ꦫ সমুদ্রের ধার থেকে একগুচ্ছ ছবি সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন নবনীতা দাস। বিগত কয়েকদিন ধরেই, তাঁর ঘুরতে যাওয়ার ছবিতে মজে আছে সোশ্যাল মিডিয়া। তবে এবার বিকিনিতে ধর দিলেন জিতু কমলের প্রাক্তন স্ত্রী।
♕লাল শর্টস আর বিকিনি টপে দেখা গেল নবনীতাকে। ছবিতে ট্যাগ করা লোকেশন বলছে, গোয়াতে ছুটি কাটাচ্ছেন তিনি। যদিও সঙ্গে ঠিক কারা, তা স্পষ্ট নয়। বেশ কয়েকটি পোস্টে ট্যাগ করা হয়েছে টাবু পাটনি নামের এই মহিলাকে। টাবু পেশায় মেকআপ আর্টিস্ট। তবে বাসিন্দা গুজরাটের। আর সঙ্গের পুরুষটির মুখও যেমন স্পষ্ট নয়, তেমনই জানা যায়নি পরিচয়ও।
🐻চলুন নবনীতার গোয়া ভ্যাকেশনের কিছু ছবি দেখে নেওয়া যাক-
🅘কাজের সূত্রে নবনীতাকে শেষ দেখা গিয়েছে বিয়ের ফুল ও তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে। আপাতত সেলফ কেয়ার আর সেলফ লাভ-ই তাঁর ফোকাসে। বিগত বছরে চর্চায় ছিল অভিনেত্রীর ব্যক্তিগত জীবন। আচমকা জিতু কমলের সঙ্গে ডিভোর্স ঘোষণা করে, যাকে বলে চমকে দিয়েছিলেন সকলকে।
𒉰২০২৩ সালের ১৭ নভেম্বর খাতায় কলমে বিচ্ছেদ হয়েছে জিতু কমল এবং নবনীতা দাসের। দীর্ঘ চার বছরের সম্পর্ক থেকে বেরিয়ে আসা সহজ ছিল না! সেই ছাপ পড়ত সোশ্যাল মিডিয়াতে। আলাদা হওয়ার পরেও, কখনো প্রাক্তন স্বামীর ছবি আবার কখনো প্রাক্তন শ্বশুর-শাশুড়ির ছবি-ভিডিয়ো দিতেন সোশ্যালে। তবে বিগত কয়েকমাস ধরে আর সেইপুরনো স্মৃতি নেই নবনীতার প্রোফাইলে। অর্থাৎ স্পষ্ট, নিজেকে ধীরে ধীরে অতীত থেকে সরিয়ে আনছেন।
♒প্রায় এক দশক আগে দ্বীপ জ্বেলে যাই ধারাবাহিকের মাধ্যমে বিনোদন জগতে পা রেখেছিলেন নবনীতা। তারপর একের পর এক কাজ দিয়ে নিজের পরিচিতি গড়েছেন। জানা যায়, জিতুর সঙ্গে যেই ফ্ল্যাটে থাকতেন বিয়ের পর, সেটি বিয়ে ভাঙার পর, প্রাক্তন স্বামীর নামেই করে দেন। সম্প্রতি নিজের জন্য একটি নতুন বাসা কিনেছেন তিনি। যত্ন করে সাজিয়েছেন সেই ফ্ল্যাট।