ছোট আঙারিয়া থেকে নানুর, রাজনৈতিক হিংসায় বারবার লাল হয়েছে বাংলার মাটি Updated: 23 Mar 2022, 02:37 PM IST Abhijit Chowdhury বাংলার মাটিতে রাজনৈতিক হিংসা নতুন কিছু নয়। তৃণমূল কংগ্রেস এককালে এই ধরনের রাজনৈতিক পরিবেশের বিরুদ্ধে লড়াই করেছিল। আজ সেই তৃণমূল জমানাতেই বারবার উঠেছে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ। এই আবহে ফিরে দেখা যাক বাংলার ইতিহাসের রক্তাক্ত কিছু ঘটনা...