Mohun Bagan vs Jamshedpur FC Highlights: ‘দুরন্ত ঘূর্ণি এই লেগেছে পাক, বনবন করে ছন্দে-ছন্দে কত রং বদলায়’- মরশুমের শুরুতে যখন বাকিদের থেকে আপুইয়াকে ছিনিয়ে নেওয়ার কথা সরকারিভাবে ঘোষণা করেছিল মোহনবাগান, তখন সেই গানটাই ব্যবহার করেছিল। আর সেই ‘দুরন্ত ঘূর্ণি’-র জাদুতে টানা তৃতীয়বার আইএসএলের ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান। ৯৪ মিনিটে তাঁর বাঁক খাওয়ানো শটটা জামশেদপুর এফসির গোলের ‘টপ রাইট কর্নার’-এ আছড়ে পড়ে। যে গোলটা না দেখলে স্রেফ চোখে বিশ্বাস করা যাবে না। আর সেই গোলের সুবাদেই ঘরের মাঠে জামশেদপুরকে ২-০ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান। ফাইনাল স্কোর - মোহনবাগান ২ (৩)-০ (২) জামশেদপুর
Mohun Bagan vs Jamshedpur FC Live: টপ রাইট কর্নারে আছড়ে পড়ে আপুইয়ার শট
আপুইয়ার গোলটা পুরো ফ্রেম করে রাখার মতো। বক্সের ডানদিকের মাথা থেকে নিজের একটু ডানদিকে আপুইয়াকে বলটা বাড়ান। আর ডানপায়ে পুরো পিকচার পারফেক্ট ফিনিশ করেন আপুইয়া। স্বপ্নে🐓র গোল বলে। একেবারে টপ কর্নারের জাল ছিঁড়ে দেয়।
Mohun Bagan vs Jamshedpur FC Live: আপুইয়াই নায়ক!!!! টানা ৩ বার ISL ফাইনালে মোহনবাগান
জেসন কামিন্সের পেনাল্টি থেকে গোল। তারপর আপুইয়ার বিশ্বমানের গোল। টানা তিবার আইএসএল ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান। আজ ২-০ গোলে জিতল। আর দুটি লেগ মিলিয়ে সেমিফাইনালে🍸র ফলাফল হল ৩-২। আগামী ১২ মে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে যুবভারতীতে ফাইনাল খেলবে মোহনবাগান।
Mohun Bagan vs Jamshedpur FC Live: দুর্দান্ত গোওওওওল আপুইয়ার!! ফাইনালের পথে মোহনবাগান
☂৯০+৪ মিনিট: গোওওওওওওওওওওওওওওওল আপুইয়ার!!! বিশ্বমানের গোললল। বিশ্বমানের গোল। ২-০ গোলে এগিয়ে গেল মোহনবাগান। মরশুমের শুরুতে আপুইয়াকে নিতে নিজেদের উজাড় করে দিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কারা। আর কেন সেটা করেছিলেন, তা বোঝা গিয়েছিল। আর যে গোলটা করবেন, সেটা বাঁধানো থাকবে। বক্সের বাইরে থেকে বাঁক খাওয়ানো তিরের মতো গোল করলেন।
Mohun Bagan vs Jamshedpur FC Live: মহাকাশে বলটা পাঠিয়ে দিলেন থাপা!
