East Bengal beat George Telegraph: কলকাতা লিগে বড় ম্যাচের আগে চেনা ছন্দে ফিরল ইস্টবেঙ্গল। রবিবার নিজেদের মাঠে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে খেলতে নেমেছিল লাল-হলুদ ব্রিগেড। প্রথমে ০-১ পিছিয়ে পড়েছিল তারা তবে শেষ পর্যন্ত ৩-১ গোলে দুরন্ত জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল। কলকাতা লিগের প্রথম ম্যাচে ৭ গোল করেছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয় ম্যাচেও জয় পেল লাল-হলুদ। তবে প্রথমে পিছিয়ে পড়েছিল জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে। পরে সায়ন বন্দ্যোপাধ্যায়দের দাপটে ৩-১ গোলে জিতল ইস্টবেঙ্গল। জোড়া গোল সায়নের। ইস্টবেঙ্গল মাঠে বসে দলের জয় উপভোগ করলেন লাল-হলুদ সমর্থকেরা।
আরও পড়ুন… WWE থেকে অবসর নিলেন জন সিনা! জানেন কেন দীর্ঘ ২০ বছরের কেরিয়ারে হঠাৎ করেই ইতি টানলেন?
এদিনের ম্যাচ শুরুর আগে প্রবল বৃষ্টি হওয়ায় মাঠ বেশ ভিজে ছিল। এই কারণেই শুরুতে ফুটবলারদের খেলতেও একটু অসুবিধা হচ্ছিল। তবে ম্যাচের ৩৪ মিনিটের মাথায় দূরপাল্লার শটে গোল করে জর্জ টেলিগ্রাফকে এগিয়ে দেন অমিত এক্কা। লাল-হলুদ গোলরক্ষক আদিত্য পাত্র বলের নাগালই পাননি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল জর্জ টেলিগ্রাফ। দ্বিতীয়ার্ধে একেবারে চেনা ছন্দে ফিরে আসে ইস্টবেঙ্গল। আক্রমণের ঝাঁঝ বাড়াতে দলে পরিবর্তন করেন ইস্টবেঙ্গলের কোচ বিনো জর্জ। দ্বিতীয়ার্ধে লাল-হলুদ কোচ নামিয়ে দেন সায়ন বন্দ্যোপাধ্যায়কে। এরপরেই বদলে যায় ইস্টবেঙ্গল। ৪৭ মিনিটের মাথায় গোল শোধ করে লাল-হলুদ। সেই গোলটি করেন জেসিন। আক্রমণভাগে শেষ মুহূর্ত পর্যন্ত বল ফলো করেন জেসিন। আর সেখান থেকেই গোলের দেখা পায় ইস্টবেঙ্গল।
আরও পড়ুন… IND vs ZIM: শেষ ৬০ বলে ভারত তুলল ১৬০ রান, ১৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন অভিষেক-রুতুরাজ-রিঙ্কুরা
সায়ন বন্দ্যোপাধ্যায় ৪৬ মিনিটে পরিবর্ত হিসেবে মাঠে নামায় আরও ধারাল হয় ইস্টবেঙ্গলের আক্রমণ। ৬৫ মিনিটে সায়নের গোলে ২-১ এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ম্যাচ শেষ হওয়ার অন্তিম মুহূর্তে আরও একটি গোল করেন সায়ন। নাসিব রহমানের ঠিকানা লেখা পাস থেকে গোল করে যান সায়ন (৩-১)। সায়নের প্রথম গোল ৬৫ মিনিটে। ক্রস থেকে আসা বল জালে জড়িয়ে দেন তিনি। ৮৯ মিনিটে সায়নের দ্বিতীয় গোল। তাতেই জর্জের পয়েন্ট পাওয়ার আশা শেষ হয়ে যায়।
ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের ম্যাচ দেখতে মাঠে আসেন সিনিয়র টিমের কোচ কার্লেস কুয়াদ্রাত ও তাঁর সহকারী দিমাস ডেলগাদো। গতবছর কলকাতা লিগ থেকেই সায়ন, বিষ্ণুদের সিনিয়র দলে নিয়ে যান কুয়াদ্রাত। এদিন লাল-হলুদ জার্সিতে কামব্যাক করলেন সার্থক গোলুইও। ১৩ তারিখ কলকাতা লিগের ডার্বি। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আত্মবিশ্বাসের চূড়ায় রয়েছে ইস্টবেঙ্গল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।