২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য বিসিসিআই ভারতীয় দলের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড দলটির জন্য ৫৮ কোটি টাকা পুরস্কার মূল্য ঘোষণা করেছে তারা। এখন জেনে নিন, রোহিত-বিরাটের মতো অভিজ্ঞরা কত টাকা পাবেন এবং প্রধান কোচ গৌতম গম্ভীর কত টাকা পেতে চলেছেন? একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, শুধু বিসিসিআই-এর পুরস্কারই নয়, আইসিসি-র থেকে পাওয়া ২০ কোটি টাকাও দেওয়া হবে. তবে সেটা ꦅশুধুমাত্র খেলোয়াড়দের মধ্যে ভাগ করে দেওয়া হবে।
কী ভাবে ৫৮ কোটি টাকা বিতরণ করা হবে?
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, এই ৫৮ কোটি টাকার মধ্যে ১৫ সদস্যের দলের প্রত্যেক খেলোয়াড় পাবেন ৩ কোটি টাকা করে। এছাড়াও, বিসিসিআই এও সিদ্ধান্ত নিয়েছে যে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য প্রাপ্ত পুরস্কারের অর্থ (২.২৪ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ২০ কোটি টাকা) শুধুমাত্র টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের মধ্যে বিতরণ করা হবে। অর্থাৎ প্রধান কোচ এ♏বং সাপোর্ট স্টাফদের এই টাকায় কোনও অংশ থাকবে না।
আরও পড়ুন: নেতৃত্বে বদ𓆏ল, গৌতির অনুপস্থিতি, অনভিজ্ঞ পেস-অ্যাটাক- KKR-এর চিন্তার কারণ, দলের প্লাস-পয়েন্ট কী?
সাপোর্ট স্টাফরা কে কত টাকা পাবেন?
ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরও খেলোয়াড়দের মতো ৩ কোটি টাকা পাবেন, এবং সাপোর্ট স্টা🤪ফের প্রতিটি সদস্যকে ৫০ লাখ টাকা করে দেওয়া হবে। ভারতের প্রধান নির্ব🐼াচক অজিত আগরকর পাবেন ৩০ লাখ টাকা, এবং নির্বাচক কমিটির অন্য চার সদস্যকে ২৫ লাখ টাকা করে দেওয়া হবে। বিসিসিআই-এর স্টাফ সদস্যরা, যাঁরা টিম ইন্ডিয়ার সঙ্গে দুবাইতে ছিলেন, তাঁরাও ২৫ লাখ টাকা করে পাবেন।
আরও পড়ুন: সলিড ব্যাটিং, স্পিনের কেমিস্ট্রি, ধোনির উপস্থিতি CSK-এর শক্তি হলে, দলের দ꧅ুর্বলতাগুলোও বড় প্রকট
বিসিসিআই একটি বিবৃতিতে বলেছে, ‘ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ তাদের দুর্দান্ত জয়ের জন্য টিম🥃 ইন্ডিয়াকে ৫৮ কোটি টাকা নগদ পুরস্কার ঘোষণা করতে পেরে আনন্দিত। খেলোয়াড়, কোচিং ও সাপোর্ট স্টাফ এবং পুরুষ দল নির্বাচন কমিটির সদস্যদের অবদানের জন্য এই আর্থিক সম্মাননা দেওয়া হচ্ছে।’
টি২০ বিশ্বকাপের পরে ১২৫ কোটি টাকা দিয়েছিল বিসিসিআই
এই প্রথম বার কোনও আইসিসি ট্রফি জেতায় এরকম নগদ পুরস্কার পাচ্ছেন না রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ১১ বছরের আইসিসি ট্রফি জয়ের খরা কাটিয়ে ২০২৪ সালের ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতায় ভারতীয় দলকেও পুরস্কৃত করেছিল বিসিসিআই। তখন তো নগদের অঙ্কটা আরও বেশি ছিল। টিম ইন্ডিয়াকে ১২৫ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। ▨এবার তার প্রায় অর্ধেক পুরস্কার দেওয়া হচ্ছে ভারতীয় দলকে।