সদ্যই মুক্তি পেয়েছে কিলবিল সোসাইটি। হেমলক সোসাইটির ১৩ বছর সিক্যু🌄য়েল আসতেই ম্যাজিক দেখাচ্ছে বক্স অফিসে। দুদিনেই প্রায় ৪০ লাখের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি। মোট আয় কত হল?
আরও পড়ুন: 'ইন্ডিয়ান আইডল আমার কাছে ট্রমা', বিস্ফোরক দাবি অনিরুদ্ধের, মানসী জেতার প✅র উঠছে ‘চিটিং’য়ের অভিযোগ!
আরও পড়ুন: ভারত নয়, গান্ধীজি পাকিস্তানের রাষ্ট্রপিতা! ফের বিস্ফ💎োরক মন্তব্য অভিজিতের
কিলবিল সোসাইটি ছবিটির বক্স অফিস কালেকশন
ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসের তরফে এদিন একটি রিপোর্টে জানানো হয়েছে মুক্তির পর প্রথম দিন অর্থাৎ শুক্রবার ১১ এপ্রিল বক্স অফিসে কিলবিল সোসাইটি ছবিটি ১১ লাখ ৫০ হাজার টাকার ব্যবসা করেছে। দ্বিতীয় দিনে সেই আয়ের পরিমাণ লাফিয়ে বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। শুক্রবার পরমব্রত এবং কৌশানি মুখোপাধ্যায় অভিনীত এই ছবিটি বক্স অফিসে ২৪ লাখ ২৫ হাজার টাকা আয় করেছে। ফলে দুদিন মিলিয়💙ে কিলবিল সোসাইটি ছবিটির মোট আয় ৩৫ লাখ ৭৫ হাজার টাকা। মনে করা হচ্ছে এই মোমেন্টাম ধরে রাখলে প্রথম উইকেন্ডেই এই ছবি ৬৫ লাখের গণ্ডি সহজেই টপকে যাবে।
সৃজিত মুখোপাধ্যাযꦺ় নিজেও এই খবর শেয়ার করেছেন। তাঁর শেয়ার করা 🐬পোস্ট দেখে স্পষ্ট যে ছবির এই আয়ে তিনি বেশ খুশি।
আরও পড়ুন: বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার মেঘনা! ৩�⛄�০ দিনের জেল বাংলাদেশি অভিনেত্রীর, কী ঘটিয়েছেন?
প্রস♛ঙ্গত ইতিমধ্য🔴েই ১৩ হাজার ৫০০ টিকিট বিক্রি হয়ে গিয়েছে বলে ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসের তরফেই জানানো হয়েছে। শুধু তাই নয় বুক মাই শোয়ের দিকে নজর রাখলেও জানা গিয়েছে গত ২৪ ঘণ্টায় প্রায় ১০ হাজার, ভালো করে বললে ৯.২২ হাজার টিকিট বিক্রি হয়েছে এই ছবির।
কিলবিল সোসাইটি প্রসঙ্গে
কিඣলবিল সোসাইটি ছবিটিতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়কে। এছাড়া আছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, সন্দীপ্তা সেন, বিশ্বনাথ বসু প্রমুখ। এই ছবিতে আনন্দ কর ওরফে পরমব্রতকে দেখা যাচ্ছে মৃত্যুঞ্জয়ের চরিত্রের। গত ১১ এপ্রিল মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় প🀅রিচালিত এই ছবিটি। সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন অনুপম রায় এবং রণজয় ভট্টাচার্য।
আরও পড়ুন: ‘পূর্ণা’ক𓆉ে জীবনমুখী করতে গিয়ে গোটা প্রজন্মকে প্রেম করতে শেখালেন সৃজিত! কেমন হল কিলবিল সোসাইটি?
আরও পড়ুন: 💜মাকে বাঁচাতে ‘সিংঘম’ স্টাইলে শত্রু নিধন দুর্গার! নিজের মেয়েকে চিনতে পারবে স্বয়ম্ভূ?