♎ ছয় দলের পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরটি শুরু হবে ১১ এপ্রিল থেকে। এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড মুখোমুখি হবে দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের বিরুদ্ধে। ম্যাচটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। এবারের টুর্নামেন্টে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেগুলো রাওয়ালপিন্ডি, করাচি, মুলতান ও লাহোরে খেলা হবে। প্লে-অফের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডি (১৩ মে) ও লাহোরে (১৪ ও ১৬ মে)। এ ছাড়াও টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি ১৮ মে লাহোরে অনুষ্ঠিত হবে।
🍬পরিবর্তিত ও সংস্কার করা গাদ্দাফি স্টেডিয়াম, লাহোরে সবচেয়ে বেশি ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে দুটি প্লে-অফ ম্যাচ ও ফাইনালও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাওয়ালপিন্ডিতে ১১টি ম্যাচ আয়োজিত হবে, যার মধ্যে উদ্বোধনী ম্যাচ ও প্রথম কোয়ালিফায়ার অন্তর্ভুক্ত রয়েছে। করাচি ও মুলতানে ৫টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
এই আসরে মোট তিনটি ডাবল-হেডার (একই দিনে দুটি ম্যাচ) থাকবে:
🍎১২ এপ্রিল রাওয়ালপিন্ডিতে পেশোয়ার জালমি বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটরস এবং করাচিতে করাচি কিংস বনাম মুলতান সুলতানস ম্যাচটি অনুষ্ঠিত হবে।
𝄹১ মে মুলতানে সুলতানস বনাম কিংস এবং লাহোরে কালান্দার্স বনাম গ্ল্যাডিয়েটরসের ম্যাচ আয়োজিত হবে।
𝓡১০ মে মুলতানে সুলতানস বনাম গ্ল্যাডিয়েটরস এবং রাওয়ালপিন্ডিতে ইউনাইটেড বনাম কিংসের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
🐠পিএসএল-এর প্রধান নির্বাহী সলমন নাসির এক বিবৃতিতে বলেন, ‘ঐতিহাসিক দশম আসরের সূচি ঘোষণা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। গত এক দশকে পিএসএল আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি টুর্নামেন্টে পরিণত হয়েছে, যা পাকিস্তানের ক্রিকেট প্রতিভাকে বিশ্বদরবারে তুলে ধরেছে।’
🍸এবারের মরশুমে মূল টুর্নামেন্ট শুরুর আগে ৮ এপ্রিল পেশোয়ারে একটি প্রদর্শনী ম্যাচ আয়োজন করা হবে। প্রদর্শনী ম্যাচের দলগুলো এখনও ঘোষণা করা হয়নি। পিএসএল-এর প্রধান নির্বাহী সলমন নাসির আরও বলেন, ‘পিএসএল-এর প্রসার বাড়ানোর অংশ হিসেবে আমরা পেশোয়ারে একটি প্রদর্শনী ম্যাচ আয়োজন করতে পেরে আনন্দিত। এটি শহরের ক্রিকেটপ্রেমীদের জন্য একটি বিশেষ উদ্যোগ। আমাদের লক্ষ্য হচ্ছে খেলোয়াড়, দর্শক এবং সংশ্লিষ্ট সকলের জন্য টুর্নামেন্টের অভিজ্ঞতা আরও উন্নত করা।’
আরও পড়ুন … 🍌WPL 2025: হারের হ্যাটট্রিক RCB-র! পেরির সর্বনিম্ন স্কোরের দিনে WPL-তে ডুবলেন স্মৃতিরা
🐬এ বছর থেকে পিএসএল এপ্রিল-মে উইন্ডোতে অনুষ্ঠিত হবে, যা আইপিএলের (IPL) সঙ্গে সংঘর্ষ সৃষ্টি করবে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে পিএসএল-এর সূচি পরিবর্তন করা হয়েছে, তবে ২০২৬ সাল থেকে ILT20 ও SA20 লিগের সময় পরিবর্তনের ফলে পিএসএল চূড়ান্তভাবে পরে সরিয়ে নেওয়া হবে।
🐼এই আসরটি হবে ছয় দলের পিএসএলের শেষ আসর, কারণ ২০২৬ সাল থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) ও বর্তমান ছয়টি ফ্র্যাঞ্চাইজির সম্মতিতে নতুন দুটি দল যুক্ত করা হবে।
আরও পড়ুন … 𝐆CT 2025: ভারত যে ফায়দা পাচ্ছে, তা বুঝতে রকেট সায়েন্টিস্ট হতে হবে না! কাঁদুনি SA তারকার
ꦑযদিও নতুন দলগুলোর শহর এখনও চূড়ান্ত করা হয়নি। তবে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে করা দশ বছর মেয়াদি চুক্তি ২০২৫ সালে শেষ হবে। বর্তমান মালিকদের ‘ফার্স্ট রিফিউজাল রাইট’ রয়েছে, যার অর্থ তারা চাইলে তাদের মালিকানা ধরে রাখতে পারবেন, তবে কোনও মালিক যদি নির্ধারিত মূল্যে দলে থাকার প্রস্তাব গ্রহণ না করেন, তাহলে সেই ফ্র্যাঞ্চাইজি নতুন মালিকদের কাছে বিক্রি করা হবে।