আচমকাই ডাউন হোয়াটস অ্যাপ। ব্যক্তিগত মেসেজ গেলেও যাচ্ছে না গ্রুপের মেসেজ। মেসেজ করলেই দেখাচ্ছে লাল চিহ্ন। শনিবারের সন্ধ্যায় একী কাণ্ড। ব্যাপক বিভ্রান্তি ছড়িয়েছে। এনিয়ে অনেকেই সমস্যায় পড়ে যান। মেসেজ করতে গিয়ে বিরাট সমস্যা গ্রুপে। চিন্তায় পড়লেন অনেকেই। অনেকেই ল্যাপটপে হোয়াটস অ্যাপ করেন। অনেকে আবার মোবাইলে। তবে বহু ক্ষেত্রে শনিবার সন্ধ্য়ায় দেখা যায় মূলত গ্রুপে মেসেজ করলে সেটা কিছুতেই যাচ্ছে না। তবে কেউ যদি কাউকে ব্যক্তিগত নম্বরে মেসেজ করেন তবে সেটা যাচ্ছে। মূলত সমস্যা হয় গ্রুপগুলিতে মেসেজ করার ক্ষেত্রে। তবে কেন এই ধরনের মেসেজ করার পরে সেখানে লালের উপর সাদা রঙের বিষ্ময়বোধক চিহ্ন দেখানো হয়।হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে বহু হোয়াটস অ্যাপ ব্যবহারকারী অভিযোগ করেন যে তাঁরা স্ট্যাটাস আপডেট করতে পারছেন না। অনেকে আবার হোয়াটস অ্যাপেই লগ ইন করতে পারেননি। এদিকে ওই প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, গত ২৮শে ফেব্রুয়ারি সমস্যা দেখা গিয়েছিল হোয়াটস অ্যাপে। ডাউন ডিটেক্টরের মতে, সেই সময় বিশ্ব থেকে প্রায় ৫ হাজার রিপোর্ট করা হয়েছিল। সেই সময় অনেকে অভিযোগ করেছিলেন যে মেসেজ ডেলিভারি হচ্ছে না। প্রসঙ্গত ৫৩০ মিলিয়ন ভারতীয় হোয়াটস অ্য়াপ ব্যবহার করেন। গোটা বিশ্বজুড়ে ৩ বিলিয়ন মানুষ হোয়াটস অ্যাপ ব্যবহার করে থাকেন। বহু মানুষ হোয়াটস অ্যাপ নির্ভর। সমস্যায় পড়েন অনেকেই।