৮৪ ꧟মিনিট: মহাকাশে বলটা পাঠিয়ে দিলেন অনিরুদ্ধ থাপা! ডানপ্রান্ত থেকে আশিস রাই, মনবীর সিং, দিমিত্রি পেত্রাতোসের মিলিত প্রয়াসে একেবারে গোলপোস্টের সোজাসুজি বলটা পান থাপা। তিনি তেকাঠিতে রাখা তো দূর অস্ত, বলটা মহাকাশে পাঠিয়ে দিলেন।
Mohun Bagan vs Jamshedpur FC Live: পেত্রাতোসকে নামাল মোহনবাগান, এবার সম্ভবত গ্রের নামবেন
৮০ মিনিট: জেসন কামিন্সকে তুলে নিয়ে দিমিত্রি পেত্রাতোসকে নামাল মোহনবাগান। এবার সম্ভবত গ্রেগ স্টুয়ার্টকে নামাবেন হেড কোচ জোসে মোলিনা। ৯০ মিনিটের মধ্যেই খেলা শেষ🅠 করতে চাইছেন তিনি।
Mohun Bagan vs Jamshedpur FC Live: দিমিকে দৌড়াতে দেখেই উচ্ছ্বাসে ফেটে পড়ল যুবভারতী
৭৮ মিনিট: গোলপোস্টের পিছন থেকে দিমিত্রি পেত্রাতোসকে মোহনবাগান বেঞ্চের দিকে এগিয়ে আসতে দেখতেই উচ্ছ্বাসে ফেটে পড়ল যুবভারতী। আর কꦍারণটা অনুমেয়। দিমিত্রি পেত্রাতোসকে নামাচ্ছেন মোহনবাগানের হেড ꦅকোচ জোসে মোলিনা।
Mohun Bagan vs Jamshedpur FC Live: মোহনবাগান শার্প হতে পারছে না!
৭৫ মিনিট: মোহনবাগান যদি আইএসএলের সেমিফাইনাল হেরে যায়, তাহলে সবুজ-মেরুন খেলোয়াড়দের কাছে কৃতজ্ঞ থাকবেন খালিদ জামিল। কারণ꧋ ভালো খেলেও গোলের সামনে গিয়ে বা গুরুত্বপূর্ণ ♏সময় খেই হারিয়ে ফেলছেন। এতক্ষণে কমপক্ষে চারটি গোল করে ফেলতে পারত মোহনবাগান।
Mohun Bagan vs Jamshedpur FC Live: আশিক উঠে গেলেন, নামলেন মনবীর
৬৯ মিনিট: চোট পেয়ে উঠে গেলেন আশিক কুরিয়ান। মাঠে নামলেন মনবীর সিং। তারইমধ্যে কর্নার নিল মোহনবাগান। গোলের সামনে ভালো বল এসেছিল। কিন্তু হেড🍷ারটা ঠিকমতো হয়নি। কোনওমতে বলটা ক্লিয়ার করল জামশেদপুর।
Mohun Bagan vs Jamshedpur FC Live: আশিকের পাস, তবে গোল হল না
৬৮ মিনিট: ডানদিকে দুর্দান্ত পায়ের স্কিলে জামশেদপুরের খেলোয়াড়কে টপকে দিয়ে বক্সের মধ্যে বল বাড়ান আশিক কু♊রিয়ান। গোলের একেবারে সামনে ছিলেন জেসন কামিন্স। কর্নার পেল মোহনবাগান।
Mohun Bagan vs Jamshedpur FC Live: কর্নার মোহনবাগানের, তবে লাভ হল না
৬৫ মিনিট: কর্নার মোহনবাগা🎃ন সুপার জায়ান্টের। তবে একেবারেই আহামরি হল না কর্নার। অনেকের মতে, এখনই দিমিত্রি পেত্রাতোসকে নামানো উচিত। এখনই আরও একটা গোল করে দিতে পারলে জামশেদপুর পুরো দমে যাবে বলে মনে করছেন অনেকে।
Mohun Bagan vs Jamshedpur FC Live: দুর্দান্ত সেভ জামশেদপুর গোলকিপারের, ম্যাকলারেনের হেডার
