দেব-ভক্তদের জ্বালায় রীতিমতো অতিষ্ঠ শিবপ্রসাদ মুখোপাধ্যায়। যা নিয়ে সোচ্চার হয়ে কুরুচিকর আক্রমণের মুখে পড়েছেনপরিচালক-পত্নী জিনিয়াও। ছবি মুক্তি নিয়ে 'বহুরূপী' পরিচালককে গালিগালাজ, ভয় দেখানো তো চলছেই, সঙ্গে আবার তাঁর স্ত্রী তথা স্বনামধন্যা চিত্রনাট্যকারের ছবি AI-এর সাহায্যে বিকৃত করে ছড়িয়ে দেওয়া হচ্ছে চারদিকে। যার ফলে বুধবারই গোপনীয়তা ভঙ্গের অভিযোগে রবীন্দ্র সরোবর থানায় এফআইআর দায়ের করলেন শিবপ্রসাদ-জিনিয়া। এদিকে, জিনিয়ার উপর হওয়া এহেন আক্রমণে মুখ খুলেছেন ঋতাভরী চক্রবর্তী, রাণা সরকার, রুদ্রনীল ঘোষের মতো তারকারা। তবে দেব ও তাঁর টিমের পক্ষ থেকে এই বিষয়ে একটা কথাও খরচ করা হয়নি।
শিবপ্রসাদ এবং জ়িনিয়া মঙ্গলবার রাতে রাজ্য পুলিশের গোয়েন্দা দফতর ভবানী ভবনে ঊর্ধ্বতন পুলিশকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। কী সেই কারণ, তা সামনে আসার আগেই, বুধবার সকাল থেকে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স দ্বারা তৈরি ছবিটি ছড়াতে শুরু করে সোশ্যাল মিডিয়াতে। ফলে বুধবার স্ত্রী নিয়ে স্থানীয় থানায় ফের শিবপ্রসাদ।
আরও পড়ুন: ভাইরাল সেতারবাদকের সঙ্গে প্রেম সানিয়া মলহোত্রার? কে এই সুপুরুষ ঋষভ রিখিরাম শর্মা
জানা গিয়েছে যে, বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ জিনিয়াকে ট্যাগ করে তাঁর সেই বিকৃত, অর্ধনগ্ন ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ছবি মুছে অভিযুক্তকে ব্লক করে দেন তিনি। তবে বিষয়টি সেখানেই থেমে থাকেনি, আরও জটিল হয়, যখন দেব-ভক্তদের কমেন্টে কমেন্টে সেটা ঘুরতে থাকে।
আরও পড়ুন: ভারত-বিরোধী ছবিই অস্কারে যায়! 'দেশের দারিদ্রতা-দুর্দশা না দেখালে…', বিস্ফোরক কঙ্গনা
এই নিয়ে প্রতিদিনকে জিনিয়া জানান, ‘এরকম পরিস্থিতি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে আগে হয়নি। এরকম ফ্যান ক্লাবের উৎপাতও আগে দেখা যায়নি। কুরুচিপূর্ণ কথাবার্তা, হুমকি দেওয়া... এসবের বড় রকমের শাস্তি হওয়া উচিত। পুলিশের উপরআস্থা রয়েছে। যে বা যারা এসব করছে, পুলিশ তাদের খুঁজে বের করে কঠোর পদক্ষেপ করবে, সেই আস্থা আমাদের রয়েছে।’
আরও পড়ুন: এই বছরেই ছাদনাতলায় ঋতাভরী, শাহরুখ ঘনিষ্ঠ প্রেমিকের সঙ্গে সারবেন ডেস্টিনেশন বিয়ে