বেঙ্গালুরুতে একটি পার্কের বাইরে বসে থাকা যুগলকে হেনস্থা করার অভিযোগ ওঠে একদল যুবকের বিরুদ্ধে। শুধু হেনস্থায় নয় অভিযোগ, ওই তরুণ এবং তরুণীকে ঘিরে ধরে ধমকাতে শুরু করেন ওই ৫ যুবক। কোথায় থাকেন, পরিবারে কে আছেন প্রশ্ন করতে থাকেন তাঁরা। এমনকি হুমকিও দেওয়া হয়। আর সেই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে আসতেই ক্ষোভ উগড়ে দিয়েছেন কর্ণাটকের মন্ত্রী প্রিয়🌳ঙ্ক খাড়গে।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বেঙ্গালুরুর একটি পার্কের বাইরে স্কুটিতে বসে গল্প করছিলেন এক তরুণ-তরুণী। অভিযোগ, সেই সময় আচমকাই কয়েকজন যুবক সেখানে এসে ওই তরুণ-তরুণীকে ঘিরে ধরে ধমকাতে শুরু করেন। তাঁরা কোথায় থাকেন, কী করেন, তাঁদের পরিবার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে থাকে তাঁরা।পাশাপাশি ওই তরুণকে যুবকরা প্রশ্ন করে, কেন সে একজন ভিন্ন ধর্মের তরুণীর সঙ্গে গল্প করছে। সঙ্গে চলতে থাকে একের পর এক হুমকি। ইতিমধ্যে এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েℱছে। ভিডিওতে দেখা গেছে, কমলা রঙের টি-শার্ট পরা এক তরুণ এবং বোরকা পরা এক তরুণীর সঙ্গে কয়েকজন যুবক বচসা করছে। যুবকরা ওই তরুণীর কাছে জানতে চান যে তার পরিবার জানে যে সে কোথায় আছে।
এই প্রসঙ্গে বেঙ্গালুরুর ডেপুটি পুলিশ কমিশনার গিরিশ জানান, এক তরুণীর কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যꦬে একজন নাবালকও রয়েছে। তারা মূলত তরুণীকে জিজ্ঞাসা করেছিল কেন সে সেখানে বসে আছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।এদিকে, রাজ্যে এই ধরনের ঘটনা কোনও ভাবে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী প্রিয়ঙ্ক খাড়গে। তিনি বলেছেন, ‘এটা বিহার, উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশ নয়। কর্ণাটক উন্নয়নশীল রাজ্য। এখানে কোনও ধরনের নীতি পু💯লিশি সহ্য করা হবে না।’