৫৯ মিনিট: অসামান্যജ সেভ জামশেদপুর গোলকিপারের। ডানপ্রান্তে দারুণ ক্রস বাড়ান লিস্টন কোলাসো। একেবারে শিকারীর মতো প্রথম পোস্টের দিকে যেতে-যেতে হেডার জেমি ম্যাকলারেনের। দুর্দান্ত ক্ষিপ্রতায় বলটা বের করে দিলেন জামশেদপুরের গোলকিপার।
Mohun Bagan vs Jamshedpur FC Live: কর্নার মোহনবাগানের, তবে গোল হয়নি
৫৫ মিনিট: জামশেদপুরের রক্তচাপ বাড়ছে। তারইমধ্যে কর্নার পায় মোহনবাগান। তবে কোনও লাভ হয়নি। শেষপর্যন্ত 𒁃গোলকিক হয়ে গেল মোহনবাগানের। লাইভ স্কোর -෴ মোহনবাগান ১ (২)-০ (২) জামশেদপুর।
Mohun Bagan vs Jamshedpur FC Live: গোওওওওওল কামিন্সের! পেনাল্টি থেকে ডেডলক ভাঙল
৫১ মিনিট: গোওওওওওওওওওওওওওওওও💧ওওওওওওওওওওওওল জেসন কামিন্সের। পেনাল্টি থেকে গোল করলেন। গোলকিপার ডানপ্রান্তে গোলকিপার ঝাঁপান। বাঁ-প্রান্তে শট মারেন কামিন্স।সেমিফাইনালের সেকেন্ড লেগে ১-০ গোলে এগিয়ে গেল মোহনবাগান। দুটি লেগ মিলিয়ে আপাতত খেলার ফল ২-২। অর্থাৎ এবার জামশেদপুরকে খোলস ছেড়ে বেরোতেই হবে।
Mohun Bagan vs Jamshedpur FC Live: হ্যান্ডবল, পেনাল্টি মোহনবাগানের
৪৯ মিনিট: বক্সের মধ্যে হ্যান্ডবল! পেনাল্ট🐽ি মোহনবাগানের। পরিষ্কার পেনাল্টি ছিল। বক্সের মধ্যে কার্যত গোলকিপারের কায়দায় বলটা হাত দিয়ে নামান প্রণয় হালদার। যদিও রেফারির সঙ্গে তর্ক জুড়ে দেন জামশেদপুরের খে💧লোয়াড়রা। সেজন্য কার্ড দেখানো হল জাভিকে।
Mohun Bagan vs Jamshedpur FC Live: গোলের সুযোগ হাতছাড়া মোহনবাগানের
৪৬ মিনিট: ঠিক বাঁ-প্রান্তে বক্সের সামান্য বাইরে ফ্রি🎃-কিক মোহনবাগানের। শট লিস্টন কোলাসোর। একাধিকবার গোলের চেষ্টা মোহনবাগানের। কোনওক্রমে বল ক্লিয়ার করল। যেভাবে একের পর এক সুযোহ ফস্কাচ্ছে মোহনবাগান, তাতে অনেকেই মজা করে বলছেন, কিছু তুকতাক করা হয়েছে নাকি!
Mohun Bagan vs Jamshedpur FC Live: দ্বিতীয়ার্ধের শুরুতেই মোহনবাগান ডিফেন্সের ঘুম ভাঙাল জামশেদপুর
৪৬ মিনিট: দ্বিতীয়ার্ধের শ💙ুরুতেই মোহনবাগান ডিফেন্সের ঘুম ভাঙিয়ে দিল জামশেদপুরে। শুরুতেই উঠে এসে বক🍌্সের বাইরে থেকে শট নেন জাভি। বিপজ্জনক জায়গায় ছিলেন। তবে তেকাঠিতে বল ছিল না।
Mohun Bagan vs Jamshedpur FC Live: মোহনবাগান জ্বলবে ৪৫ মিনিটে? গোল চাই-ইই দ্বিতীয়ার্ধে
মোহনভারতীতে (সপ্তাহের পඣ্রথম দিন হলেই যুবভারতী ফুলহাউস) শুরু হল দ্বিতীয়ার্ধের🌜 খেলা। প্রথম ৪৫ মিনিটে জামশেদপুরে মুহূর্মুহূ আক্রমণের ঢেউ সামলাতে হলেও খালিদ জামিল যেটা চেয়েছিলেন, ঠিক সেটাই হয়েছে। অর্থাৎ গোল করতে পারেনি মোহনবাগান। এই ৪৫ মিনিটে কি গোল-ভাগ্য ফিরবে মোহনবাগানের?
