এবারের বাজেটে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ক্ষেত্রের জন্যে একাধিক ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই আবহে পশ্চিমবঙ্গের ৪ কোটি মানুষ উপকৃত হবেন বলে দাবি করা হল রিপোর্টে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে প্রায় ১ কোটি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ রয়েছে। এই আবহে রাজ্য সরকারের অধীনে MSME ডিরেক্টোরেট ২৩৮টি 'ক্লাস্টার' চিহ্নিত করেছে। রাজ্যের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ বা ৩৩ শতাংশ মানুষ পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে ক্ষুদ্র বা মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত আছেন। এই আবহে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে দাবি করা হল, এবারে বাজেটের MSME নিয়ে ঘোষণার ফলে বাংলার ৪ কোটি মানুষ উপকৃত হবেন। (আরও পড়ুন: ১, ২ কোটি নয়, নির্বাচনের আগে ৩৮ কোটি নগদ টাকা বাজেয়াপ্ত দিল্লিতে)
আরও পড়ুন: ইউনুসেরই বিরুদ্ধে এবার পথে 'জুলাই বিপ্লবে'র আন্দোলনকারীরা, কী হচ্ছে বাংলাদেশে?
এই বিষয়ে ফেডারেশন অফ অ্যাসোসিয়েশনস অফ কটেজ অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রির সভাপতি এইচকে গুহ বলেন, 'MSME ক্ষেত্রে বিনিয়োগ আড়াই গুণ বাড়বে। এর ফলে টার্নওভার বাড়বে প্রায় দ্বিগুণ। MSME-কে আরও শক্তিশালী করতে এবং আন্তর্জাতিক ভাবে তাদের আরও প্রতিযোগিতামূলক করে তুলতে যে আশ্বাস দেওয়া হয়েছিল, তা এই বাজেটে কাজে করে দেখিয়েছে সরকার।' (আরও পড়ুন: তৃণমূলের একাংশ চাইছেন সাবিত্রী মিত্রকে সরাতে? বিস্ফোরক ইঙ্গিত মানিকচকের বিধায়কের)
উল্লেখ্য, বাজেট পেশের সময় অর্থমন্ত্রী জানান, MSME সংস্থাগুলির ঋণ নেওয়া আরও সহজ হবে। ক্ষুদ্র উদ্যোগের জন্য কাস্টমাইজড ক্রেডিট কার্ড চালু করা হবে। MSME সংস্থাগুলির জন্য ক্রেডিট গ্যারান্টি কভার উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে। এদিকে নতুন উদ্যোগগুলির জন্যে নতুন ‘স্টার্টআপ তহবিলে’ আরও টাকা ঢালা হবে। এই তহবিলে আগেই সরকার ১০ হাজার কোটি দিয়েছিল। এতে আরও ১০ হাজার কোটি যোগ করা হবে। ৫ লক্ষ মহিলা, তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিদের মধ্যে যাঁরা প্রথমবারের মতো উদ্যোক্তা হয়েছে, তাঁদের জন্য নতুন প্রকল্প চালু করা হবে।