সম্প্রতি কলকাতায় সুটকেস থেকে মিলেছিল এক মহিলার মৃতদেহ। এবার সেই একই ঘটনা ঘটল হরিয়ানায়। শনিবার রোহতক-দিল্লি হাইওয়ের সাম্পলা বাসস্ট্যান্ডের কাছে একটি সুটকেসে ২২ বছরের এক মহিলার দেহ উদ্ধার হয়। জানা যায়, মৃত মহিলা সোনিপতের কাঠুরা গ্রামের বাসিন্দা। নাম হিমানী নারওয়াল। কংগ্রেস কর্মী ছিলেন। তিনি হরিয়ানায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়েছিলেন এবং রোহতকের সাংসদ দীপেন্দর হুডার সঙ্গেও নানা অনুষ্ঠানে তাঁকে দেখা গিয়েছে সাম্প্রতিককালে। কংগ্রেসের বিভিন্ন সমাবেশ এবং সামাজিক অনুষ্ঠানে হরিয়ানভি লোকশিল্পীদের সঙ্গে পারফর্ম করতেও দেখা যেত হিমানীকে। (আরও পড়ুন: '...হিন্দু মেয়েদের প্রতি অনেক মুসলমান ছেলের অস্বাভাবিক আকর্ষণের কারণ বোঝা যাবে')
আরও পড়ুন: 'গাড়ি চাপা' দেওয়ার কথা অস্বীকার TMC-র, জখম ইন্দ্রানুজ নিজে দিলেন ঘটনার বিবরণ
রিপোর্ট অনুযায়ী, সাম্পলা বাসস্ট্যান্ড থেকে মাত্র ২০০ মিটার দূরে পরিত্যক্ত স্যুটকেসটি লক্ষ্য করেন বেশ কয়েকজন যাত্রী। তখন বিষয়টি জানানো হয় পুলিশকে। রোহতক পুলিশের মুখপাত্র সানি লৌরা বলেন, সুটকেস খোলার পর কর্মকর্তারা হিমানী নারওয়ালের দেহটি দেখতে পান। তাঁর গলায় আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল। যা থেকে বোঝা যায় যে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সাম্পলা থানার এসএইচও বিজেন্দর সিং নিশ্চিত করেছেন যে প্রমাণ সংগ্রহের জন্য ঘটনাস্থলে ফরেনসিক দলকে ডাকা হয়েছিল। তিনি বলেন, 'আমাদের ধারণা, তাঁর লাশ স্যুটকেসে ভরে এখানে ফেলে দেওয়ার আগে তাঁকে অন্যত্র হত্যা করা হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা হচ্ছে, কখন স্যুটকেসটি ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছিল।' (আরও পড়ুন: পাচাকারীকে গুলি করে অপারেশন করায় BSF, 'ভুল' মেনে নেওয়া বাংলাদেশকে ফেরানো হল দেহ)
আরও পড়ুন: এই প্রথম কৃষ্ণনগর ও বহরমপুরের সঙ্গে সরাসরি রেলপথে জুড়ছে উত্তরবঙ্গ
এদিকে হিমানী নারওয়ালের হত্যাকাণ্ডে শোক ও ক্ষোভ প্রকাশ করে পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতারা। কংগ্রেস বিধায়ক ভারত ভূষণ বাত্রা রোহতকের পুলিশ সুপারকে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের আহ্বান জানিয়েছেন। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডাও এই ঘটনার নিন্দা করে বলেছেন, এই ঘটনা রাজ্যের আইনশৃঙ্খলার কলঙ্ক। উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে অপরাধীদের কঠোরভাবে মোকাবিলা করতে হবে। মহিলাদের জন্য সবচেয়ে অনিরাপদ রাজ্যগুলির মধ্যে একটি হল হরিয়ানা। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) এবং কেন্দ্রীয় সরকারের সামাজিক অগ্রগতি সূচকেও তার প্রতিফলন ঘটে। তিনি আরও দাবি করেছেন যে হরিয়ানায় প্রতিদিন তিন থেকে চারটি খুন, একাধিক ধর্ষণ, অপহরণ এবং ১০০ টিরও বেশি চুরির ঘটনা ঘটে। (আরও পড়ুন: 'জয় বাংলা' বাতিল করা নাহিদদের দলের স্লোগান 'ধার' করা হল ভারত থেকেই!)
আরও পডুন: 'মুসলিম হয়েও কৃষ্ণকে…', সুফি ঐতিহ্যের প্রশংসায় মোদী, জানালেন রমজানের শুভেচ্ছা
এদিকে সাম্পলার এসএইচও বিজেন্দর কুমার জানিয়েছেন, সাম্পলা থানায় পোস্ট করা সাব-ইন্সপেক্টর নরেন্দ্র কুমারের অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) এবং ২৩৮(এ) ধারায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে নরেন্দ্র জানিয়েছেন, তিনি ও তাঁর সহকর্মীরা সাম্পলার রোহতক-দিল্লি হাইওয়ে থেকে প্রায় ৮০ মিটার দূরে একটি সুটকেস দেখতে পান। নিজের বয়ানে নগেন্দ্র বলেন, 'আমি যখন স্যুটকেসটি খুলি, তখন আমি একজন মহিলার দেহ দেখতে পাই। তাঁর গলায় আঘাতের চিহ্ন দেখতে পাই। তারপরে আমরা আমাদের এসএইচও এবং ফরেনসিক বিশেষজ্ঞদের অবহিত করি। মৃতদেহ ময়নাতদন্ত ও শনাক্তকরণের জন্য পিজিআইএমএসে নিয়ে যাওয়া হয়েছে।'