Mohun Bagan vs Jamshedpur LIVE: ২২ জনের মধ্যে ২১ জনই জামশেদপুর বক্সে! তাও গোল পেল না মোহনবাগান
প্রথমার্ধে মোহনবাগানের কতটা আধিপত্য ছিল, সেটা একটা জিনিসেই বোঝা যাব🎀ে। ম্যাচের অনেকটা সময়েই ২২ জন খেলোয়াড়ের মধ্যে ২১ জনই থাকলেন জামশেদপুর এফসির বক্সে। তাও গোল পেল না মোহনবাগান। সেজন্য নিজেদের দুষতেই পারে সবুজ-মেরুন ব্রিগেড।
Mohun Bagan vs Jamshedpur FC Live: শেষ প্রথমার্ধের খেলা! গোল পেল না মোহনবাগান
শেষ প্রথমার্ধের খেলা। খেলার ফল গোলশূন্য। মোহনবাগানের🍰 আধিপত্য থাকলেও যেটা দরকার, সেটা করতে পারল না। গোল করতে পারল না। ফলে এই ফলাফলই যদি বজায় থাকে, তাহলে ফাইনালে উঠে যাবে জামশেদপুর এফসি।
Mohun Bagan vs Jamshedpur FC Live: কামিন্সের ফ্রি-কিক, সেভ গোলকিপারের
৪৫ মি🍌নিট + ৩: ভালো জায়গায় ফ্রি-কিক পেল মোহনবাগান। আপুইয়াকে ফাউল। ফ্রি-কিক নেন জেসন কামিন্স। বুদ্ধিদীপ্ত শট নেন। সবাই চমকে যান। তবে শেষপর্যন্ত ক✅োনও গোল হয়নি। গোলকিপার বলটা বাইরে বের করে দিলেন।
Mohun Bagan vs Jamshedpur FC Live: মোহনবাগান তাড়াহুড়ো করে ফেলছে
মোহনবাগান প্রচুর সুযোগ তৈরি করছে। কিন্তু আক্রমণভাগে অতটাও ক্লিনিকাল হতে পারছে না। গুরুত্বপূর্ণ মুহূর্তে মিসপাস করছে বা জামশেদপুরের ডিফেন্সের কাছে ধরা পড়ে যাচ্ছে। একাধিক ক্রস বেশি দূরে যাচ্ছে। দেখে মনে হচ্ছে যে মোহনবাগান খেলোয়াড়রা তাড়াহুড়ো করে ফেলছ꧃েন।
Mohun Bagan vs Jamshedpur FC Live: মেসির মতো গোলের চেষ্টা কামিন্সের! বাঁ-পায়ে কার্লিং শট
৩৭ মিনিট: মেসির স্টাইলে বক্সের মধ্যে থেকে গোল করার চেষ্টা জেসন কামিন্সের। দুর্দান্ত অ্যাটাক মোহনবাগানের। শেষপর্যন্ত বক্সের ডানদিক থেকে বাঁ-পায়ে বাঁক খাওয়ানো শট নেন কামিন্স। নিজের ডানদিকে ঝাঁপিয়ে আঙুল🔥ের টোকা দিয়ে দুর্দান্ত সেভ করেন জামশেদপুরের গোলকিপার। যদিও রেফারি কর্নার দেননি। ফলে খাতায়কলমে তিনি সেভ করেননি বলেই ধরা হবে। তাতে অবশ্য কোনও অনুযোগ থাকবে না জামশেদপুরের।
Mohun Bagan vs Jamshedpur FC Live: সুযোগ মিসের হ্যাটট্রিক জেসন কামিন্সের
৩৪ মিনিট: সুযোগ মিসের হ্যাটট্রিক জেসন কামিন্সের!!!! ডানপ্রান্ত থেকে বলটা বাঁ💦-প্রান্তে যাওয়ার পরে আশিক কুরিয়ান ক্রস দেন। যা শেষপর্যন্তꦆ বক্সের ভিতরে দাঁড়িয়ে থাকা কামিন্সের পায়ে পড়ে। একেবারে দুর্বল শট নেন। সহজেই ধরে নেন জামশেদপুরের গোলকিপার।
Mohun Bagan vs Jamshedpur FC Live: জামশেদপুরের ১১ জনই নিজেদের অর্ধে! ঢেউ মোহনবাগানের
