বলিউড তারকাদের বিলাসবহুল জীবন, তাঁদের সম্পত্তি জানার উৎসাহ বরাবরই থাকে সাধারণ মানুষদের মধ্যে। জানেন কি, বলিউডের কোন খ্যাতনামা অভিনেত্রীর স্বামীর রয়েছে ৪১৭১ কোটি টাকার কোম্পানি।
কথা হচ্ছে, বলিউডের বিখ্যাত অভিনেত্রী, জুহি চাওলার স্বামী এবং কলকাতা নাইট রাইডার্সের সহ-মালিক জয় মেহতার। যিনি সবসময়ই নিজেকে লাইমলাইট থেকে দূরে রাখতেই পছন্দ করেন। কিন্তু তাঁর বিলাসবহুল জীবনযাত্রা কোনো সুপারস্টারের চেয়ে কম নয়। ৪১৭১ কোটি টাকার একটি বহুজাতিক কোম্পানির সিইও হলেন জয় মেহতা।
কে এই জয় মেহতা?
দ্য মেহতা গ্রুপের চেয়ারম্যান হলেন জয় মেহতা। এই কোম্পানির ভারত এবং বিদেশে একাধিক শাখা রয়েছে। জয় মেহতার কোম্পানি সিমেন্ট, বিল্ডিং মেটিরিয়াল, টেক্সটাইল থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং, বিভিন্নক্ষেত্রে কাজ করে। তার কোম্পানির মোট সম্পদের পরিমাণ ৫০০০ মিলিয়ন ডলারেরও বেশি। মুম্বই ছাড়াও, জয় মেহতার কোম্পানির অফিস রয়েছে আফ্রিকা, কানাডা এবং আমেরিকায়, যেখানে ১৫০০০ এরও বেশি লোক কাজ করে।
জয় মেহতা কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর আইএমডি সুইজারল্যান্ড থেকে এমবিএ পাশ করেন। এবং যোগ দেন পারিবারিক ব্যবসায়। ঠাকুরদা কালিদাস মেহতার কাছ থেকে উত্তরাধিকারসূত্রে এই ব্যবসাটি পেয়েছিলেন জয় মেহতা, যা বিংশ শতাব্দীতে শুরু হয়েছিল।
শাহরুখ খানের সঙ্গে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের টিম কলকাতা নাইট রাইডার্সের সহ-মালিক হলেন জয় ও জুহি। সম্প্রতি প্রকাশ হওয়া একটি হিসেব অনুসারে, জুহি চাওলার নাম সবচেয়ে ধনী অভিনেত্রীদের তালিকায় রয়েছে। তার মোট সম্পদের পরিমাণ ৪৬০০ কোটি টাকা।
জয় ও জুহির প্রেম:
রাকেশ রোশনের একটি ছবির সেটে জুহি চাওলা ও জয় মেহতার প্রথম দেখা হয়। জুহির আগে, জয়ের বিয়ে হয়েছিল সুজাতা বিড়লার সঙ্গে, যিনি ১৯৯০ সালে একটি বিমান দুর্ঘটনায় মারা যান। জয় মেহতার স্ত্রীর মৃত্যুর পর, ভালোবাসা-বন্ধুত্ব নিয়ে আগলে নেন অভিনেত্রী। দুজনে খুব ভলো বন্ধু হয়ে ওঠে।
জয় ভালোবেসে ফেলেন জুহিকে। গোপনে রোজ গোলাপও পাঠাতেন। তবে প্রথমদিকে নিজেদের সম্পর্কের কথা লুকিয়ে রেখেছিলেন জয় ও জুহি। ক্যারিয়ারের শীর্ষে থাকার কারণে জুহি সেই সময় তাঁদের সম্পর্কের কথা গোপন রাখেন। ১৯৯৫ সালের ডিসেম্বরে দুজনে গোপনে বিয়ে করেন। ২০০১ সালে তাঁরা মেয়ে জাহ্নবীর জন্ম দেন। এরপর, ২০০৩ সালে জন্ম হয় ছেলে অর্জুনের।