২১ বছরের বড꧅় বর অগ্নিদেব, কিন্তু বয়স হোক বা অগ্নিদেবের বিবাহিত জীবন কোনও কিছুই বাধা হয়ে দাঁড়ায়নি সুদীপা-অগ্নিদেবের প্রেমের পথে। বর্তমানে তাঁদের একটি ছেলেও রয়েছে, তাঁর নাম আদিদেব। তাঁদের দীর্ঘ দাম্পত্য, তার মাঝেই হঠাৎ সুদীপা লিখলেন, 'এ কেমন📖 ভালোবাসা কে জানে?'
শনিবার সুদীপা তাঁর ইস্টাগ্র❀ামে স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। সেখানে তাঁদের বাড়ির বারান্দায় তাঁদের দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। যদিও ছবিতে তাঁদের মুখ দেখা যায়নি। সাদা-কালো আলো-ছায়ায় ভরা ছবিটি পোস্ট করে সঞ্চালিকা লেখেন, ‘এ কেমন ভালোবাসা কে জানে?’
আরও পড়ুন: কচি বউ শ্রীময়ী কি তব♍ে অতীত? চতুর্থ বিয়ে করতে পারেন কাঞ্চন? কে করল হঠাৎ এꩲমন দাবি
প্রসঙ্গত, 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ ধারাবাহিকের সেটে আলাপ দুজনের। তারপর ধীরে ধীরে ইন্ডাস্ট্রির সিনিয়র পরিচালক-প্রযোজ♓কের প⛦্রেমে পড়েন সুদীপা চট্টোপাধ্যায়। বিবাহিত অগ্নিদেবকেই তিনি ভালোবেসে ফেলেন। ২০১৭ সালের জানুয়ারি মাসে কাগজে কলমে বিয়ে সারেন তাঁরা। যদিও সামাজিক ভাবে ২০১০ সালে বিয়ে করেন নেন সুদীপা-অগ্নিদেব।
তবে অগ্নিদেব 😼এর আগেও ঘর বেঁধেছিলেন, কিন্তু সে সংসার সুখের হয়নি। অগ্নিদেবের প্রথম স্ত্রী দেবযানী। তাঁদের ছেলে আকাশ। ২০০০ সালে প্রথম স্ত্রীর থেকে বিচ্ছেদ চেয়ে মামলা রুজু করেছিলেন পরিচালক। মানসিক নির্যাতন ও হেনস্থা করে স্ত্রী, এই অভিযোগে বিচ্ছেদ মামলা করেন অগ্নিদেব। ২০০৫ সালে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন অগ্নিদেব। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা যায়, অগ্নিদেবের বাড়িতে মদ্যপ অবস্থায় চড়াও হয়েছেন বিচ্ছিন্না স্ত্রী, দাবি পরিচালকের। মামলা গড়ায় থানা পর্যন্ত। পরিচালক জানিয়েছিলেন, রেগে গেলে হিংস্র হয়ে ওঠেন দেবযানী। এক কোটি খোরপোষ না দিলে ডিভোর্স দিতে রাজি নন তিনি। যে টাকা তাঁর পক্ষে দেওয়া সম্ভবপর নয়।
আরও পড়ুন: ফ♍িরছ😼ে ‘খুকুমণি’ জুটি! রাহুল-দীপান্বিতা আবার একসঙ্গে ছোট পর্দায়, কোন চ্য়ানেল?
অগ্নিদেবের অভিযোগ ছিল, স্ত্রী যোধপুর পার্কের যে ফ্ল্যাটে থাকে, তার মালিক তিনি। পাশাপাশি ছেলেকে (আকাশ) শহরের সবচেয়ে নামী স্কুলে পড়াচ্ছেন তিনি। যার সমস্ত খরচ তিনি বহন করেন। অগ্নিদেব পুলিশকে জানিয়েছিলেন, তাঁর ব🦂ালিগঞ্জের বাড়িতে মদ্যপ অবস্থায় চড়াও হয়ে ভাঙচুর চালায় দেবযানী, তাঁকে আটকাতে গেলে পরিচালকের হাতে কামড়ে দেন। এই ঘটনার জেরে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল দেবযানীর নামে। তবে গড়িয়াহাট থানায় মেয়েদের আলাদা লকআপ সেল না থাকায় সন্ধ্যার আগেই জামিন পান দেবযানী। এই ঘটনা নিয়ে কোনওদিন মিডিয়ায় মুখ খোলেননি অগ্নিদেবের প্রাক্তন স্ত্রী।
তবে অগ্নিদেবের প্রথমপক্ষের ছেলে আকাশের সঙ্গে সুসম্পর্কই রয়েছে🦄 সুদীপার। আইনি বিয়ের এক বছরের মাথায় পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন সুদীপা। বর্তমানে দুই ছেলেকে নিয়ে ভরা সংসার তাঁর।