভিজ্ঞ… বৈভবকে নিয়ে কী বললেন ধোনি-কোহলি? নেনেকে বিয়ে করে খুশি নন মাধুরী? কেন বললেন, 'বিয়ের পর সব কিছুই কেমন যেন...'

Latest lifestyle News in Bangla

সুস্থ থাকতে অনেকক্ষণ হাঁটছেন? হিতে বিপরীত হচ্ছে না তো? অতিরিক্ত হাঁটলে বিপদ আন্তর্জাতিক নৃত্য দিবসের নেপথ্যে কোন নৃত্যশিল্পী, ভূমিকা ছিল ভারতের? সত্তরোর্ধ্বদের জন্য বছরে ১০ লাখ টাকার বিমা! ৭ বছর আটকে থাকার পর শুরু হল আবেদন আগেই ধরা পড়বে হবু মায়ের জটিল রোগ, IIT-এর নয়া টেস্টে কমতে পারে প্রসূতিমৃত্যু প্যান্ট না স্কার্ট, বডিশেপ অনুযায়ী কোনটি বেশি ভালো? দেখে নিন কমোড সবসময় ঢেকে রাখা উচিত? না ঢাকলে কি স্বাস্থ্যের ক্ষতি ChatGPT দিয়ে কালার করা যাবে সাদা-কালো ছবি, জেনে নিন পুরো প্রসেস একটু বেশি অস্ত্রোপচার, তাতেই দ্রুত কমছে ক্যানসারের ঝুঁকি! কী বলছে নয়া গবেষণা কিডনি সুস্থ আছে তো? ঘরে বসেই এভাবে পরখ করে দেখে নিন অস্ত্রোপচারে মানুষের থেকেও বেশি দক্ষ হয়ে উঠবে রোবট, মাত্র ৫ বছরে: ইলন মাস্ক

IPL 2025 News in Bangla

তোমাদের বেবিটা এমন শট খেলছে যেন অনেক অভিজ্ঞ… বৈভবকে নিয়ে কী বললেন ধোনি-কোহলি? ৬ বছর বয়সে আমার দলকে.. RR-র বৈভব সূর্যবংশীর প্রশংসায় LSG-র মালিক সঞ্জীব গোয়েঙ্কা IPL কীর্তির পরেই বৈভবের জন্য মোটা টাকা পুরস্কার ঘোষণা বিহারের মুখ্যমন্ত্রীর কেন বাড়ির পিছনে আলাদা সিমেন্টের পিচ করেছিলেন বৈভবের বাবা? সামনে এল আসল কারণ এই ঘটনা থেকেই বৈভবের বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর অভিযোগ ওঠে, বিতর্ক শুরু করেন নিজেই স্যার, আজ মারব… বৈভবের কোচ বুঝেছিলেন RR vs GT ম্যাচে বড় একটা কিছু হতে চলেছে হুইলচেয়ার ছেড়ে লাফিয়ে উঠলেন দ্রাবিড়! বৈভবের শতরানের পরে আবেগে ভাসলেন RR কোচ বৈভব সূর্যবংশীকে নিয়ে কেন এমন কথা বললেন GT অধিনায়ক? গিলের উপর রেগে গেলেন জাদেজা বৈভব যেন IPL-এ নিজের নতুন রেকর্ডবুক ছাপাবেন! দেখুন কত নজির গড়লেন ১৪ বছরের তারকা দিল্লির পিচে কোন একাদশ নামাবে KKR? যেন নাইটরা আজ থেকেই নকআউট পর্ব খেলতে নামবে!

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.
caco88