‘কফি উইথ করণ’-এর প্রথম এপিসোডে অতিথি হিসাবে হাজির হয়েছিলেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। বলিউডের অন্যতম আদর্শ দম্প𝄹তি ‘দীপবীর’। করণের শো-তে হাজির হয়ে নিজেদের সম্পর্ক নিয়ে একের পর এক বোমা ফাটিয়েছেন তাঁরা। কীভাবে শুরু তাঁদের প্রেমের গল্প, কেমনভাবে তা বিয়ের পিঁড়ি পর্যন্ত এগোল, সবকিছু নিয়ে রাখঢাক না রেখে কথা বলেছেন দুজনে।
রণবীর কাপুরের সঙ্গে ব্রেকআপের পর ডিপ্রেশনে ছিলেন দীপিকা। একটু একটু করে সেখান থেকে বেরিয়ে আসেন। রণবীর-দীপিকার সম্পর্কের শুরুটা ঠিক তার পরে। যদিও দীপিকা খোলসা করেছেন শুরুতে তিনি রণবীরের (সিং) সঙ্গে ‘সিচুয়েনশিপে’ ছিলেন। রণবীরকে ডেট করা🐼র সময় একাধিক পুরুষের সঙ্গে মেলামেশা করতেন। কারণ জীবনটা উপভোগ করতে চেয়েছিলেন তিনি। দীপিকার এই ‘ক্যাজুয়াল ডেটিং’ মন্তব্য নিয়েই চটেছে নেটিজেনদের একাংশ। এই বিতর্কে নাম না করেই দীপিকার পাশে দাঁড়ালেন অভিনেতা-কমেডিয়ান বীর দাস।
বীর এক্স হ্যান্ডেলে লেখেন-'সেইসব পুরুষদের জন্য সমবেদনা যাঁরা একজন বলিউড তারকা, যিনি তাঁদের ধরা ছোঁয়ার বাইরে তাঁর ক্য়াজুয়াল ডেটিং-এর কথা শুনে ভেঙে পড়েছেন, কারণ তিনি নিজের বয়ফ্রেন্ডের প্রতি ততটা কমিটেড ছিলেন যতটা তাঁদের কাল্পনিক প্রেমিকা তাঁদের প্রতি ℱরয়েছে'।
কারুর নাম না নিলেও বীরের এই মন্তব্য যে দ🐻ীপিকাকে ঘিরে তা নতুন করে বলার দরকার নেই। করণের সামনে ঠিক কী বলেছেন দীপিকা?
দীপিকা বলেন, ‘আমার অনেকগুলো টক্সিক, ভুল সম্পর্কের পর কিছুদিন একা থাকতে চেয়েছিলাম। আমি কারও সঙ্গে অ্যাটাচড হতে চাই𝐆নি তখন। কমিটেড হতে চাইনি। আবার জীবনের পুরো মজা উপভোগ করতে চেয়েছিলাম কারণ সেটারই বয়স ছিল। তারপরই ওর সঙ্গে আলাপ হয়। কিন্তু আমরা কমিটেড ছিলাম না। মা﷽নে যতদিন না ও প্রপোজ করেছে ততদিন কমিটেড ছিলাম না।’
এরপর দীপিকা বলেন, 'আমরা তখন অন্য অনেকের সঙ্গে দেখা করতাম। করেছি। কিন্তু আবার একে অন্যের কাছে ফিরে আসতাম। অন্য কারও দেখা করে, কথা বলে সেই মানসিক শান্তি পেতাম না যা ওর থেকে পেতাম🔥। তাই আমি মানসিক ভাবে ওর প্রতিই কমিটেড ছিলাম সে যতই অন্য কারও সঙ্গে দেখা করি বা কথা বলি না কেন।'
এপিসোডের পরবর্তী অংশে দীপিকা রণবীরের কাছ প্রশ্ন রাখেন, তাঁর সুযোগ্য সঙ্গী কারা হতে পারত? এতে বেꦇশ বিরক্তি প্রকাশ করেন রণবীর। বলেন, ‘এই তো তুমি বললে তুমি অন্য পুরুষদের ডেট করছিলে, কিন্তু শেষমেশ আমার কাছে ফিরে আসতে। এবার তোমার মনে পড়ছে না তারা কারা ছিল?’ দীপিকা জানান, তাঁরা কারা ছিল মোটেই সে কথা মনে নেই তাঁর। যদিও রণবীর স্পষ্ট করেন, সেই সব পুরুষদের কথা স্পষ্ট মনে রেখেছেন তিনি।
এদিন রণবীর জানান রাম লীলা ছবি করার সময় থেকেই তাঁদের সম্পর্ক তৈরি হয়। এরপর মালদ্বীপে বেড়াতে গিয়ে তিনি দীপিকাকে প্রপোজ 🍰করেন। সালটা ছিল ২০১৫। তখনই গোপনে এনগেজমেন্ট সেরে নিয়েছিলেন তাঁরা। প্রাথমিক ভাবে অভিনেত্রীর মা এই সম্পর্ক মেনে নিতে চাননি। যদিও বছর ঘুরতে না ঘুরতেই দীপিকার ꧃মায়ের মন জিতে নেন রণবীর। পরবর্তীতে ২০১৮ সালে ইতালিতে রূপকথার বিয়ে সারেন দুজনে। এখন তাঁদের দাম্পত্যের বয়স ৫ বছর।