৩০ মিনিট: ম্যাচের পয়লা সেকেন্ড থেকেই 🦂জামশেদপুরের স্ট্র্যাটেজি স্পষ্ট হয়ে গিয়েছে। বক্সে পারলে ১১ জনকে নামিয়ে রেখে দেবে। বক্সের মধ্যে পায়ের জঙ্গল তৈরি করে রেখে মোহনবাগানের গোলমুখী শট আটকাতে চলেছে। হাই-রিস্ক স্ট্র্যাটেজি। জামশেদপুরকে দেখে মনে হচ্ছে যে একটা গোল খেলেই ভেঙে পড়বে তাসের ঘরের মতো। এখন 🎃তো ১১ জনকেই নিজেদের অর্ধে রেখে দিয়েছে।
Mohun Bagan vs Jamshedpur FC Live: বাজে ফাউল আলড্রেডের, দেখলেন হলুদ কার্ড
২৮ মিনিট: মাঝমাঠের ঠিক উপরে বাজে চ্যালেঞ্জ টম আলড্রেডের। সরাসরি হলুদ কার্ড দেখালেন রে🐻ফারি। ফ্যানেরা অখুশি হলেও স্পষ্ট ফাউল ছ♑িল। কিছুক্ষণের জন্য খেলা থমকে থাকল।
Mohun Bagan vs Jamshedpur FC Live: বিপজ্জনক জায়গায় ফ্রি-কিক মোহনবাগানের
২৪ মিনিট: ফাউল জামশেদপুরের। কর্নার লাইনের কিছুটা আগে টাচলাইনের একেবারে গা ঘেঁষে ফ্রি-কিক। বিপজ্জনক জায়গায় ছিল। তবে জামশেদপুুর ডিফেন্স বল ক্লিয়ার করে দিল। মোহনবাগান প্রচুর🐲 আক্র🌟মণ করছে। কিন্তু গোল পাচ্ছে না।
Mohun Bagan vs Jamshedpur LIVE: আপুইয়ার শট, লক্ষ্যভ্রষ্ট
২৩ মিনিট: গোল লক্ষ্য করে ফের শট মোহনবাগানের। বক্সের বাইরে থেকে লম্বা শট নেন আপুইয়𒁃া। তবে ꦯঅনেকটা উপর দিয়ে গেল বলটা। আপাতত খেলার ফল গোলশূন্য।
Mohun Bagan vs Jamshedpur LIVE: গোললাইন সেভ!! একচুলের জন্য গোল পেল না মোহনবাগান
১৯ মিনিট: গোললাইন সেভ জামশেদপুরের। গোল থেকে এক🔯চুল দূরে থাওমল মোহনবাগান। সৌরভ দাস গোললাইন সেভ করেন। প্রাথমিকভাবে কর্নার পায় মোহনবাগান। সেখানে দ্বিতীয় পোস্টে প্রাথমিকভাবে গোল লক্ষ্য করে শট নেয় মোহনবাগান। আটকে দেন জামশেদপুুরের গোলকিপার। ফিরতি বলে শট অ্যালবার্তো রদ্রিগেজ শট নেন। কিন্তু গোলে বলটা ঢুকছিল। কিন্তু গোললাইনে দাঁড়িয়ে বলটা হেড দিয়ে বের করে দেন সৌরভ দাস।
Mohun Bagan vs Jamshedpur FC Live: পরপর ২ সুযোগ নষ্ট কামিন্সের
১৭ মিনিট: আরও একটা গোলের দিকে শট জেসন কামিন্সের। কিন্ꦡতু ফের লক্ষ্যভ্রষ্ট হল।
Mohun Bagan vs Jamshedpur FC Live: বক্সের মাথা থেকে শট কামিন্সের, সুবর্ণ সুযোগ হাতছাড়া
১৫ মিনিট: সুবর্ণ সুযোগ নষ্ট করলেন 𝐆জেসন কামিন্স। ডানপ্রান্ত থেকে ক্রস আসে জামশেদপুর ডিফেন্সে। বল প্রাথমিকভাবে বের করা হলেও বক্সের ঠিক মাথায় দাঁড়িয়ে থাকা কামিন্সের পায়ে পড়ে। পুরো ফাঁকা ছিলেন। শট নেন। কিন্তু তেকাঠির উপর দিয়ে বলটা বেরিয়ে যায়। এখান থে🌼কে বলটা তেকাঠিতে রাখা উচিত ছিল। গোলও করা উচিত ছিল।
