WhatsApp-এ নম্বর সেভ না করেই মেসেজ করুন! জানুন সহজ উপায় Updated: 22 Dec 2022, 01:04 PM IST Soumick Majumdar অনেক সময়ে কোনও নতুন নম্বরে মেসেজ করার প্রয়োজন হয়। এদিকে সেই নম্বরের পরে আর দরকার পড়বে না। তাই সেভ করেও লাভ নেই। এমন ক্ষেত্রে, নম্বর সেভ না করেই হোয়াটসঅ্যাপে আপনি প্রথম মেসেজটি করতে পারবেন। কীভাবে?