বাংলা নিউজ > বাংলার মুখ > Chaos in Balurghat at BJP rally :দক্ষিণ দিনাজপুরে উত্তেজনা বিজেপির মিছিল ঘিরে! পুলিশের লাঠিচার্জ, আহত দুই পক্ষের বহু
শনিবার একাধিক দাবি দাওয়া নিয়ে দক্ষিণ দিনাজপুররে বালু🅘রঘাটে অভিযানে নামে বিজেপি। সুকান্ত মজুমদারের নেতৃত্বে চলেছে এই অভিযান। বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মঙ্গলপুর থেকে মিছিল করে পার্টির কর্মীরা এসডিও অফিসের সামনে বিজেপি কর্মীরা এগোতে থাকেন। তখনই বিজেপি কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বলে অভিযোগ। পাল্টা পুলিশি লাঠিচার্জ শুরু হয়✤ বলে খবর। এর জেরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আহত হয়েছেন দুই পক্ষের অনেকে।
জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুরে বিজেপির জেলা সম্পাদক বাপি সরকার জখম হয়েছেন। তাঁর মাথায় চোট লেগেছে বলে খবর। তিনি ছাড়াও বিজেপির তরফে বেশ কয়েকজন আহত হয়ে🥃ছে বলে জানা যাচ্ছে। এদিকে, পুলিশের তরফে মোট ৩ জন আহত হয়েছেন। বালুরঘাট থানার আইসি-সহ একাধিক জনের আহত হওয়ার খবর উঠে এসেছে।
(বিস্তারিত আসছে।)
বাংলার মুখ খবর