Mohun Bagan vs Jamshedpur FC Live: শুভাশিসের শট, গায়ে লেগে গেল
১৩ মিনিট: ডানপ্রান্ত থেকে সেরকম আক্রমণ আসেনি মোহনবাগানের। ডানপ্রান্তে 🍰আছেন লিস্টন কোলাসো। কর্নার লাইনের একেবার মুখ থেকে একটা বল বাড়ান লিস্টন। তবে লাভ হয়নি। পরে বক্সের বাইরে থেকে লম্বা শটের চেষ্টা শুভাশিস বোসের। জামশেদপুরের খেলোয়াড়ের গায়ে ধাক্কা খেল।
Mohun Bagan vs Jamshedpur FC Live: কর্নার থেকে সুবিধা করতে পারল না জামশেদপুর
৯ মিনিট: কর্নার থেকে বিশেষ সুবিধা করতে পারল না জামশেদপুর এফসি। বল ক্লিয়ার করে দিল মোহনবাগান ডিফেন্স। ইতিমধ্যে দুটি কর্নার পেয়ে গিয়েছে জামশেদপুর। যে দু'বার সেই অর্থে আক্রমণে উঠেছ♐ে, সেই দু'বারই কর্নার আদায় করে নিয়েছে।
Mohun Bagan vs Jamshedpur FC Live: থাপার শট, গোল হল না, পাস দিলে ভালো করতেন
৬ মিনিট: আরও একটা অ্যাটাকিং মুভ অনিরুদ্ধ থাপার। জামশেদপুর এফসির কর্নার থেকে দ্রুত আক্রমণে উঠে আসে মোহনবাগান। বক্সের বেশ কিছুটা বাইরে থেকে শট মারেন অনিরুদ্ধ থাপা। বলটা তেকাঠিতে থাকলেও জামশেদপুর গোলকিপারকে পরাস্ত করার মতো ছিল না। সহজেই বলটা ধরে নেন। 🎃তিনি যদি ডানদিক অথবা বাঁ-দিকে বল বাড়াতেন, তাহলে গোলের সম্ভাবনা বেশি থাকত।
Mohun Bagan vs Jamshedpur FC Live: নির্বিষ ক্রসে মারাত্মক ভুল আশিসের
৫ মিনিট: একটা নির্বিষ ক্রসে মারাত্মক ভুল করে ফেলেছিলেন আশিস রাই। ডানপ্রান্ত থেকে মোহনবাগান বক্সে 🍬বল বাড়ান। বলটা সহজেই হেড দিয়ে ক্লিয়ার করে দিতে পারতেন আশিস। কিন্তু মিস-জাজমেন্টের কারণে বলটা পেয়ে যায় জামশেদপুর। তবে মোহনবাগানের বিপদ হয়নি। কর্নার।
Mohun Bagan vs Jamshedpur FC Live: বাঁ-প্রান্ত থেকে দুরন্ত পাস আশিকের, তবে গোল পেল না মোহনবাগান
৪ মিনিট: বাঁ-প্রান্ত দারু🃏ণভাবে উঠে এলেন আশিক কুরিয়ান। অনিরুদ্ধ থাপা বক্সের মাথার কাছ থেকে বাঁ-দিকে বল বাড়ান আশিককে। তিনি জামশেদপুরের খেলোয়াড়কে কাটিয়ে গিয়ে কর্নার লাইনের মাথা থেকে মাঝের দিকে বল বাড়ান। কিন্তু মোহনবাগানের কেউ ছিলেন না সেখানে। ওখানে কেউ থাকল൩ে নিশ্চিত গোল ছিল।
Mohun Bagan vs Jamshedpur FC Live: শুরুতেই আক্রমণে মোহনবাগান, বক্সের বাইরেই ফ্রি-কিক
১ মিনিট: শুরুতেই বক্সের কিছুটা বাইরে ঠিক বাঁ-দিকে ফাউল পেল মোহনবাগান। বাঁক খাওয়ানো শট নেওয়ার চেষ্টা। তবে লাভ হল না মোহ🦋নবাগানের। বল ক্লিয়ার করে দিল জামশেদপুর ডিফেন্স। শুরু থেকেই আক্রমণে মোহনবাগান।
Mohun Bagan vs Jamshedpur FC Live: কিক-অফ, ‘১২ জন’ নিয়ে খেলছে মোহনবাগান, উঠবে ফাইনালে?
