আইপিএল ২০২৫-এর ১৯ত𝔉ম ম্য়াচে ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। তবে ম্য়াচ শুরুর আগে ইডেন গার্ডেন্সের চার নম্বর পিচে গ্রাউন্ড স্টাফরা জ♑ল ছেটালেন এর সঙ্গে পিচে হালকা রোলার ব্যবহার করা হল।
আইপিএল ২০২৫-এ কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বনাম লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) ম্যাচের দিনও ইডেনের পিচ নিয়ে আলোচনা চলছে। মঙ্গলবারের ম্যাচের জন্য ব্যবহৃত পিচ ব্যবহার করা হবে না। সা🍸নরাইজার্স🍃 হায়দরাবাদের বিরুদ্ধে খেলা একই স্ট্রিপ ফের ব্যবহারের জন্য কেকেআর ফ্র্যাঞ্চাইজির অনুরোধ ইডেন গার্ডেন্সের চিফ কিউরেটর সুজন মুখোপাধ্যায় ফিরিয়ে দিয়েছেন।
জানা গিয়েছে, এলএসজি ম্যাচে ব্যবহার করা হবে চার নম্বর পিচ, যা প্রকৃꦺতিতে অনেকটা সেই পিচের মতোই হবে, যেখানে হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআর ৮০ রানে বড় জয় পেয়েছিল। সোমবার উভয় দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা উইকেটটি পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন ℱকরেন। এলএসজির হয়ে পরিদর্শনে ছিলেন মেন্টর জাহির খান ও বাংলার বাঁ-হাতি স্পিনার শাহবাজ আহমেদ। তিনি বলেন, ‘দেখে মনে হচ্ছে বল থেমে আসবে। রান উঠতে পারে। স্পিনারদের জন্য সহায়ক হতে পারে।’
আরও পড়ুন … IPL 2025 MI vs RCB: রোহিত শর্মা 𒀰বোল্ড হতেই স্ত্রী রীতিকার হৃদཧয়ভাঙা প্রতিক্রিয়া! ভাইরাল সেই মুহূর্ত
কেকেআরের ম্যানেজার ওয়েইন বেন্টলি পিচ কিউরেটরের সঙ্গে দীর্ঘ🌱ক্ষণ কথাবার্তা বলেন। কিছুক্ষণ পর দেখা যায়, একজন গ্রাউন্ড স্টাফ পিচে জল ছেটাচ্ছেন এবং তারপরে একটি কাপড় মোড়ানো হালকা রোলার ব্যౠবহার করা হচ্ছে।
কিউরেটর সুজন মুখোপাধ্যায় এরপর কেকেআরের হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে কথা বলেন। পরে তাদের সঙ্গে যোগ দেন স্পিন বোলিং কোচ কার্ল ক্রোও। কিছুক্ষণ🔯 পর ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় এবং কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর পিচ পরিদর্শনে আসেন। প্রায় ১৫ মিনিট ধরে চলা আলোচনায় কিউরেটরকেও ডাকা হয়।
আরও পড়ুন … IPL 2025: 🅘ও খুব অভিজ্ঞ খেলোয়াড়… রোহিতের খারাপ ফর্ম নিয়ে অবশেষে মুখ খুললেন MI কোচ মাহেলা জয়বর্ধনে
পরবর্তীতে জানা গেছে, যেহেতু ম্যাচটি দুপুরে, তাই ফাটল দেখা দিতে পারে এবং൩ সেক্ষেত্রে বল ঘোরার সম্ভাবনা তৈরি হবে। কিউরেটর ঝুঁকি নিতে চাননি এব﷽ং তাই পিচে সামান্য জল ছেটানোর নির্দেশ দেন তার গ্রাউন্ড স্টাফকে।
এলএসজি ম্যাচের পিচটি হায়দরাবাদ ম্যাচের মতোই একটু ধীর গতির হতে পারে। বল ঘুরবে, তবে খুব বেশি নয়। দ্বিতীয় ইনিংসে শিশির তেমন প্রভাব ফেলবে না বলেই মনে করা হচ্ছে, যদিও ম্যাচ শুরুর সময় তাপম♌াত্রা প্রায় ৩৩ ডিগ্রি থাকতে পারে, যা টসের সিদ্ধা🎃ন্তে প্রভাব ফেলতে পারে।
আরও পড়ুন … IPL 2☂025: শেষ ওভারে তিন উইকেট শিকার করার পিছনের আসল রহস্য কী? কী বললেন ক্রুণাল পান্ডিয়া?
উল্লেখ্য, উভয় দলই চারটি করে ম্যাচ খেলেছে এবং দুটি করে জয় পেয়েছে। ফলে তারা প্রত্যেকেই তাদের তৃতীয় জয়ের লক্ষ্যে ন🅺ামবে। দেখা যাক, তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর ঘরের মাঠে টানা দ্বিতীয় জয় পায় কি না।
অন্যদিকে, দু’দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে ও ঋষভ পন্ত কেউই সোমবারের ঐচ্ছিক অনুশীলনে অংশ নেননি। ঋষভ পন্ত ছিলেন সল্টলেক স্টღেডিয়ামে, যেখানে তিনি মোহনবাগান সুপার জায়ান্টস বনাম জামশেদপুর এফসির আইএসএল সেমিফাইনাল ম্যাচ দেখেন দলমালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে।