অভিষেক ম্যাচেই চার ছক্কার ফুলঝুরি এসেছে জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের ব্য়াট থেকে। লখনউ দল যেখানে বিগত কয়েক বছর ধরে রান ডিফেন্ড করাকে অভ্যসে পরিণত করেছিল, সেখানেই লখনউ বোলারদের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলে সাড়া ফেলে দিয়েছেন অস্ট্রেলিয়ার মাত্র ২২ বছর বয়সের যুবক। কিন্তু কে এই জ্যাক। ইনিংসের পর শোরগোল পড়ে গেছে সোশাল মিডিয়ায়। এত কম বয়সি ক্রিকেটারের এরকম তাণ্ডব। আর তাতেই সামনে এসেছে চমকপ্রদ তথ্য। দলের অধিনায়ক ঋষভ পন্থের মতোই মারকুটে মেজাজে ব্যাটিং করতে পছন্দ করেন ভিক্টোরিয়ার এই ক্রিকেটার।
অস্ট্রেলিয়ার ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার নজির রয়েছে মাত্র ২৯ বল শতরানের। এবি ডিভিলিয়ার্সের করা ৩১ বলে লিস্ট এ হান্ড্রেডের রেকর্ড ভেঙে দিয়েছেন ম্যাকগার্ক। দেশের হয়ে বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলেছেন। এত কম বয়সেই খেলে ফেলেছেন ব্যাগি গ্রিন্সদের সিনিয়র দলের হয়েও। দুটি টি২০ ম্যাচে খেলেছেন ডেভিড ওয়ার্নারের ভক্ত এই ডানহাতি ক্রিকেটার। লখনউতে তার ব্যাটে কালবৈশাখীর ঝড় দেখার পর দিল্লি ক্যাপিটালস দল মজা করে একটি ছবি পোস্ট করেছে সোশাল মিডিয়ায়। যেখানে বেসবলের ব্যাট হাতে দেখা গেছে জ্যাককে, সঙ্গে লেখা হয়েছে জ্যাকবল। এতটাই নজরকাড়া ছিল তার পারফরমেন্স।
আরও পড়ুন-IPL 2024-শূন্যের লজ্জার রেকর্ড ম্যাক্সওয়েলের, ধরে ফেললেন রোহিত-কার্তিককে
করেছেন তো ৩৫ বলে ৫৫ রানের ইনিংস। স্ট্রাইক রেট ২০০-র ও কম। তাহলে হঠাৎ কেন চর্চায় এই অজি ক্রিকেটার। কারণ অক্রিকেটিয় শট নয়, বরং সোজা ব্যাটেই একের পর এক ছক্কা হাঁকিয়ে গেছেন জ্যাক। ১৩তম ওভারে বোলিং করতে এসে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয় লখনউ বোলার তথা আইপিএলে দীর্ঘদিন বোলিং করা ক্রুণাল পান্ডিয়ার। কম রান করেও তা ডিফেন্ড করা নিয়ে এতদিন গর্বের শেষ ছিল না সুপার জায়ান্টসদের। কিন্তু ১৩তম ওভারে ক্রুণাল পান্ডিয়াকে পরপর ৩বলে ওভারবাউন্ডারি মেরেই ২২ বছর বয়সি অস্ট্রেলিয়ান, লোকেশ রাহুলদের বুঝিয়ে দিয়েছিলেন এই ম্যাচ আর জেতা হবে না তাদের। ইনিংসে চারের সংখ্যা মাত্র ২, ছয়ের সংখ্যা পাঁচ।
আরও পড়ুন-IPL 2024-দর্শকরা যত বিদ্রুপ করবে ভালো খেললে ততই…হার্দিকের জন্য যুক্তি সাজালেন ইশান
১৩তম ওভারে ক্রুণালের প্রথম বল গেল সরাসরি মিডউইকেটের দিকের গ্যালারিতে। দ্বিতীয় বল গেল এক্সট্রা কভারের ওপর দিয়ে দর্শকদের কাছে। তৃতীয় বল লং অফের মাথার ওপর দিয়ে সটাং গ্যালারিতে। রোল মডেল ওয়ার্নার আউট হওয়ার পর মাঠে যখন এসেছিলেন তখন তার ওপর অনেক চাপ ছিল। কিন্তু দলকে জিতিয়ে মাঠ ছাড়ার পর তার ওপর আরও চাপ যে বাড়ল, তা বলাই যায়। কারণ এবার থেকে মাঠের ভিতরের চাপের পাশাপাশি মাঠের বাইরে দর্শকদের প্রত্যাশার চাপও যে পূরণ করতে হবে। ম্যাচের পর ম্যাকগার্ক বলছেন, ‘শেষ পাঁচ-ছয়টা ম্যাচে সুযোগ পাচ্ছিলাম না বলে হাত কামড়াচ্ছিলাম। সুযোগ পাওয়ার পরই ভেবেছিলাম ভালো খেলতে হবে। খুব একটা অফ সাইডে আমি ছয় মারি না, তাই কভারের ওপর ছয়টা বেশ ভালো লেগেছে। এখানে খুব ভালো লাগছে, আশা করব আরও ভালো পারফর্ম করব’।
আরও পড়ুন-IPL 2024- ভারতীয় দল থেকে বিরতিটা দরকার ছিল, বিতর্কিত অধ্যায় নিয়ে মুখ খুললেন ইশান
প্রসঙ্গত পেসার লুঙ্গি এনগিদি চোট পেয়ে ছিটকে যাওয়ায় তার পরিবর্ত হিসেবে জ্যাককে দলে নেয় ক্যাপিটালসরা। এবার মনে হচ্ছে দিল্লির আইপিএলের স্বপ্ন অক্ষুণ্ণ রাখতে গেলে প্রধান বাজি হয়ে উঠতে হবে এই অজি তরুণকে।