ঠিক যেন সিনেমার মতো। স্ত্রীকে খুন করতে গুলি চালিয়েছিল স্বামী। কিন্তু, সেই গুলি গিয়ে লাগল মহিলার গলায় থাকা চেনে। আর তাতেই প্রাণ বাঁচল মহিলার। ঘটনাটি ঘটেছে হুগলির ব্যান্ডেলের মানসপুর এলাকায়। আহত অবস্থায় মহিলাকে ভর্তি করা হয়েছে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে। সেখানে তার চিকিৎসা চলছে। আক্রান্ত মহিলার নাম কলা মালি। এই ঘটনায় অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।
আরও পড়ুন: বিছানায় পাশে শুতে না দেওয়ায় স্ত্রীকে খুন! স্বামী পুলিশের কাছে এসে কী জানাল?
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যান্ডেলের মানসপুরে স্বামী কিষাণ মালির সঙ্গে ভাড়া বাড়িতে থাকেন মহিলা। কিষাণ পেশায় অটো চালক। মঙ্গলবার সন্ধা সাতটা নাগাদ বাড়িতে স্ত্রী কলা মালিকে গুলি করে পালিয়ে যায় কিষাণ। পরে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। আক্রান্ত মহিলা জানান, গত ৪ বছর ধরে তাঁরা মানসপুরের ওই বাড়িতে ভাড়া থাকেন। তবে সমস্যা হল স্বামী প্রতিদিনই মদ্যপান করে বাড়ি ফিরত। তা নিয়ে তাদের মধ্যে রোজই ঝামেলা হতো। এদিনও তাই নিয়ে ঝামেলা চলার সময় আচমকা বন্দুক বের করে তার স্বামী তার ওপর গুলি চালায়।
মহিলা বলেন, ‘স্বামী প্রতিদিন মদ খেয়ে বাড়ি আসে। তা নিয়ে প্রতিদিনই আমাদের মধ্যে ঝগড়া হয়। এদিনও মদ খেয়ে বাড়ি ফেরায় স্বামীকে বকাবকি করেছিলাম। ও আমাকে প্রতিদিনই বলত মেরে দেবে। তুই আমার হাতে মরবি। আমার ৮ বছরের ছেলে মোবাইলে গেম খেলছিল। স্বামীর সঙ্গে কথা কাটাকাটি হতেই আচমকা বন্দুক বের করে গুলি করে। তারপর বলে এবার তুই যা, তোর কাজ শেষ।’ ঘটনার পরেই পালিয়ে যায় মহিলার স্বামী।
বেঁচে যাওয়া প্রসঙ্গে মহিলা বলেন, ‘আমি সিটি গোল্ডের একটা চেন পরেছিলাম। সেই চেইনে গুলি লেগে ছিটকে বেরিয়ে যায়। তার ফলে আমি বেঁচে গিয়েছি। ডাক্তাররা বলেছেন তোমার ভাগ্য ভালো। চেনে গুলি লেগে পাশ দিয়ে বেরিয়ে গিয়েছে, ভিতরে ঢোকেনি।’ মহিলা জানান, তার স্বামী কোথায় থেকে বন্দুক নিয়ে এসেছিল বা আগে থেকে ছিল কিনা তা জানতেন না। বর্তমানে ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মহিলা।
এবিষয়ে চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। কোথা থেকে অভিযুক্ত আগ্নেয়াস্ত্র পেল তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলা মালির প্রথম পক্ষের স্বামী খড়গপুরে থাকেন। আগের পক্ষের একটি মেয়ে আছে তার। কিষাণ মালির সঙ্গে তার বছর আটেক বিয়ে হয়েছে। এরপর তিনি ব্যান্ডেলে চলে আসেন।