সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, অর্জুন তেন্ডুলকর - মঙ্গলবার রঞ্জি ট্রফিতে সেরকমই একাধিক তারকা খেলতে নামেন। কোন তারকা খেলোয়াড় কেমন খেললেন, তা দেখে নিন -
১) নিশান্ত সিন্ধু: ওড়িশার বিরুদ্ধে ২০৯ বলে অপরাজিত ১৪২ রান করেছেন হরিয়ানার তরুণ। ২১ টি চার এবং দুটি ছক্কা মেরেছেন নিশান্ত। তাঁকে সম্প্রতি আইপিএলের মিনি নিলামে চেন্নাই সুপার কিংস নিয়েছে। স্ট্রাইক ৬৭.৯৪।
২) রুতুরাজ গায়কোয়াড়: অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ৩৫ বলে ২৮ রান করেছেন মহারাষ্ট্রের ওপেনার। স্বল্পদৈর্ঘ্যের ইনিংসে ছ'টি চার মেরেছেন।
৩) রাহুল ত্রিপাঠী: রুতুরাজের মতো মঙ্গলবার রঞ্জিতে রান পাননি মহারাষ্ট্রের ব্যাটার। ৩৭ বলে ১৮ রান করে আউট হয়ে যান।
৪) দীপক ধাপোলা: হিমাচল প্রদেশকে একাহাতে শেষ করে দেন উত্তরাখণ্ডের ধাপোলা। তাঁর আট উইকেটের সুবাদেই ৪৯ রানে অল-আউট হয়ে যায় হিমাচল। ৮.৩ ওভারে ৩৫ রান দিয়ে আটটি উইকেট নেন দীপক।
৫) আদিত্য তারে: হিমাচল প্রদেশের বিরুদ্ধে অপরাজিত ৯১ রান করেছেন উত্তরাখণ্ডের তারে। ১১৭ বলে সেই ৯১ রান করেছেন। মেরেছেন ১০ টি চার এবং একটি ছক্কা। স্ট্রাইক রেট ৭৭.৭৮।
৬) বৈভব আরোরা: আইপিএলের মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলে নেওয়ার পর প্রথম ম্যাচে খেলতে নেমে আহামরি পারফরম্যান্স করতে পারলেন না বৈভব অরোরা। উত্তরাখণ্ডের বিরুদ্ধে ব্যাট হাতে প্রথম বলেই আউট হয়ে যান। বল হাতে ১৩ ওভারে ৫৬ রান খরচ করেন। উইকেট নিয়েছেন একটি।
৭) রিঙ্কু সিং: বরোদার বিরুদ্ধে রান পেলেন না কেকেআরের রিঙ্কু। আট বলে দুই রান করে আউট হয়ে গিয়েছেন।
৮) তরুবর কোহলি: সিকিমের বিরুদ্ধে অল্পের জন্য শতরান ফস্কে দেন। ১৯০ বলে ৯৪ রানের ইনিংস খেলেছেন মিজোরামের অধিনায়ক। মেরেছেন ১৩ টি চার এবং দুটি ছক্কা। স্ট্রাইক রেট ৪৯.৪৭।
৯) রিয়ান পরাগ: হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন অসমের তারকা রিয়ান। ১৯ বলে ১০ রান করেছেন। তবে বল হাতে ঠিকঠাক পারফরম্যান্স করেছে। নয় ওভারে ১৪ রান খরচ করেছেন। তিনটি মেডেন করেছেন।
১০) যশ ধুল: তামিলনাড়ুর বিরুদ্ধে কোনও রানই করতে পারেননি যশ। পাঁচ বলে খেলেন দিল্লির অধিনায়ক।
১১) সূর্যকুমার যাদব: ১৩ বলে খেলে অপরাজিত ১৮ রান করেছেন মুম্বই তথা ভারতীয় দলের তারকা। বুধবার আবার সৌরাষ্ট্রের বোলারদের সূর্যের সামনে পড়তে হবে।
আরও পড়ুন: ইচ্ছা থাকলেও এখনই উপায় নেই, কেন এমন বললেন সূর্যকুমার!
১১) পৃথ্বী শ: এবারের রঞ্জি ট্রফির মরশুম একেবারেই ভালো কাটছে না পৃথ্বীর। সৌরাষ্ট্রের বিরুদ্ধে পাঁচ বলে চান রান করে আউট হয়ে গিয়েছেন।
১২) যশস্বী জয়সওয়াল: পৃথ্বীর মতো সৌরাষ্ট্রের বিরুদ্ধে ফ্লপ হয়েছেন মুম্বই অপর ওপেনার যশস্বী। ছয় বলে দুই রান করেন তিনি।
১৩) অজিঙ্কা রাহানে: সৌরাষ্ট্রের বিরুদ্ধে দিনের শেষে ২৪ বলে ১২ রানে অপরাজিত আছেন।
১৪) শামস মুলানি: সৌরাষ্ট্রের বিরুদ্ধে ২৯.১ ওভারে ১০৯ রান দিয়ে চার উইকেট নিয়েছেন মুম্বইয়ের স্পিনার। তাঁকে আইপিএলের মিনি নিলামে ২০ লাখ টাকায় নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
১৫) চেতন সাকারিয়া: মুম্বইয়ের বিরুদ্ধে ইতিমধ্যে একটি উইকেট নিয়ে ফেলেছেন সৌরাষ্ট্রের পেসার। তিন ওভারে পাঁচ রান দিয়ে এক উইকেট নিয়েছেন।
১৬) জলজ সাক্সেনা: ছত্তিশগড়ের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছেন কেরলের বোলার। ১৮.৫ ওভারে ৪ রানে পাঁচ উইকেট নেন।
১৭) মায়াঙ্ক আগরওয়াল: গোয়ার বিরুদ্ধে ৮২ বলে ৫০ রান করেছেন কর্ণাটকের অধিনায়ক। ৮২ বলে সেই রান করেছেন। মেরেছেন পাঁচটি চার এবং ছ'টি ছক্কা।
১৮) অর্জুন তেন্ডুলকর: কর্ণাটকের বিরুদ্ধে মন্দ বল করেননি গোয়ার খেলোয়াড়। ১৩ ওভারে ৩০ রান দিয়ে এক উইকেট নেন। দুটি মেডেন দেন সচিন তেন্ডুলকরের পুত্র। গড় ছিল ২.৩১।
আরও পড়ুন: NAGA Vs BENG, Ranji Trophy: আগুনে প্রদীপ্ত, খারাপ আলোর জন্য ব্যাঘাত, তবু প্রথম দিন নাগাদের ৯ উইকেট ফেলল বাংলা
১৯) অনুকূল রায়: সার্ভিসেবের বিরুদ্ধে প্রথমদিনে ঝাড়খণ্ডের হয়ে সর্বাধিক উইকেট নেন। ২২ ওভার হাত ঘুরিয়ে ৬০ রানে তিন উইকেট নেন কেকেআরের অল-রাউন্ডার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।