আইএসএলের দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগের💟 কিক-অফ হল যুবভারতী ক্রীড়াঙ্গনে। মোহনবাগানের জন্য অঙ্কটা একেবারে সহজ। নির্ধারিত ৯০ মিনিটের মধ্যেই ম্যাচ🍒 শেষ করতে চাইলে মোহনবাগানকে কমপক্ষে ২-০ গোলে জিততে হবে।
Mohun Bagan vs Jamshedpur FC Live: সমর্থকদের শান্ত থাকার বার্তা ম্যাকলারেনের
ম্যাচের আগে ꦦসমর্থকদের মাথা ঠান্ডা রাখার আর্জি জানিয়েছেন জেমি ম্যাকলারেন। জামশেদপুরে যে ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে, সেই পরিস্থিতিতে আজ যুবভারতীতে মোহনবাগান ফ্যানদের সংযত থাকার আর্জি জানিয়েছেন। সংবাদমাধ্যম রেভস্পোর্টসের প্রতিবে🔜দন অনুযায়ী, ম্যাকলারেন বলেছেন যে ‘আমি চাই যে ফ্যানরা শুধু আমাদের সমর্থনের দিকে নজর দিক এবং ফোকাস করুক ফুটবলের উপরে। মাঠের বাইরে কোনও ঘটনায় জড়িয়ে পড়বেন না।’
Mohun Bagan vs Jamshedpur FC Live: দিমির জন্য সবথেকে জোরে গলা ফাটালেন বাগান সমর্থকরা
যুবভারতীতে দিমিত্রি পেত্রাতোসকে মোহনবাগানের প্রথম একাদশে রাখা না হলেও তাঁর জন্যই সবথেকে জোরে গলা ফাটালেন ফ্যানরা। সোমবার যখন যুবভারতীতে বাস থেকে নামেন দিমি, তখন মোহন🍸বাগান সমর্থকদের চিৎকারে কান পাতা দায় হয়ে পড়েছিল। আর ম্যাচের আগে ওয়ার্ম-আপ সেশনেও তাঁকে বেশ ছন্দে দেখা গেল। দেখালেন নিজের স্কিল।
Mohun Bagan vs Jamshedpur FC Live: জামশেদপুরকে সামলাতে হবে গ্যালারির গর্জনকেও
জামশেদপুরে সেমিফাইনালের প্রথম লেগে কয়েকজন মোহনবাগান সমর্থকের উপরে লাঠিচার্জের অভিযোগ উঠেছিল। সেই ঘটনার পরে মোহনবাগান ♚ক্লাব কর্তৃপক্ষের তরফে বার্তা♋ দেওয়া হয়েছে। ওই সমর্থকদের সংবর্ধনা দিয়েছে মোহনবাগান কর্তৃপক্ষ। আর সেই ঘটনার পরে উত্তেজনায় ফুটছেন মোহনবাগান সমর্থকরা। আপাতত যা পরিস্থিতি, তাতে গ্যালারির গর্জনকেও সামলাতে হবে জামশেদপুরকে।
Mohun Bagan vs Jamshedpur FC Live: সেমিতে প্রথম লেগে হেরেও অতীতে কামব্যাক করেছে মোহনবাগান
আইএসএলের সেমিফাইনালে প্রথম লেগে পিছিয়ে থাকার পরে ঘরের মাঠে বাজিমাত করে ꦯফাইনালে ওঠার অভিজ্ঞতা আগেও হয়েছে মোহনবাগানের। ২০২৩-২৪ সালের আইএসএলের সেমিফাইনালের প্রথম লেগে ওড়িশা এফসির কাছে ১-২ গোলে হেরে গিয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। তারপর ঘরের মাঠে কামব্যাক করেছিল। প্রাথমিকভাবে ২২ মিনিটে গোল করেছিলেন জেসম কামিন্স। অতিরিক্ত সময়ে সুপার-সাব সাহাল আবদুল সামাদের গোলে ফাইনালে পৌঁছে গিয়েছিলেন আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা।
Mohun Bagan vs Jamshedpur FC Live: ম্যাচের আড়াই ঘণ্টা আগেই মাঠে খালিদ জামিল!
