সম্প্রতি মিরাট মহোৎসবে যোগ দিয়েছিলেন হেমা মালিনী। সেখানেই তিনি গঙ্গা দূষণ সহ অন্যান্য নদী দূষণ তো বটেই, পরিবেশ দূষণ নিয়ে বার্তা দেন। নদী, পরিবেশকে বাঁচানোর কথা বলেন, তবে নাচের মাধ্যমে। কী পারফর্ম করলেন এদিন তিনি?
আরও পড়ুন: সেটে মারাত্মক 'কড়া' সৃজিত! 'তোপসে' কল্পন বললেন, 'শুরুর দিকে খুব বকা খেয়েছি, তারপর...'
মিরাট মহোৎসবে হেমা মালিনী
মথুরা লোকসভার বিজেপি সাংসদ তথা অভিনেত্রী হেমা মালিনী সম্প্রতি যোগ দিয়েছিলেন মিরাট মহোৎসবে। সেখানে তিনি পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য গঙ্গা ব্যালে পারফর্ম করেন। তারপরই মুখোমুখি হন সংবাদমাধ্যমের। সেখানে তিনি কেবল পরিবেশ নিয়ে কথা বলেননি। কথা বলেছেন ইন্ডিয়া জোট নিয়েও। তাঁর মতে ইন্ডিয়া জোট নাকি সংসদের কাজে ব্যাঘাত ঘটাচ্ছে।
এদিন মিরাট মহোৎসবে পারফর্ম করে হেমা মালিনী বলেন, 'এটা একটা বিপ্লবী শহর। এখানকার নাগরিকদের উচিত শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। রাজনীতিতে সক্রিয় ভাবে যোগ দেওয়া উচিত তাঁদের।' এদিন তিনি একই সঙ্গে বলেন, 'যদিও আমার সেই অর্থে মিরাটের সঙ্গে কোনও সোজাসুজি যোগাযোগ নেই, কিন্তু এই শহরের ইতিহাস, বিপ্লব আমায় এই শহরকে চিনিয়েছে। আমি এখানে গঙ্গা ব্যালে পারফর্ম করলাম আরও পরিষ্কার, উন্নত পরিবেশ বজায় রাখার বার্তা দিয়ে। সঙ্গে নদীগুলো পুনরুজ্জীবিত এবং পরিষ্কার রাখার জন্যও।'
এই বিষয়ে জানানো ভালো হেমা মালিনী এদিন তবে নাচের মাধ্যমে নদীর জলকে নোংরা করা থেকে আটকানোর বিষয়ে বার্তা দেন। বোঝান এই দূষিত জল খেলে আমাদের সন্তানরাই অসুস্থ হয়ে পড়বে। কেবল নদী নয়, তিনি বেশি করে গাছ লাগানোর কথাও বলেন এদিন। বলিউডের এই ৭৬ বছর বয়সী হেমা মালিনী সাদা পোশাকে মঞ্চে ধরা দেন। রূপালি মুকুট, গয়নায় সেজেছিলেন।
আরও পড়ুন: দেবের ছবির ভুলচুক চোখে আঙুল দিয়ে দেখালেন সৃজিত! তবুও কেন বললেন, 'খাদান ভীষণ জরুরি ছবি...'?
আরও পড়ুন: 'প্রতি শোয়ের পর কাঁদতাম', ২০০৩ ক্রিকেট বিশ্বকাপ প্রসঙ্গে কেন এমন বললেন মন্দিরা?
মিরাট মহোৎসব পাঁচদিন ধরে চলছে। এটি সেই শহরের ভমশাহ পার্কে অনুষ্ঠিত হচ্ছে। জানা গিয়েছে রোজ প্রায় ১ লাখ করে মানুষ আসছেন সেখানে। পুতুল নাচ, কথক, ইত্যাদি নিয়ে নানা সেমিনার হয়েছে।