জল্পনার অবসান। চলতি বছরের শেষে ভারতে আসবেন টেসলাকর্তা ইলন মাস্ক। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা হয়েছে তাঁর। প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে তাঁদের। ওই ফোনালাপের পরেই ভারত সফরে আসার সিদ্ধান্তের কথা স্বয়ং প্রধানমন্ত্রী। এরই মাঝে ইল🌺ন মাস্কের মা বিশেষ প্রতিক্রিয়া জানালেন পুত্রের ভারত সফর নিয়ে।
আরও পড়ুন-Donald Tr🧔ump: ফের ট্রাম্প-বিরোধী বিক্ষোভে উত্তাল US, পথে হাজার হাজার মানুষ
গত এক বছরেরও বেশি সময় ধরে জল্পনা চলছিল যে ভারতে আসতে পারেন বিশ্বের দনিত্ম ব্যক্তি ইলন মাস্ক। তবে সেই পরিকল্পনা কখনওই সফল হচ্ছিল না। তবে দীর্ঘ অপেক্ষার পর সুখবর মিলেছে। ভারতে আসছে টেসলা। আর সেই সঙ্গেই ভারত সফরে আসছেন টেসলা কর্তা ইলন মাস্কও।অন্যদিকে, এয়ারটেল, জিও-র সঙ্গে গাঁটছড়া বেঁধে ভারতে পা রাখতে চলেছে মাস্কের কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টারলিঙ্ক। কিন্তু তারা ভারতে পরিষেবা প্রদানের অনুমোদন পাবে কিনা, তা নিয়ে উঠছে প্রশ্ন। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা হয় টেসলা কর্তার। (আরও পড়ুন: কানাডায় সাহস বাড়ছে ভারত বিরোধীদের, ১২০ বছরের গুরুদ🎃্বারে 'হামলা' খলিস্তানিদের)
ফোনালাপের পর এক্স বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেন, 'ইলন মাস্কের সঙ্গে কথা বলেছি এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, যার মধ্যে রয়েছে এ বছরের শুরুতে ওয়াশিংটন ডিসিতে আমাদের বৈঠকের সময় আলোচিত বিষয়গুলি। আমরা প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতার অপার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি। এই ক্ষেত্রগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারত দৃঢ়প্রতিজ্ঞ💟।' এরপরেই শনিবার মাস্কের মা মায়ে মাস্ক এক্স-এ প্রধানমন্ত্রী মোদীর ওই বার্তা রি-পোস্ট করে স্মাইলিং ফেস উইথ হার্ট আইজ এবং ভারতের পতাকার একটি ইমোজি দিয়েছেন। আর এর থেকেই স্পষ্ট যে মায়ে মাস্কও পুত্রের ভারত সফর এবং দুই পক্ষের মধ্যে চুক্তি নিয়ে উৎসাহিত। তিনিও চাইছেন ভারতের সঙ্গে ইলন মাস্কের সংস্থা একসূত্রে কাজ করুক।তবে মায়ে মাস্ক এই প্রথম প্রধানমন্ত্রী মোদীর কোনও এক্স বার্তা রি-পোস্ট করেননি। এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ইলন মাস্কের সাক্ষাতের পোস্ট শেয়ার করেছিলেন। সেই সময় স্পেসএক্সের সিইও তাঁর তিন সন্তানকে নি🐠য়ে এসেছিলেন মোদীর সঙ্গে দেখা করতে।
আরও পড়ুন: জম্মু ও কাশ্মীরে ♐প্রবল বৃষ্টির জেরে মৃত ৩, ভূমিধসে বন্ধ জাতীয় সড়ক
উল্লেখ্য, বৈদ্যুতিন গাড়ি প্রস্তুতকারী সংস্থা টেসলা সম্প্রতি ভারতীয় বাজারেও নিজেদের ব্যবসা সম্প্রসারিত করতে উদ্যোগী হয়েছে। সূত্রের খবর, ‘টাটা’র সঙ্গে ইতিমধ্যে গাঁটছড়া বেঁধেছে টেসলা।এই আবহে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মাস্কের আলোচনা এবং✨ ভারত সফরের ঘোষণা তাৎপর্꧙যপূর্ণ বলে মনে করা হচ্ছে।