কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ তে সম্প্রতি বিশেষ অতিথি তথা প্রতিযোগী হিসেবে এসেছিলেন দুই প্রথিতযশা গায়ক শঙ্কর মহাদেবন এবং গুরুদাস মান। এদিন তাঁরা বিগ বির সঙ্গে গল্পে গল্পে তুললেন শ্বেতা বচ্চন এবং অভিষেক বচ্চনের বিয়ের প্রসঙ্গ। ভাই বোন দুজনের বিয়েতেই উক্ত দুই শিল্পীর গান গাওয়ার অভিজ্ঞতা জানিয়ে কী বললেন?
আরও পড়ুন: ভোজপুরির সঙ্গে বাঙালি পঞ্জাবি গানে মত্ত! ক্ষুব্ধ রানা সরকার লিখলেন, 'বাংলা গানের কি অভাব?'
কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ তে কী ঘটেছে?
এদিন অমিতাভ বচ্চন নিজেই মনে করেন তাঁর মেয়ে শ্বেতা বচ্চনের বিয়েতে গুরুদাস মানের গান গাওয়ার কথা। কেবল গুরুদাস মান নন, শঙ্কর মহাদেবনেরও বচ্চন পরিবারের বিয়েতে গান গাওয়ার অভিজ্ঞতা আছে। তিনি পারফর্ম করেছিলেন অভিষেক বচ্চনের বিয়েতে। আর এদিন সেসব কথাই আড্ডার ছলে উঠে এল কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ এর মঞ্চে।
অমিতাভ বচ্চন এদিন তাঁর পঞ্জাবি গানের প্রতি ভালো লাগার কথা জাহির করে বলেন, ' আমি আমার মেয়ে শ্বেতার সঙ্গে কথা বলছিলাম কারণ আমাদের বাড়ির বাচ্চারা সবাই খুব পঞ্জাবি গান শোনে। আমাদের বাড়িতে এটার চল আছে। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে কী করে এই গানগুলো এত জনপ্রিয় হল বা গায়করা কোথা থেকে আসেন? আজকাল তো কত নতুন নতুন শিল্পী আসছেন। তখন ও আমায় যেটা বলল সেটা সত্যি না মিথ্যে বলবেন আপনি। ও আমায় বলল যে অনেক অল্প বয়সে বাচ্চারা গুরুদ্বারে যায়, বাণী শোনে, আর সেখান থেকেই শেখে। ওটাই সঙ্গীতের প্রথম পাঠ ওদের। এটা ঠিক?'
জবাবে গুরুদাস মান বলেন, 'হ্যাঁ স্যার একদমই। আমার আজ খুব ভালো লাগছে। আমার মনে পড়ে যাচ্ছে শ্বেতার বিয়েতে দিল্লিতে আমি আমার দল নিয়ে পারফর্ম করেছিলাম আপনি ওখানে সামনে দাঁড়িয়ে ছিলেন। উনি আশীর্বাদ হিসেবে আমায় ৫০০ টাকা দিয়েছিলেন। আমি আজও সেই টাকাটা আশীর্বাদ হিসেবে রেখে দিয়েছি।'
এটা শুনে শঙ্কর মহাদেবনও স্মৃতিচারণ করেন। বলেন, 'তুমি শ্বেতা জির বিয়েতে গেয়েছিলে আর আমি অভিষেক জির বিয়েতে।'
আরও পড়ুন: রুক্মিণীকে পাশে নিয়েই বিয়ের জন্য মেয়ে খুঁজছেন দেব! পাত্রীর কী কী গুণ থাকা চাই?
আগামী মঙ্গলবার ৩১ ডিসেম্বর বর্ষ শেষের দিন এই বিশেষ পর্ব সম্প্রচারিত হবে। সোনি চ্যানেলে রাত ৮ টা নাগাদ দেখা যাবে এই শো।