Video: শ্রী রামকৃষ্ণদেবের জন্মমহোৎসবে বেলুড়ে ভক্তের ঢল
Updated: 09 Mar 2025, 05:49 PM IST Laxmishree Banerjee শ্রী শ্র▨ী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০ তম জন্মমহোৎসব, মহা ধুমধাম করে পালিত হচ্ছে বেলুড়ে। বসেছে মেলা। চলছে বেচাকেনা। স🐠কাল থেকেই সেজে উঠেছে ভিড় দর্শনার্থীদের। রামকৃষ্ণদেবের মন্দিরের ডানদিকে, গঙ্গার ধারে সেজেছে অস্থায়ী মঞ্চ। সকাল থেকেই চলছে বেদ পাঠ, স্তব গান, ভজন, রামকৃষ্ণ পুঁথি পাঠ ও ব্যাখ্যা, পদাবলী কীর্তন, ভক্তিগীতি, বাউল গান কবিগান, লোকগীতি ইত্যাদি।