একদিকে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। এটি বিশ্বের সবচেয়ে বড় টি২০ লিগ। কোটি কোটি মানুষ আইপিএলের প্রতিটি ম্যাচ দেখ🌊🐻ছেন। সম্প্রচারকারীদের টিআরপি হুহু করে বাড়ছে। অন্য দিকে, একজন বড় প্লেয়ার দাবি করেছেন যে, কয়েক দিনের মধ্যেই ক্রিকেট ভক্তরা আইপিএল দেখা বন্ধ করে দেবেন।
আরও পড়ুন: রাচিনের বাউন্ডারির আঘাতে চোখে সর্ষেফুল PBKS-এর চিয়ারলিড🅰ারের, এর পরেই আউট হন CSK তারকা- ভিডিয়ো
এই প্লেয়ার আর কেউ নন, তিনি হলেন পাকিস্তানের ফাস্টবোলার হাসান আলি। তাঁর আজব এক দাবি। তিনি বলেছেন, পিএসএল শুরু হলে ক্রিকেট প্রেমীরা নাকি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দেখাই বন্ধ করে দেবেন। হাসান আলি আরও দাবি, পিএসএলে খেলা মানসম্পন্ন ক্রিকেট দেখতেই পছন্দ করে ভক্তরা। পা🤪কিস্তান সুপার লিগ সাধারণত ফেব্রুয়ারি এবং মার্চ মাসে অনুষ্ঠিত হয়, তবে এবার এটি এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হচ্ছে। ১১ এপ্রিল থেকে শুরু হতে চলেছে পিএসএলের দশম সংস্করণ।
হাসান আলির অবাক করা দাবি
জিও নিউজে একটি আলোচনার সময়ে হাসান আলি বলেন, ‘ক্রিকেট ভক্তরা এমন টুর্নামেন্ট দেখতে চান, যেখানে আরও ভালো ক্রিকেট খেলা হয়, যেখানে মানুষকে বিনোদন দেওয়া হয়। যদি আমরা পিএসএলে ভালো খেলি, তাহলে দর্শকরা আইপিএল ছেড়ে আমাদের খেলা দেখবে।’ হাসান আলি পাকিস্তানের অন্যতম সেরা প্লেয়ার। ২০১৭ সালে পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে সাহায্য করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তবে, তিনি দীর্ঘ দিন ধরে দলের বাইরে রয়൩েছেন এবং সম্প্রতি সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি দলে জায়গা পাননি।
এবার ধাক্কা খেতে পারে পিএসএল
এবার পাকিস্তান সুপার লিগের সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, এটি আইপিএলের সময় আয়োজন করা হচ্ছে, যে কারণে অনেক বড় খেলোয়াড়রা পিএসএল খꦕেলতে পারছেন না। এর পাশাপাশি, সম্প্রতি পাকিস্তানি দলের পারফরম্যান্স ভালো হয়নি, যার ফলে পাকিস্তান সুপার লিগ ক্ষতিগ্রস্ত হতে পারে। হাসান আলিও একথা স্বীকার করে নিয়েছেন। হাসান আলি বলেছেন, ‘যখন জাতীয় দল ভালো পারফর্ম করে না, তখন এটি পিএসএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগগুলিতে প্রভাব ফেলে। কিন্তু যখন পাকিস্তান ভালো করে, তখন পিএসএলের গ্রাফও উপরে ওঠে।’ প্রসঙ্গত, এবার পাকিস্তান টিম চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম রাউন্ড থেকেই ছিটকে যায়। এর পর নিউজিল্যান্ডে গিয়ে তাদের বিরুদ্ধে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে শোচনীয় পরাজয়ের মুখোমুখি হয়। কিন্তু তা সত🐻্ত্বেও, পাকিস্তানি ফাস্ট বোলার হাসান আলি এখনও আইপিএল নিয়ে মাথা ঘামাচ্ছেন বেশি।