Updated: 07 Sep 2021, 08:21 AM IST
HT Bangla Correspondent
দেশের পাঁচটি জ্যোতির্লিঙ্গের পাশাপাশি দেশের নানা তীর্থক্ষেত্র ছুঁয়ে যাবে এই ভারত দর্শন ট্রেন। সোমবার দুর্গাপুর স্টেশনের ১ নম্বর প্লাটফর্ম থেকে এই ভারত দর্শন ট্রেনের সূচনা করা হয়েছে। দুর্গাপুর থেকে শুরু করে ফিরে আসা পর্যন্ত মোট ১৩দিন সময় লাগবে। এই পুরো প্যাকেজের জন্য মাথাপিছু ১৩ হাজার টাকা করে দিতে হবে। কোভিড বিধি মেনে ট্রেনে মোট ৬০০টি আসন রয়েছে। দ্বারকা, উজ্জ্বয়নী সহ যেখানে যেখানে জ্যোর্তিলিঙ্গ রয়েছে সেই জায়গাকে ছুঁয়ে যাবে এই ট্রেন। চিকিৎসক সহ মেডিকেল টিমও রয়েছে এই ট্রেনে। একটি আইসোলেশন কোচও রয়েছে ট্রেনের সঙ্গে। কেউ অসুস্থ হলে বা জ্বর এলে তাঁকে ওই কোচে স্থানান্তরিত করা হবে।