IPL 2025-র ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ এবং মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে সহজেই মুম্বই ইন্ডিয়ান্স দল জয় তুলে নেয়। এক ম্যাচে জয়ের পরেই ফের একবার হারের মুখ দেখে প্যাট কামিন্সের হায়দরাবাদ। গতবারের ফাইনালিস্টরা এবারে ৭টা ম্যাচে মাত্র ১টা ম্যাচে জিততে পেরেছে। ব্যাটারদের♐ খারাপ পারফরমেন্স তাঁদের খুব ভোগাচ্ছে।
আগের ম্যাচেই পঞ্জাব কিংসের বিরুদ্ধে দুর্ধর্ষ ব্যাটিং করেছিলেন সানরাইজার্স হায়দারাবাদের ওপেনার অভিষেক শর্মা। ক্যাচ মিস এবং নো বলে আউট হওয়ার পর তিনি আর কোনও সুযোগই দেননি শ্রেয়স আইয়ারের দলক🌌ে। সেই ম্যাচে ১৪১ রান করেছিলেন পঞ্জাবতনয়, তাতেই চার ম্যাচের পরে জয়ের দেখা পেয়েছিল নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি।
সেই ম্যাচে শতরানের পর অভিষেক শর্মা এক মজাদার সেলিব্রেশন করেছিলেন। তিনি পকেটে একটি চিরকুট লিখে নিয়ে এসেছিলেন। তাতে লেখা ছিল, দিস ওয়ান ইজ ফর অরেঞ্জ আর্মি। অর্থাৎ তিনি নিজের শতরান উৎ൩সর্গ করেছিলেন হায়রদারাদ দলের সমর্থকদের উদ্দেশ্যে। এবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তিনি খেলতে নামতেই মজাদার ঘটনা ঘটালেন সূর্যকুমার যাদব।
সার্চ অপারেশন অভিষেকের পকেটে
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অভিষেক শর্মা মাঠে নামতেই তাঁর পকেটে সার্চ অপারেশন চালান টি২০তে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমা🎃র যাদব। তিনি যেহেতু টিম ইন্ডিয়ার অধিনায়ক, আর 🦩তার নেতৃত্বেই জাতীয় দলের হয়ে খেলেন অভিষেক, তাই বিষয়টি হেসে উড়িয়ে দিতে হয় অভিষেক শর্মাকে। প্রসঙ্গত আগের ম্যাচের পর অভিষেকের পারফরমেন্সে খুশি ছিলেন সূর্য।
অভিষেকে পকেটে চিরকুট ছিল না
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সূর্যকুমার যাদব অবশ্য অভিষেকের পকেট থেকে কিছুই পাননি। আর ব্যাট হাতে বাস্তবেও অভিষেক নিজের ই꧋নিংসকে বড় রানে কনভার্ট করতে পারেননি। ওপেন করতে নেমে এদিনও তাঁর একটি ক্যাচ মিস করে মুম্বইয়ের ফিল্ডাররা। এরপরই অভিষেকের ভক্তরা স্বপ্ন দেখা শুর𒐪ু করে দিয়েছিলেন, হয়ত পঞ্জাব ম্যাচের রিক্যাপ দেখা যাবে।
হার্দিকের বলে আউট অভিষেক
তবে হার্দিক পাণ্ডিয়া অব𝄹শ্য সেই সুযোগ দেননি। কারণ তিনি বল করতে এসে অভিষেক শর্মাকে ৪০ রানের মাথায় আউট করেন। হার্দিকের অফ স্টাম্পের বাইরের বলে থার্ড ম্যানের দিকে বড় শট খেলতে যান অভিষেক শর্মা, কিন্তু তা ফিল্ডারের দিকে চলে যায়। প্রথমে রাজ অঙ্গদ বায়া ক্যাচ নেওয়ার ক্ষেত্রে একটু মিস জাজ করলেও পরে সামনের দিকে ঝাঁপিয়ে ভালোই ক্যাচ নেন তিনি।