জামশেদপুর এফসির প্রথম একাদশ: আলবিনো গোমস, নিখিল বারলা, লাজার সিরকোভিচ, প্রণয় হালদার, মহম্মদ উভাইস, সৌরভ দাস, রেই তাচিকাওয়া, জাভি হার্নান্দেজ, লেন ডাউঙ্গেল, মহম্মদ সানান এবং জর্ডন মারে। একটি মহলের তরফে দাবি করা হচ্ছে, আজ বিকেল পাঁচটায় নাকি যুবভারতীতে চলে এসেছেন জামশেদপুরের কোচ খালিদ জামিল। ম্যাচের কিক-অফ ট🌳াইম হল সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট।
Mohun Bagan vs Jamshedpur FC Live: মনবীর বেঞ্চেই, সামনে কামিন্স ও জেমি
মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম একাদশ: বিশাল কাইথ, অ্যালবার্তো রদ্রিগেজ, শুভাশিস বোস, টম আলড্রেড, আশিস রাই, আপুইয়া𒁏, অনিরুদ্ধ থাপা, আশিক কুরিয়ান,🍸 লিস্টন কোলাসো, জেসন কামিন্স, জেমি ম্যাকলারেন। আজ প্রথম একাদশে রাখা হয়নি মনবীর সিং, দিমিত্রি পেত্রাতোসদের। তাঁরা বেঞ্চে আছেন।
Mohun Bagan vs Jamshedpur FC Live: ফাইনালে উঠতে মোহনবাগানকে জিততেই হবে
সেমিফাইনালের প্রথম লেগে মোহনবাগান ১-২ গোলে হের♛ে গিয়েছিল। ফলে সরাসরি ফাইনালে পৌঁছানোর জন্য সোমবার ঘরের মাঠে সবুজ-মেরুন ব্রিগেডকে কমপক্ষে ২-০ গোলে জিততে হবে। নির্ধারিত ৯০ মিনিটে যদি মোহনবাগান ২-০ বা তার বেশি ব্যবধানে জিততে পারে, তাহলে সরাসরি ফাইনালে পৌঁছে যাবে।
Mohun Bagan vs Jamshedpur FC Live: ঘরের মাঠে জামশেদপুরকে হারানোর0 লক্ষ্যে মোহনবাগান
আইএসএলের দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতী🦹য় লেগে ঘরের মাঠে জামশেদপুর এফসির বিরুদ্ধে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। জামশেদপুরে প্রথম লেগে ১-২ গো⛦লে হেরে ফিরতে হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেডকে। আজ ঠাসা যুবভারতীতে সেই বদলা নিতে মরিয়া দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্স, শুভাশিস বোসরা। তবে খালিদ জামিলের ছেলেদের সামনে সেই কাজটা যে সহজ হবে না, তা নিয়ে কোনও সন্দেহ নেই। শেষ হাসি হাসবে কে, তা জানতে হিন্দুস্তান টাইমস বাংলায় মোহনবাগান বনাম জামশেদপুর এফসি ম্যাচের লাইভ স্কোর ও টাটকা আপডেট দেখুন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।