ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়ার পর, অবশেষে নীরবতা ভাঙলেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক। দল পেলেও আইপিএলের ঠিক আগে নাম তুলে নেওয়ায়, বিসিসিআই দু'বছর নির্বাসিত করেছে হ্যারি ব্রুককে। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল হ্যারি ব্রুকের।
আইপিএলের নতুন নিয়ম
আইপিএল ২০২৫ শুরুর আগে, গভর্নিং কাউন্সিল একটি নতুন নিয়ম চা🌠লু করেছিল, যেখানে বলা হয়েছিল, যে কোনও খেলোয়াড় নিলামে ওঠার পরে শেষ মুহূর্তে সরে গেলে তাঁকে দুই বছরের জন্য প্রতিযোগিতা থেকে নির্বাসিত করা হবে। নিয়মে স্পষ্ট বলা হয়েছে, ‘কোনও খেলোয়াড় যদি নিলামে নাম নথিভুক্ত করেন এবং নির্বাচিত হওয়ার পর মরশুম শুরুর আগে নিজেকে অনুপলব্ধ করেন, তাহলে তাঁকে দু' মরশুমের জন্য নিষিদ্ধ করা হবে।’
আরও পড়ুন: আল্ট্রাএজে স্পাইক, CSK অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তন 🐲ম্য♍াচেই ধোনির আউট নিয়ে শুরু বিতর্ক
আইপিএল থেকে সরে দাঁড়ানো নিয়ে কী বললেন ব্রুক?
সম্প্রতি জস বাটলারের স্থলাভিষিক্ত হয়ে ইংল্যান্ডের সাদা বলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন হ্যারি ব্রুক। হেডিংলিতে সাংবাদিকদের সঙ🐈্গে কথা বলার সময়ে ব্রুক দাবি করেন যে, তিনি ইংল্যান্ডের হয়ে নিজের ক্যারিไয়ারে ফোকাস করার জন্যই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন।
আইপিএল থেকে নিষিদ্ধ হওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে, ডানহাতি এই ব্যাটার বলেছেন, ‘তারা আমাকে কিছু বলেনি। তবেꦿ আমি যদি নির্বাসিত হই, তাহলে ফেয়ার প্লে। এটাই তারা নিয়ম করে দিয়েছে, কিন্তু আমি ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলতে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।’
সঙ্গে তিনি যোগ করেছেন, ‘তাই এদি𓆏ক-ওদিকে সামান্য কিছু টাকার যদি ক্ষতি হয়, হবে। তবে আমি যে কোনও সময়ে ইংল্যান্ডের হয়ে খেলতে রাজি আছি। আমি অদূর ভবিষ্যতে কোনও ফ্র্যাঞ্চাইজ🃏ি ক্রিকেট খেলব না এবং আমার কাছে অগ্রাধিকার হল ইংল্যান্ড টিম এবং জাতীয় দলের হয়ে যে কোনও খেলাই।’
আইপিএল থেকে সরে দাঁড়ানো সহজ ছিল না
ব্রুক আরও বলেছেন যে, আইপিএল থেকে সরে আসাটা সহজ ছিল না। তবে যে পরিমাণ আন্তর্জাতিক ক্রিকেট রয়েছে সামনে, সেটা বিবেচনা করে তাঁকে এই সিদ্ধান্ত নিতে হয়েছিল। আ🏅ইপিএলের পরেই ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। ব্রুক বলেন, ‘আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পর মনে হয়েছে, এটা আমার জন্য সঠিক সিদ্ধান্ত ছিল। অবশ্যই এটা সহজ সিদ্ধান্ত ছিল না, কিন্তু আমাকে আমার কাজের চাপ সামলানোর চেষ্টা ক💮রতে হবে।’
আরও পড়ুন: RR-এর বৈভব সূর্যবংশীর বন্ধু কি CSK-তে রুতুর বিকল্প হতে চলেছেনꦑ? শুরু বড় জল্প💛না
ব্রুক আরও যোগ করেছেন, ‘গত দেড় বছরে আমি অনেক ক্রিকেট খেলেছি এবং সামনে এর সংখ্যা আরও বেশি হবে। আমি নিশ্চিত নই যে, অদূর ভবিষ্যতে আমি কতটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলব, তবে আমার অগ্♚রাধিকার অবশ্যই ইংল্যান্ডের হয়ে 𒁃খেলা এবং ইংল্যান্ডের হয়ে যতটা সম্ভব ক্রিকেট খেলার চেষ্টা করা।’